নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।
( ২ ) রসুল পুর রেল স্টেশন পার হয়ে আমরা এগিয়ে চললাম, আমাদের পরবর্তী গন্তব্যের দিকে ।
(৩) এমন পথ ধরে আমাদের শুধুই এগিয়ে চলা ।
(৪) স্কুল ছুটি, ওরা রেল লাইন পার হয়ে বাড়ির দিকে যাচ্ছে.......
(৫) তিনি হয়তো রেল লাইন মেরামতের কোন কর্মী । তার শান্তির ঘুম আমার হিংসে হয়
(৬) কতো ব্রীজ কালভার্ট পার হলাম, তার কোন হিসেব নেই ।
(৭/৮) সমান্তরাল রেল লাইনের পাশে সমান্তরাল ভাবে দাড়িয়ে থাকা নতুন পাতায় ঘেরা গাছ আর দিগন্ত জোরা সবুজ ধান ক্ষেত, যেন এক স্বর্গীয় দৃশ্য ।
(৯) যত্ন ছাড়াই প্রকৃতিতে বেড়ে উঠা ফুল ।
(১০) মেটো পথে স্কুল ফেরৎ বালকারা ।
(১১) ঘুড়ি..........
(১২) শিশুরা ঘুড়ি উড়াচ্ছে ।
(১৩) পারাপার ।
(১৪) এক সময় পৌছে যাই পরবর্তি স্টেশনের কাছাকাছি ।
(১৫/১৬) স্টেশনের অভ্যন্তরে ।
(১৭) এক সময় আমরা পৌছে যাই কুমিল্লা ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩১ ( রাজাপুর)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৩ ( কুমিল্লা )
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা বন্ধু
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
রমনা টেক বলেছেন: আর কিছু পাইলেন না মিয়া। সামনের বার বুজি এই গাছগুলি ও ট্রেনটা সহ ছাগুদের হাতে .....................
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আমরা ওদের প্রতিহত করবো ইনশাআল্লাহ্
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮
বহুরুপি জীবন বলেছেন: বরাবর এর মতই ভাল। +
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন:
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৩
তুহিন সরকার বলেছেন: বরাবরের মত ছবি গুলো চমৎকার।
দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম......
ধন্যবাদ কামাল ভাই,
শুভকামনা রইল।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: তুনিন ভাই, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা .......
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩
সোহাগ সকাল বলেছেন: হাহা! আপনার সিদ্ধান্তটা চমৎকার! ছবিগুলোও চরম!
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যটাও কম খারাপ না
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫
খেয়া ঘাট বলেছেন: ব্রীজ পার হবার সময় ভয় লাগেনা? যদি ট্রেন এসে পড়ে????
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ভয় লাগে, যথা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করি, ধন্যবাদ ।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো ++++্ নতুন ট্রেন দেখলাম :দ
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি ও
৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
মুহিব বলেছেন: আমারও হিংসা হয় আপনার এই পরিব্রাজনে।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: হিংসা ভালো না
৯| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
আহলান বলেছেন: মজার ট্যুর ..
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: হূমম
১০| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৪৭
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনার এই ভ্রমণ একটি চমতকার ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। রেইল লাইন বহে সমান্তরাল.... । এই ভাবে একা একা চলতে চলেত কি কখনো কোনো দিন কোনো খারাপ লোকের খপ্পরে পড়েননি তো। কারন, এভাবে সুনসান রাস্তা তাছাড়া হাতে থাকছে ক্যামেরা ইত্যাদি। এভাবে ভ্রমণের নিরাপত্তার কথা কিছু শেয়ার করবেন। শুভ হোক শুভ ভ্রমণ।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:১১
সাদা মনের মানুষ বলেছেন: আমার নীচের পোষ্ট টা পড়লে কিছুটা ধারণা পেতে পারেন, ধন্যবাদ ।
পথে চলতে চলতে........১
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: প্রকৃতির অপরূপ সাজ
উটল ফুটে ভেসে
কত যে মনোরম লাগে আজ
আমার বাংলাদেশে
সুন্দর পোষ্ট
শুভকামনা