|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সাদা মনের মানুষ
সাদা মনের মানুষ
	বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
 
   
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলার অন্তর্গত একটি উপজেলা ।  
(২) কসবা স্টেশনে তেলের ট্যাংকার। 
(৩) স্টেশনের পাশেই রাস্তায় ফুটে আছে এমন রঙচঙে বাহারি ফুল ল্যান্টানা। 
(৪) তারপর এমন পথ ধরে আমাদের শুধুই এগিয়ে চলা........ 
(৫) গাছপালার আড়ালেই ভারতীয় স্থাপনা উঁকিঝুকি মারছে। 
(৬) অজগরটি আসছে তেড়ে, রাস্তা ছেড়ে দাড়াই সরে  
 
(৭)  ঐ লাল পাহাড়, ঐ তাল গাছ ভিসা ছাড়া ছোয়া যাবে না, কতো কাছে অথচ বহু দূরে........ 
(৮) প্রখর রোদ্রে একটুখানি গাছের ছায়া, আর তাতেই শান্তির ঘুম, ক'জন পারে এমন শান্তির ঘুম ঘুমাতে? 
(৯) চমৎকার সবুজের মাঝে এই ন্যাড়া নারকেল গাছগুলো কেন দাড়িয়ে আছে কে জানে? 
(১০) রেল লাইনের পাশে আপন মনে খেলারত শিশু। 
(১১) আমাদের কাজ তো একটাই শুধু হেটে চিটাগাং এর দিকে আগানো। 
(১২) গোলা জলে মাছ শিকারে রত কয়েকটি শিশু হাঁস। 
(১৩) সবুজ ফসলের মাঠ, অতঃপর দিগন্তের কাছে ছোট ছোট গ্রাম, এমন সৌন্দর্য্যে আমি বরাবরই হারিয়ে যেতে চাই। 
(১৪) ২৬৬ বলছে, এমন আরো ছোট বড় ২৬৫টা ব্রীজ কালবার্ট পেরোতে পারলেই চিটাগাং পৌছতে পারবো। 
(১৫) হাটো বন্ধু হাটো......... 
(১৬) এই স্থাপনাগুলো কাটা তারের ওপারে। 
(১৭) এখানের খড়ের গাদাগুলোতে আলাদা একটা সৌন্দর্য্য আছে, এভাবে খড়ের গাদাকে খড় দিয়ে বেধে রাখতে আগে আমি কখনো দেখিনি। 
(১৮) তিক্ষ্ণ একটা বাঁক। 
(১৯) রেল লাইনের এমন বিবর্তন বলছে সামনেই কোন স্টেশন। 
(২০) এক সময় আমরা পৌছে গেলাম মন্দবাগ স্টেশনে। 
 
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ২৬ ( ইমাম বাড়ী )   
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ২৮ ( মন্দবাগ )
 ৫২ টি
    	৫২ টি    	 +৮/-০
    	+৮/-০  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:০৩
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ চন্দ্র  
 
২|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৩
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৩
কবি আশরাফুল বলেছেন: শুভকামনা রইলো।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:২৫
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হাটতে গিয়ে কোন একটা স্টেশনে খুব বিপদ বা ভেজালে আছি, আপনাদের শুভ কামনাটা আমার এখন খুব বেশী প্রয়োজন ।
৩|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৪
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৪
খেয়া ঘাট বলেছেন: আপনি এখনো চিটাগাংগ পৌছুননি।
ভালো লাগলো আপনার পথ চলা।
ট্রেনের ওপর সুরু ব্রীজ থাকলে একটু সাবধানে পার হবেন। আর দিনের বেলা হাঁটবেন, ভুল করেও সন্ধ্যার পরে না। 
কোনো একটা শ্লোগান নিয়ে যাত্রা শুরু করলে আরো ভালো হতো।
যেমন- হাঁটাই হলো সবচেয়ে ভালো শরীরচর্চা।
আপনাদের জন্য অনেক শুভকামনা, নিরাপদে চট্টগ্রাম পৌঁছান।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:২৬
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, চিটাগাং এর খেয়াঘাটে এখনো আমার তরী ভেড়াতে পারিনি, মাসে দেড় মাসে একবার হাটার সুযোগ পাই, তাই রাস্তা আর ফুড়োয় না, ধন্যবাদ ।
৪|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৫
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৫
খেয়া ঘাট বলেছেন: ও বলতে ভুলে গেছি, ছবি গুলো কেমন যেন মন আকুল করে দেয়।
অনেক অনেক সুন্দর।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৩২
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন:   
 
৫|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৪৮
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৪৮
এস.আর.এফ খাঁন বলেছেন: ভালো!
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৫
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৫
সাদা মনের মানুষ বলেছেন: এস.আর.এফ খাঁন বলেছেন: ভালো!   
 
