নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং - ৩০ ( শশীদল )

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য



স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।



২ । সালদা নদী পার হয়ে আমরা এই পথে চিটাগাং এর দিকে এগিয়ে চললাম........





৩ । রেল কলোনীর বাসিন্দারা ।





৪ । ক্যামেরা দেইখা মাছেরা কেমন পোজ দিছে দেখছেন :D





৫ । ক্ষুদে স্কুল যাত্রী ।





৬ । ভালোবাসায় নাকি পাথরেও ফুল ফোটে :)





৭ । পথের পাশে রঙিন সীম ।





৮ । ফুল বাগানে রেল গাড়ি :)





৯ । মধু আহরণ ।





১০ । হাট্টিমাটিম টিম বা হট্টিটি পাখি ।





১১ । সজনে ফুল ।





১২ । কচুরী পানা ফুল ।





১৩ । প্রচন্ড রোদে তাল গাছের ছায়ায় একটু জিরিয়ে নেই ।





১৪/১৫ । রেল লাইন নাকি ফুলের বাগান ?







১৬ । পাতাহীন ডালে অচেনা ফল ।





১৭ । সবুজ বাংলা ।





১৮ । ক্ষুদা আর পিপাসায় ক্লান্ত হয়ে কৃষকদের কাছে পানি খেতে চাইলে ওরা পানির সাথে ভাত ও খেতে বলে, আমি সাথে সাথেই বসে পড়ি খেতে ।





১৯ । সঙ্গীরা প্রথমে কিছুটা আপত্তি করলেও আমার খাওয়া দেখে ওরাও বসে পড়ে খেতে:)





২০ । বড় গাছের ছোট ফুল ।





২১ । এটা একটা জংলী ফল, গ্রাম এলাকায় খুবই পাওয়া যায় । পাকা ফলের স্বাধ মিষ্টি, তবে শের দিকে কিছুটা তেতো ।





২২ । তিনি কোথায় মাছ ধরতে যাচ্ছেন কে জানে ?





২৩ । চৈত্রের গরমটা বড্ড কড়া, দেখি আইসক্রিমে শরীরটা একটু জুড়ায় কিনা :):):)





২৪ । আইসক্রিম খেতে খেতেই আপমরা চলে আসি পরবর্তী স্টেশন রাজাপুর ।



আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ২৯ ( সালদানদী )

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩১ ( রাজাপুর )

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বোকামন বলেছেন: সাথেই আছি ......

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন, সব সময় ।

২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: sundor post ২য় ভালো লাগা..খুব গরম পড়েছে..আইচক্রিম খাওয়ার শখ জাগছে..ব্লগ অনুসারিত করলাম।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, উৎসাহিত হলাম ।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

সাদা রং- বলেছেন: বড়ই সৌন্দর্য।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো তবে দুঃক আমি কুনু দিন ট্রেনে উঠিনাই

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার তো দেখছি দুঃখের শেষ নাই :D

৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

শাহজাহান আহমেদ বলেছেন: এগিয়ে যান। আমার বিশ্বাস আপনাদের তোলা গ্রাম-বাংলার এই ছবি গুলি স্মৃতি হয়ে থাকবে অনেকদিন।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহজাহান ভাই, আপনাদের এমন মন্তব্য আমাকে বরাবরই উৎসাহিত করে ।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ইয়ার শরীফ বলেছেন: মাঠে বসে ভাত খেতে নিশ্চয়ই দারুন লেগেছিল?

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: পুরোই এডভেঞ্চার :D

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো :)

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.