নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাদা কালো - ফটোব্লগ

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩০



হঠাৎ মাথায় পোকা চাপলো রঙিন ছবি তোলার ক্যামেরা যদি না থাকতো, এবং সাদা কালো ছবি তোলার একমাত্র ব্যবস্থা থাকতো তাহলে আমাদের ছবিব্লগ গুলো কেমন হতো দেখতে । দেখি কেমন হতো..........



পেঁচার দ্বীপঃ কক্সবাজারের হিমছড়ির কাছাকাছি ।





বেহুলা লক্ষীন্দরের বাসর ঘরঃ বগুড়া ।





শীলখালিঃ টেকনাফ ।





রাবিয়া বসরীর আস্তানাঃ গোলাকান্দাইল, নারায়নগঞ্জ ।





মাছ ধরাঃ বালাপুর, নরসিংদী ।





টঙ্গী এজতেমাঃ টঙ্গী, গাজীপুর ।





লোকশীল্প জাদুঘরঃ সোনার গাঁ, নারায়নগঞ্জ ।





পানাম নগরীঃ সোনার গাঁ, নারায়নগঞ্জ ।





ব্যঙের ছাতাঃ বেলাব, নরসিংদী ।





কাঁশ ফুলঃ মোগরাপাড়া, নারায়নগঞ্জ ।





স্পীডবোটঃ মাওয়া ফেরিঘাট ।





বাংলার তাজমহলঃ পেরাবো, নারায়নগঞ্জ ।





বালিয়াটি জমিদার বাড়িঃ সাটুরিয়া মানিকগঞ্জ ।





হলুদ ফুলঃ নাম না জানা এই হলুদ ফুলটি কিন্তু সাদা দেখাচ্ছে ।





বকঃ বিশাল সাইজের এই সাদা কালো বকগুলো আমি যতদূর জানি দূর্লভ প্রজাতির, কুমিল্লা থেকে তোলা ।





কোন্দাঃ তালগাছ দ্বারা নির্মিত নৌকা বিশেষ ।





মহিষের গাড়িঃ





খেয়াঃ





ক্যাকটাসঃ সোনাদিয়া দ্বীপ ।





কাদা খেলাঃ হাতিয়া নোয়াখালি ।





সরষে ফুলে মৌমাছিঃ বি বাড়িয়া ।





বালাপুর জমিদার বাড়িঃ নরসিংদী ।





পাট খড়ি বা শোলাঃ চরসিন্দুর, নরসিংদী ।





ফুলওয়ালীঃ একটি স্কুল প্রতিযোগিতায় ।





কাপ্তাই হৃদঃ রাঙামাটি ।





তাবুঃ নিঝুম দ্বীপ ।





পাহাড়ের উপর দিয়া চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার রাস্তাঃ সীতাকুন্ড ।





কেয়াঃ ছেড়াদিয়া দ্বীপ ।





নিঝুম দ্বীপঃ হাতিয়া





ধানঃ চরনগরদী, নরসিংদী ।





শেকড়ঃ বিশনন্দী, নারায়নগঞ্জ ।





জাহাঙ্গীর নগরঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ।





পাহাড়ের হাসিঃ বান্দরবান ।





মিনারঃ গোলাকান্দাইল, নারায়নগঞ্জ ।





ছোট সোনা মসজিদঃ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ।





সারষঃ বাইক্কা বিল, শ্রীমঙ্গল ।





পাহাড়িঃ সিপ্পি, বান্দরবান ।





ফুলঃ কচুরী ফুল ।





লিচুঃ দিনাজপুর ।





মাঝিঃ হাকালুকি হাওড় ।





বানরঃ সুন্দর বন ।





নৌকোঃ সোনাদিয়া দ্বীপ ।



মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৭

রাতুল_শাহ বলেছেন: ছোট সোনা মসজিদঃ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ।
গিয়েছিলেন কবে?

২য় ছবিটা খুব । ভাল লাগল।

আর মাছ ধরার ছবিটা দেখে, ছোটবেলার মাছ ধরার স্মৃতিটা মনে করিয়ে দিলেন।
গরুর গাড়িটাও খুব ভাল লাগল।

ভাই গরুর গাড়ি চালিয়েছেন?

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: চাপাইনবাবগঞ্জ গিয়েছিলাম গত বছর আমের সিজনে,

আর এইটা গরুর গাড়ি না মহিষের গাড়ি :D

গরুর গাড়ির ড্রাইভিং জানিনা :(

২| ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৭

মুকুল সালাহউদ্দীন বলেছেন: অসাধারণ সুন্দর হয়েছে। ছবি গুলোকি আপনার নিজের তোলা?

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই, সবগুলো ছবিই আমার তোলা ।

৩| ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫১

দুঃখ বিলাসি বলেছেন: অনেক সুন্দর।

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫২

আহাদিল বলেছেন: কতগুলো ছবি বেশ সুন্দর!
কতগুলো'তে চিরন্তন গ্রাম বাংলা হাসছে আমাদের দিকে তাকিয়ে!

ব্লগের শুরু'র দিকে আমিও এমন সাদা-কালো ছবি ব্লগ দিয়েছিলাম!

ভালো থাকুন সাদা মনের মানুষ!

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৩

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৫| ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১১

কাইয়ুম খান বলেছেন: আপনার বাড়ি কি নরসিংদীর কোথাও?

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ কাইয়ুম ভাই, আমার বাড়ি মাধবদী, আপনার বাড়ি কোথায় ?

৬| ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩২

কাউসার রুশো বলেছেন: আমার তো মনে হয় ভালোই হত যদি রঙ্গিন ক্যামেরা না থাকতো।
তবে শর্ত হলো আপনার মত মানুষদের হাতে ক্যামেরা থাকতে হবে।

খুব ভালো লাগলো এই ছবি পোস্ট
+++

সিলেট ঘুরে আসলাম। সময় পেলে আমার ব্লগে একটা ঢুঁ মেরে আসবেন।

২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আপনার ব্লগ বাড়িতে ঢু মেরে একেবারে ফাটিয়ে রেখে এসেছি :D

৭| ২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৬

অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: জীবনের রঙের ছবি গুলা অসাধারন লাগল।

২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: খুশি হলাম স্বদেশ :D

৮| ২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৭

আমি সাজিদ বলেছেন: ভালো লাগলো।আইডিয়া টা জোশ ।

২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম :-B

৯| ২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২৯

ফারজুল আরেফিন বলেছেন: অসাধারণ, অসাধারণ ছবিব্লগ।

দু'চোখ ভরে দেখলাম।
ধন্যবাদ ও প্লাস দিতেই হচ্ছে। :)

২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এমন মন্তব্যে উৎসাহিত হলাম :) :)

১০| ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৪২

দূর্যোধন বলেছেন: আপনি সাদাকালোযুগেই ফিরে যান,সাদাকালো ছবিই ভালো তুলেন ;) +

২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: :D +

১১| ২৯ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৮

মুহিব বলেছেন: সুন্দর ছবি তুলেছেন।

২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.