৬|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৪৮
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৪৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবিগুলোর জন্য প্রিয়তে নিতে বাধ্য হলাম। এসব এলাকার সাথে আমার শৈশবের কিছু স্মৃতি আছে। কারণ ওখানে আমার খালার বাড়ী। রেল লাইনের সেসব জায়গায় তখন পা পড়েছে। যে ফুলগুলোর ছবি দিয়েছেন তাদের রঙের আকর্ষণে দৌড়ে গিয়ে ছিঁড়ে এনেছিলাম। পরে তার কড়া বিকট গন্ধে ফেলে দিতে বাধ্য হয়েছি। এখনো ট্রেনে বাড়ী যাবার পথে শৈশবের স্মৃতিময় জায়গাগুলোর দিকে লোভাতুর চোখে চেয়ে থাকি। 
৩নং প্লাস।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৬
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আরো একটা কারণ আছে, আপনি ও কামাল আমি ও কামাল   
 
৭|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৫৫
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৫৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো ছবি গুলা । শুভকামনা রইলো।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২০
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনি তো বরাবরই তাই বলেন   
   
 
৮|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৯
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৯
শান্তা273 বলেছেন: ছবি গুলো অসম্ভব সুন্দর হয়েছে!
আগে ও বলেছি এখন ও বলছি ভালোই লাগছে আপনাদের এই হেটে চলা।
এগিয়ে যান।
শুভ কামনা থাকলো।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২১
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন উৎসাহেই আমি এগিয়ে চলি.......
৯|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২২
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:২২
এ্যাপেলটন বলেছেন: আপনাদের আন্তরিক সাধুবাদ !! এই চমৎকার আইডিয়া এবং ধৈযর্্য ধরে এখনো লেগে থাকার জন্য !!! ...আপনাদের সুসাস্থ্য কামনা করি । ছবি গুলো খুব সুন্দর !
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৩১
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর মন্তব্য অনুপ্রেরণা যোগায় আমাকে বরাবরই ।
১০|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪২
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১০:৪২
কবি আশরাফুল বলেছেন: চট্টগ্রামে আসলে জানাবেন। আপনার সাথে হাঁটবো।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৪
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: দেখা যাক কবে আসতে পারি, ধন্যবাদ ।
১১|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৫
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৫
আজমান আন্দালিব বলেছেন: প্রচেষ্টাটা অব্যাহত আছে জেনে ভালো লাগলো। এগিয়ে যান নিরন্তর। শুভকামনা।
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪০
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: এগিয়ে যাবো নিরন্তর, ইচ্ছে আছে, দোয়া চাই ।
১২|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:১৭
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:১৭
রেজোওয়ানা বলেছেন: ভাই, সেই  ২০১০ সাল থেকে হাটতেছেন, কবে যে পৌছাবেন! 
ছবি গুলো সত্যিই দারুন হয়েছে.....
  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আমি ও তাই বলি, কবে পৌছবো ? ২০১০ না ২০০৯ সালের শেষের দিক থেকে আমার এই অভিযান শুরু করেছি, ধন্যবাদ ।
১৩|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০২
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:০২
বলাক০৪ বলেছেন: ধ্যাৎ, দিলেন তো মনটা খারাপ কইরা। আমিও যামু, খাড়ান।
  ২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:৪৬
২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: খাড়াইছি, আপ্নে আহেন । বাংলার রূপ দেখতে হলে রেল লাইন ধরে হাটা খুবই একটা ভালো অপশন ।
১৪|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২১
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২১
এক্সপেরিয়া বলেছেন: মন্দবাগ থেকে পরেরবার একসাথে বেশী হেটে রাজাপুর স্টেশনে এসে পড়েন ।
  ২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৫
২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: যেদিন মন্দবাগ গিয়েছিলাম সেদিন আখাউড়া থেকে হাটা শুরু করেছিলাম আর শেষ করেছিলাম শশীদল গিয়ে, পরের সপ্তাহে শশীদল থেকে হেটে রাজাপুর স্টেশন পার হয়ে কুমিল্লা পর্যন্ত গিয়েছিলাম, ধন্যবাদ ।
১৫|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২৯
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:২৯
শের শায়রী বলেছেন: গন্তব্যে পৌছুতে হবে এমন কোন কথা নাই। রওনা দেয়াটাই আসল ভাল লাগল।
  ২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫০
২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনি আমার মনের কথাটাই বলেছেন ।
১৬|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩০
২৪ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আগামী বার যাওয়ার সময় আমাকে বইলেন। আমিও সাথে যাব।  
 
