নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....১০

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০২



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে



২ । মৌমাছিরা তাদের বাড়ি তৈরী করে কোন অজানা কারণে তা আর ব্যবহার করেনি, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি ।





৩ । বিলাতি গাবের ফুল । সামস নগর, সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে তোলা ছবি ।





৪ । লাল ফুল, ঈসাখাঁ'র রাজধানী সোনারগাঁ থেকে তোলা ছবি ।





৫ । পানির নীচের শ্যওলা, টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জ থেকে তোলা ছবি ।





৬ । ফাড়িং । বান্দরবানের রোয়াংছড়ি, সাঙ্গু নদীর উৎসমুখ থেকে তোলা ছবি ।





৭ । রাবার গাছের রস, এই রস থেকেই রাবার তৈরী হয় । শ্রীমঙ্গল থেকে তোলা ছবি ।





৮ । লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে ছুটে চলা ট্রেন ।





৯ । তালিম পুর জামে মসজিদ । বড়লেখা, মৌলভী বাজার থেকে তোলা ছবি ।





১০ । মেঘনার জেলে । খাক্কান্দা, আড়াই হাজার থেকে তোলা ছবি ।





১১ । জাদিপাই ঝর্ণা । বান্দরবান থেকে তোলা ছবি ।





১২ । জাদিপাই ঝর্ণার পানি নেমে যাচ্ছে যেদিক দিয়ে........





১৩ । সোমেশ্বরী নদী । বিজয়পুর সীমান্তে দাড়িয়ে তোলা ছবি ।





১৪ । বাশেঁর সাকো । গোপালদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি ।





১৫ । নৌকা নিয়ে জলকেলিরত শিশু । গ্রামের নাম দশআনি, আড়াই হাজার, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি ।





১৬ । ডেওয়া ফুল । সামস নগর, সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে তোলা ছবি ।





১৭ । ছোট্ট ফড়িং । বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি ।





১৮ । টিয়া পাখি । বারৈয়াঢালা, শীতাকুন্ড, চট্টগ্রাম থেকে তোলা ছবি ।



১৯ । লাল শাপলা । মরজাল, রায়পুরা নরসিংদী থেকে তোলা ছবি ।





২০ । সব শেষে ফটোগ্রাফারের একটা ফটুক;) নিঝুম দ্বীপ থেকে তোলা:)





বনে বাঁদাড়ে........১

বনে বাঁদাড়ে...... ২

বনে বাঁদাড়ে...... ৩

বনে বাঁদাড়ে......৪

বনে বাঁদাড়ে......৫

বনে বাঁদাড়ে......৬

বনে বাঁদাড়ে.....৭

বনে বাঁদাড়ে.....৮

বনে বাঁদাড়ে.....৯

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

বোকামন বলেছেন: যথারীতি ভালোলাগা ........
অনেক ধন্যবাদ

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, বোকামন ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

বঙ্গবাসী হাসান বলেছেন: আওয়াজ ছারা ছবি।
মন্তব্যের ভাষা নাই।
আপ্নার ফেসবুকের I'D টা বলেন।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, নিন আমার ফেবু আইডি

http://www.facebook.com/kamal.uddin.359

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.