নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বাহারি এই ফুলগুলো ভাই
কোন বাগানের নয়
কৃষকের এই ক্ষেতটাকে
সয়াবিন নাম কয় ।
কাঠ ঠোকরা পাখিটার
নেই কোন অবসর
নিজের খেয়ে বানাচ্ছে দেখ
অন্য পাখির ঘর ।
শাহবাগের তরুণরা সব
উঠছে এবার জেগে
হায়েনারা তাইতো আবার
আঘাত হানছে রেগে ।
টুনি পাখির বাসায় দেখো
আছে তিনটি ছানা
আতঙ্কেতে টোনা - টুনি
দুষ্টু ছেলের হানা ।
পদ্মা নদীর ছোট্ট তরী
ওথাল পাথাল ঢেউ
শক্ত হাতে হাল ধরেছে
ভয় পাবেন না কেউ
আমার বেশীরভাগ পোষ্ট ছবি রিলেটেড, এবার চেষ্টা করছি ছবির সাথে কিছু ছড়া জুড়ে দিতে, যদি ও ছড়ার জগতে আমার পদচারণা খুবই কম । আশা করছি আপনাদের ভালো লাগলে এই সিরিজটি আমি চালিয়ে যাবো ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, একটা নতুন নাম জানলাম ।
২| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: প্রথম ফুলটা সয়াবিন ফুলনা ব্রো
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
সায়েম মুন বলেছেন: খুব সুন্দর একটা পোস্ট।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, উৎসাহিত হলাম ।
৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
রমিত বলেছেন: সুন্দর পোস্ট
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
শান্তা273 বলেছেন: ছবির সাথে ছড়া চমৎকার হয়েছে।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শান্তা, ভালো থাকুন, সব সময় ।
৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
আহসান২০২০ বলেছেন: আমি আগে কখনো সয়াবিন গাছ বা ফুল দেখি নাই। এই প্রথম দেখলাম ভার্চুয়াল।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি ও এই দেখার আগে যখন দেখেছিলাম সেটা কম করেও ২০বছর আগে, ধন্যবাদ ।
৮| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
লাবনী আক্তার বলেছেন: ২য় ভালো লাগা রইল ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কু
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
রেজোওয়ানা বলেছেন: প্রথম ছবির ফুলটাকে আমরা 'কুসুম' ফুল বলি আমাদের এলাকায়