  ২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০০
সাদা মনের মানুষ বলেছেন: পরবর্তি হাটার তারিখ হল ২রা ফেব্রুয়ারী, গেলে আওয়াজ দিয়েন ।
১৭|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৩
২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:  ছবিগুলান অসাধারণ হয়েছে ।। 
++++ বুইঝ্যা লন । 
  ২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৯
২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: যেখানে মাননীয় মন্ত্রী মহদয় বলেছেন, সেখানে কি আর কথা চলে ?   
 
১৮|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩২
২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩২
রাইসুল নয়ন বলেছেন: ভাই টেকনাফ থেকে তেতুলিয়া যদি বিরতিহীন মানে বাড়ি না ফিরে হাটার কোনও প্লান থাকে তবে আমাকে সাথে নিয়েন ।
  ২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:১২
২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:১২
সাদা মনের মানুষ বলেছেন: আমার তো ভাই কাজ করে খেতে হয়, তাছাড়া একবারে কয়েকদিন হাটার মতো শারীরীক সক্ষমতা নিয়ে আমি সন্দিহান আছি ।
১৯|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
২৪ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
স্পাইসিস্পাই001 বলেছেন: শুভকামনা ......
ভ্রমনে ভার্চুয়ালি সাথে আছি.....
  ২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:১৫
২৫ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।
২০|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
২৪ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
মাক্স বলেছেন: শুভকামনা রইল আপনাদের জন্য  
 
  ২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০১
২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন:   
 
২১|  ২৪ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:০১
২৪ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:০১
শোভন শামস বলেছেন: ছবি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। ভালোই লাগছে আপনাদের এই হেটে চলা।এগিয়ে যান। বাংলাদেশের জন্য এটা একটা নতুন পথ খুলে দিবে।
শুভ কামনা থাকলো। 
  ২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০২
২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: নতুন পথ খুলবে কিনা জানিনা, ভালো লাগে তাই পাগলামী করি, ধন্যবাদ ।
২২|  ২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৫
২৫ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: আমিও আছী আপনাদের সাথে। শুভকামনা থাকলো।
  ২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০৫
২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: রেল লাইনে হাটা গ্রাম্য বালিকাদের দেখার ভালো একটা সুযোগ  
 
২৩|  ২৫ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩৬
২৫ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩৬
আহসান২০২০ বলেছেন: দেরি করে ফেলেছি মনে হয়। লাচ্চি কি আছে না শ্যাস? ছবিগুলা বেসম্ভব সুন্দর হয়েছে। নাঙ্গুবাবা নাই কেন এই পর্বে?
  ২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০৬
২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে পেলাম না, তাই ছবিও তুলতে পারিনি   
 
২৪|  ২৬ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৯
২৬ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৯
মুহিব বলেছেন: ভাইসাব এগিয়ে ছলে
আমরা আছি ব্লগে ব্লগে 
  ২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০৬
২৭ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হ হ
২৫|  ২৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫০
২৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:৫০
রাতুল_শাহ বলেছেন: +++++
  ৩০ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:২২
৩০ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: বরাবরই আপনি আমাকে উৎসাহ যোগান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
২৬|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৮
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:২৮
আহসান২০২০ বলেছেন: আন্নে আঁরে কি মনে কচ্চুইন? আঁর কি লইজ্জা-শরম নাই নি? আঁই নাঙগু হতি যাবো কুন দুঃখ্খে। আমি নাঙ্গুবাবা ভালা পাই।
  ০৮ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:৪৭
০৮ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাই না  
 
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:০১
২৪ শে জানুয়ারি, ২০১৩  সকাল ৯:০১
ইমরাজ কবির মুন বলেছেন:
জোস অ্যাডভেঞ্চার হবে।
শুভকামনা
ছবিগুলা সুন্দর হৈসে ||