নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
২ । সেন্টমার্টিন দ্বীপ থেকে তোলা ছবি ।
৩ । চা গাছের ফুল, তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি ।
৪ । সফেদা ফল, বান্দারবানের পর্যটন মোটেলের সামনে থেকে তোলা ছবি ।
৫ । না এটা কোন দেশের পতাকা না, একটা অন্ধকারাচ্ছন্ন সকালের প্রথম সূর্যের ছবি এটা ।
৬ । যাই মধু আহরণে..........
৭ । পাখি । বাইক্কা বিল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে তোলা ছবি ।
৮ । পদ্মার ভাঙন, জাজিরা, শরিয়তপুর থেকে তোলা ছবি ।
৯ । পালকী, মোহাম্মাদ আলী প্যালেস মিউজিয়াম, বগুড়া থেকে তোলা ছবি ।
১০ । খেয়া, খাক্কান্দা, আড়াইহাজার, নারায়ছগঞ্জ থেকে তোলা ছবি ।
১১ । গুইসাপ, নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে তোলা ছবি ।
১২ । বাড়ি, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি ।
১৩ । পালের নাও, মানিকপুর ফেরিঘাট, আড়াইহাজার, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি ।
১৪ । গাব গাছ, নরসিংদীর নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি ।
১৫ । তাবু ও তার বাসিন্দা, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি ।
১৬ । মাজার, এই স্থানের নাম আমি জানিনা, সিলেট যাবার পথে ব্রাক্ষনবাড়িয়ার কোন স্থানে আছে এটি ।
১৭ । বালাপুর জমিদার বাড়ি, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি ।
১৮ । মাছ ধরা, কোন এক গ্রাম থেকে তোলা ছবি ।
১৯ । সব শেষে দার্জিলিং এর টাইগার হিলে আমার একটা ছবি
বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
বনে বাঁদাড়ে...... ৩
বনে বাঁদাড়ে......৪
বনে বাঁদাড়ে......৫
বনে বাঁদাড়ে......৬
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি ও ভিটামিন সি বালা পাই
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার !!!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ।
ছবিগুলো দারুন হয়েছে ++++++++
ভালো থাকবেন ভাই
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনি ও ভালো থাকুন, সব সময়
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শান্তা273 বলেছেন: অসম্ভব সুন্দর ছবিগুলো।
১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
আদম_ বলেছেন: জমিদার বাড়িতে মানুষ থাকে তাহলে পরিস্কার করেনা কেন?
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: কার বাড়ি কে যায় পরিস্কার করতে
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: হ্যাপি ব্লগিং। হা হা হা!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাপি ব্লগিং
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
ভিটামিন সি বলেছেন: খুব ভালো হয়েছে। সরিষা ক্ষেত আমার খুব ভালো লাগে। আবারও নাঙ্গু বাবার পিক ভালো হয়েছে। গতটাতেও নাঙ্গু বাবাকে পছন্দ করেছিলাম।