নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....১১

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪



রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



২ । দুরন্ত কিশোরঃ ইনানী বীচ, কক্সবাজার থেকে তোলা ছবি ।





৩ । চুড়িওয়ালীঃ শাহবাগের ফুটপাত থেকে তোলা ছবি ।





৪ । বট গাছের ফলঃ জয়নগর, শিবপুর থেকে তোলা ছবি ।





৫ । সাধের লাউঃ শিবপুর, নরসিংদী থেকে তোলা ছবি ।





৬ । চাষীঃ নরসিংদী সদর থানার বালুচর গ্রাম থেকে তোলা ছবি ।





৭ । পদ্মঃ বাইক্কাবিল, শ্রীমঙ্গল থেকে তোলা ছবি ।





৮ । নিজ হাতে ঘড়া মোর কাঁচা ঘর খাসাঃ সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি ।





৯ । পাহাড়িয়া নদীঃ ভুল পড়েন নাই, সরু ফিতার মতো দেখতে এই পানির প্রবাহটা একটা নদী । এটার অবস্থান নরসিংদী জেলার শিবপুরে ।





১০ । কলিঃ বেলী ফুলের কলিগুলোর ছবি উঠানো হয়েছে বটেশ্বর নরসিংদী থেকে ।





১১ । মাকড়শাঃ এই কালারফুল মাকড়শাটার ছবিও নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ।





১২ । ড্রীম হলিডে পার্কঃ নরসিংদীর চৈতাব এলাকা থেকে তোলা ছবি ।





১৩ । জামতলা সীবীচঃ সুন্দরবনের ভেতর এই চমৎকার সীবীচটির অবস্থান । তবে আইলায় ক্ষতবিক্ষত অবস্থা ।





১৪ । বটবৃক্ষের দখলে হয়ে যাওয়া একটি বাড়িঃ গোপালদী, আড়াইহাজার থেকে তোলা ছবি ।





১৫ । থিম্পু শহরঃ পাহাড়ের পাদদেশে ভুটানের রাজধানী থিম্পুর একটা এলাকা ।





১৬ । বুলবুলিঃ লাখাই, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি ।





১৭ । ব্যাঙের ছাতাঃ বটেশ্বর, নরসিংদী থেকে তোলা ছবি ।





১৮ । স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ির পুকুরঃ মুন্সিগঞ্জ থেকে তোলা ছবি ।





১৯ । পল্লী বধুঃ শীতাকুন্ডের আশপাশের কোন গ্রাম থেকে তোলা ছবি ।





২০ । বিনোদনঃ রেসকোর্স ময়দান থেকে তোলা ছবি ।





বনে বাঁদাড়ে........১

বনে বাঁদাড়ে...... ২

বনে বাঁদাড়ে...... ৩

বনে বাঁদাড়ে......৪

বনে বাঁদাড়ে......৫

বনে বাঁদাড়ে......৬

বনে বাঁদাড়ে.....৭

বনে বাঁদাড়ে.....৮

বনে বাঁদাড়ে.....৯

বনে বাঁদাড়ে.....১০

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

বোকামন বলেছেন:






সম্মানিত ব্লগার,
আপরার পোস্টে ধারাবাহিকভাবে আসছি...
কিছু বলার নাই ....
শুধুই ভালোলাগা ...

ধন্যবাদ ও কৃতজ্ঞতা .....

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের এমন অনুপ্রেরণামূলক কমেন্টে আমি বরাবরই উৎসাহিত হই ।

২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

নীল বরফ বলেছেন: এক পুরো বাংলাদেশ দেখা হয় গেলো এ ভাই! :) :) :)

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে +++

৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শান্তা273 বলেছেন: অসম্ভব সুন্দর!
মুগ্ধ হলাম!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শান্তা, ভালো থাকুন, সব সময় ।

৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ! পুর্ববর্তী পোস্ট গুলো রাতে সময় করেদেখবো। ভাল লাগলো!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আজকে আবার কোথাও চলে যাবেন না যেনো ;)

৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর ছবি
৪, ১৭ বেশি পছন্দ হয়েছে

৪ দেখে আমি প্রথমে ভাবছিলাম কমলা :P
পরে নীচে লিখা দেখি বটের ফল :#>

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই কি আপনি নিজের নাম রেখেছেন বোকা মানুষ :-B

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

আদম_ বলেছেন: সুন্দরের চুড়ান্ত। প্রিয়তে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানবেন আদম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.