নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে
২ । এক পা ওয়ালা হাঁস, গোপালদী, আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি ।
৩ । সিম, রারৈয়া ঢালা, শীতাকুন্ড থেকে তোলা ছবি ।
৪ । জোঁক, সুংসাংপাড়া, বান্দরবান থেকে তোলা ছবি ।
৫ । পাথর তোলা। জাফলং সিলেট থেকে তোলা ছবি ।
৬ । পাথরের উপর দিয়ে বয়ে চলা এই খড়স্রোতা নদীর নাম 'পা', এটা ভুটানের পারো থেকে তোলা ।
৭ । হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার {রাহঃ} এর মাজার, বগুড়া ।
৮ । বাদ্যযন্ত্র মেরামতের দোকান, ধামরাই থেকে তোলা ছবি ।
৯ । বৃদ্ধ, পশ্চিমবঙ্গের কোন একটা গ্রাম থেকে তোলা ছবি ।
১০ । পাথর, সেন্টমার্টিনের ছেড়াদিয়া দ্বীপ থেকে তোলা ছবি ।
১১ । এই ছবিটি তুলেছি লাঙ্গলবন্ধের পূণ্যস্নান থেকে ।
১২ । চমৎকার এই গাছের ছবিটা তুলেছি, বিশ্বের সব চেয়ে বড় গ্রাম বানিয়াচং থেকে ।
১৩ । মধুটিলা ওয়াচ টাওয়ার । এটা শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার সিমান্ত এলাকায় অবস্থিত একটা ইকোপার্কে অবস্থিত । এটায় দাড়িয়ে ভারতের ভেতরের অনেকটা এলাকা দেখা যায় ।
১৪ । কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি ।
১৫ । বাড়ি । এই ছবিটা সোনাদিয়া দ্বীপ থেকে তুলেছি ।
১৬ । পাহাড়ি । এটা বান্দরবানের সিপ্পি পাহাদের রোনিন পাড়া থেকে তোলা ছবি ।
১৭ । স্বপ্নপুরী । দিনাজপুর থেকে তোলা ছবি ।
১৮ । গুটিয়া জামে মসজিদ । বরিশাল থেকে তোলা ছবি ।
১৯ । চিনা মাটির পাহাড় । বিরীসিরি, দূর্গাপুর থেকে তোলা ছবি ।
২০ । এবারের বই মেলায় । দু'জন লেখক, একজন পাঠকের হাতে দু'জন লেখকের অটোগ্রাফ সহ বই । তিনজনই ব্লগার ।
বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
বনে বাঁদাড়ে...... ৩
বনে বাঁদাড়ে......৪
বনে বাঁদাড়ে......৫
বনে বাঁদাড়ে......৬
বনে বাঁদাড়ে.....৭
বনে বাঁদাড়ে.....৮
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে +++++
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, খুব সুন্দর হৈসে ছবিগুলা স্পেশালী ১ আর ১৭। চমৎকার ||
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: কমপক্ষে ২টা ছবি ভালো হয়েছে যেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: ছবিগুলি দেখে আমি মুগ্ধ ভাইয়া!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
আহসান২০২০ বলেছেন: আইজকা কিন্তু আমি পরথম ঢুকছি কইলাম। নাগা সন্ন্যাসির কোন ফটুক নাই, তাই মনডা খারাপ। তয় কোলে একজন জুনিয়র নাগা আছে। বেয়াকগুলা ফটুক বেসম্ভব সুন্দর হৈচে। ভালা লাগচে।