নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৮

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



২ । সুন্দর এই ফুলের নামটা কি কেউ বলতে পারেন ? আমি পারি তবু ধাঁধাঁ দিয়ে রাখলাম :D





৩ । কর্মী, দৌলতপুর, ছাগল নাইয়া, ফেনী থেকে তোলা ছবি ।





৪ । অতিথী পাখি, বাইক্কা বিল, শ্রীমঙ্গল থেকে তোলা ছবি ।





৫ । মজলিশপুর জামে মসজিদ, হবিগঞ্জ, নবীগঞ্জ থেকে তোলা ছবি ।





৬ । বংশী নদী, ধামরাই থেকে তোলা ছবি ।





৭ । জাতীয় স্মৃতি সৌধ, সাভার থেকে তোলা ছবি ।





৮ । বানীশান্তা পল্লী, দাকোপ, খুলনা ।





৯ । কটকা, সুন্দর বন থেকে তোলা ছবি ।





১০ । সূর্যের এই ছবিটায় অন্য কোন বিশেষত না থাকলেও এটা ২০১২ সালের প্রথম সূর্যোদয় এটা নিশ্চিত ।





১১ । একদিন বারবিকিউ নাইটে তোলা ছবি ।





১২ । কমলা গাছ, জুড়ি, মৌলভী বাজার ।





১৩ । গোসল, শরিয়তপুরের জাজিরা থেকে তোলা ছবি ।





১৪ । পালের নাও, বিশনন্দী ফেরীঘাট থেকে আড়াইহাজার, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি ।





১৫ । এটা একটা চন্দ্রগ্রহণের ছবি, আমার বাড়ির ছাদে দাড়িয়ে তোলা ।





১৬ । খেলারত শিশু, মাওয়া থেকে তোলা ছবি ।





১৭ । এটা ফুল না ফল জানি না, বান্দরবানের দূর্গম পাহাড় সিপ্পি থেকে তোলা ছবি ।





১৮ । মাছ ধরা, ফেনীর কোম্পানী বাজার এলাকা থেকে তোলা ছবি ।





১৯ । পাথরের ফেরিওয়ালা, এই পাথরে দুনিয়ার সবার ভাগ্য পরিবর্তন হয়, পরিবর্তন হয় না শুধু এই পাথর বিক্রেতার ভাগ্য ;);)





২০ । সবশেষে কলকাতার হাতে টানা রিক্সায় আমি ও আমার এক বন্ধু :D

[

বনে বাঁদাড়ে........১

বনে বাঁদাড়ে...... ২

বনে বাঁদাড়ে...... ৩

বনে বাঁদাড়ে......৪

বনে বাঁদাড়ে......৫

বনে বাঁদাড়ে......৬

বনে বাঁদাড়ে.....৭

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

রাতুল_শাহ বলেছেন: খুব সুন্দর ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যটা ও :)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

রেজোওয়ানা বলেছেন: প্রথমটা মুলা গাছের ফুল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আপনিই একমাত্র পাবলিক যে কিনা অতি সহজে এই ফুল চিনতে পেরেছেন :)

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

আদিম পুরুষ বলেছেন: ৮ এবং ৯ নং ছবি দুটো ভালো হয়েছে। বাণী শান্তা আমি যতটুকু জানি বারবণিতা পল্লী।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিকই ধরেছেন ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ লাগলো

++++

কোলকাতা কবে গিয়েছিলেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: কোলকাতা অনেকবারই গিয়েছি, তবে এই ছবিটা তিন বছর আগের ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

নীল-দর্পণ বলেছেন: মানুষ এত্ত সুন্দর ছবি তোলে কি ভাবে তা ভাবছি.....

চমৎকার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: :-B :-B

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

শাশ্বত স্বপন বলেছেন: চমৎকার ছবি!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ :D

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কালোপরী বলেছেন: সুন্দর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: পরী সুন্দর বলছে, সুতরাং :D

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫

বোকামন বলেছেন: পোস্টে ঢুইকা ভালা ফাইলাম

ফডো তুলতে থাকেন , লাইক দিতে আমরা আছি

ক্যামেরা মডেল কোনডা ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ফুইন্না মন্ডা ভড়ে গেল, ক্যামেরা মডেল মন্নাই :D

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

আহসান২০২০ বলেছেন: ইসসিরে। আফায় কইয়া দিছে এইডা মুলাফুল। আমি কইবার লাইগ্গা লাইনে খাড়াইছিলাম। বাইক্কা বিলের ছবিতে দেখি ৩জন বিডিআর বিল পাহারা দিতেছে। নাইস, চখাম। কমলা গাছটাও ভাল্লাগসে রে এ এ এ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কমেন্টে বেশ ভিটামিন আছে, আপনি কি টিটুয়েন্টির প্লেয়ার :-B

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আদম_ বলেছেন: ভেবেছিলাম না জানি কোন ফুল। ডাইরেক্ট প্রিয়তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.