নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।
(২) কুমিল্লা পার হয়ে আমরা চিটাগাং এর দিকে হাটতে থাকি.......
(৩) কলাবতী ফুল ।
(৪) রেল লাইন ঘেষেই যাদের ঠিকানা ।
(৫) রেল লাইনের পাশে কিংবা অট্টালিকার পরে সন্তানদের জন্য ভালোবাসার রূপ একটাই ।
(৬) নিত্যদিনের বাটনা বাটা ।
(৭) মহিষের মাথা, গাছে ফলন না ধরলে নাকি এটা বেধে দিলে ফলন হয়
(৮) চারিদিকে সবুজের সমারোহ, মাঝখানে বাড়ি ।
(৯) একটি গ্রামের রাস্তা ।
(১০) রেল ক্রসিংগুলোতে লাল সবুজ পতাকা নিয়া যিনি সদা ব্যস্ত ।
(১১) পরিচ্ছন্ন একটা সুনসান স্টেশন ।
(১২) স্টেশনের নাম ময়নামতি ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩২ ( সদর রসুলপুর )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৪ ( ময়নামতি )
১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই, ফেনী আমি পার হয়ে গিয়েছি ।
২| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৭
গিরিনদী বলেছেন: ছবি গুলো আমার সোনার বাংলার অপরূপ রূপের এক অংশ। অনেক ভাল লাগল।
১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ভালো থাকুন, সব সময় ।
৩| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
"ইয়ে সফর বহুত হি কঠিন মাগার
না উদাস হো মেরে হাম সফর" হিন্দি এই গানটাই ভেসে উঠল মনে
যারা বোঝেন ভাল, যারা বোঝেন নি তাদের জন্য
এ ভ্রমন খুবই কঠিন কিন্তু
উদাস হয়োনা হে আমার বন্ধু।
১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন, এমন সফর অনেকের জন্য বিরক্তিকর
৪| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: একটা নাটকের গানের লাইন মনে পড়ছে রেল লাইন বহে সমান্তরাল।বহে সমান্তরাল।দারুণ গান।
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: হ সেলিম ভাই, গানটা ভালো
৫| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫
মুহিব বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
"ইয়ে সফর বহুত হি কঠিন মাগার
না উদাস হো মেরে হাম সফর"
১৬ ই মে, ২০১৩ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: ঠিকই বলেছেন, এমন সফর অনেকের জন্য বিরক্তিকর
৬| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:০৪
খেয়া ঘাট বলেছেন: অনেক কম ছবি দিলেন, দেখতে দেখতেই শেষ হয়ে গেলো।
৮,৯,৫ বারবার দেখতে ইচ্ছে করে।
১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: সামনে বেশী ছবির পোষ্ট আসতাছে, ধন্যবাদ ।
৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৭
বোকামন বলেছেন:
ভাই, প্রতিটা ছবিতেই ভালোলাগা ......
আশাকরি ভাইজান ভালো আছেন।
১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আপনি কেমন ?
৮| ১৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩৫
ভিটামিন সি বলেছেন: ৮ এবং ৯ নং ছবির জন্য অশেষ ভালো লাগা রেখে গেলাম।
২৩ শে মে, ২০১৩ সকাল ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা.......
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৭
রুপম শাহরিয়ার বলেছেন: এই ধরনের ভ্রমনের প্রতি আমার অন্য রকম আকর্ষন।
শুভকামনা আপনার জন্য।
ফেনী স্টেশন এলে আমাকে বলতে পারেন। আমার বাসা ফেনী শহরে।