নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং - ৩৪ ( ময়নামতি )

২৩ শে মে, ২০১৩ সকাল ৯:২৮



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য



স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।



(২) ময়নামতি স্টেশন পার হয়ে আমরা এগিয়ে চলছি চট্টগ্রামের দিকে ।





(৩) আমাদের সামনে এমন দীর্ঘ সুন্দর পথ,,,,,,,,,,,,,





(৪/৫) রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলছে ।







(৬) আমরা অনেক জায়গায়ই দেখেছি এমন অরক্ষিত ভাবে রয়েছে রেলের সিগন্যাল ব্যবস্থা ।





(৭) একটা চলন্ত ট্রেনের পেছন থেকে তোলা ছবি ।





(৮) ডাহুক, বিলের জলাশয়ে বসে ডাকছিলো, অনেক কষ্টে ক্যামেরায় ধরেছি, তবে দুরত্বের কারণে ভালো ছবি আসেনি ।





(৯) ধ্যানী বক ।





(১০) সবুজ ধান ক্ষেতের ধারে কাকতাড়ুয়া ।





(১১) এমন সবুজের মাঝখান দিয়ে সমান্তরাল লাইন দিয়ে শুধুই এগিয়ে চলা, গন্তব্যের উদ্দেশ্যে.........





(১২) জোড়া ঘুঘু ।





(১৩) সবুজ বলের ভেতর থেকে বেড়িয়ে আসছে যান্ত্রীক অজগর ।





(১৪) কোটি টাকার গিরগিটি :D





(১৫) সুপোরী গাছ ।





(১৬) কুমিল্লা দক্ষিণ সদরের গাংকুল গ্রামের কুমোর বাড়ি ।





(১৭) এমন কতো ব্রীজ পার হলাম তার কোন হিসেব নাই ।





(১৮) জোড়া ফিঙে, সব কিছুতে জোড়া দেখা নাকি শুভ লক্ষণ:)





(১৯/২০) এক সময় আমরা পৌছে গেলাম লালমাই স্টেশনে ।





আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৩ (কুমিল্লা )

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৫ ( লালমাই )

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩

এম এম কামাল ৭৭ বলেছেন: চলছে চলুক।

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: চলছে, চলবে..........

২| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
আমি ছবি দিলে ঝাপসা দেখায়।
আপনার আপলোড ছবি খুবই ক্লিয়ার!
কিভাবে?

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ব্যাপারটা আমি বলতে পারবো না, আপনার ছবির রেজুলেশনকি খুব কম নাকি ??

৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০৩

বংশী নদীর পাড়ে বলেছেন: daroon obhijan, apnara cholun amio asi bloge...shuvokamona....

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কু

৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১২

খেয়া ঘাট বলেছেন: ইস,,,দেখতে দেখতেই শেষ হয়ে যায়।
আর কোটি টাকার গিরগিটি কেন ,,, বুঝলাম না?

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০১

সাদা মনের মানুষ বলেছেন: কিছুদিন আগে সারাদেশে একটা রব উঠছিলো যে, একেকটা গিরগিটি নাকি কোটি টাকায় বিক্রি হয় । আর তাই সারা দেশে এই নিরিহ সুন্দর প্রাণীগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, ধন্যবাদ ।

৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

আিম এক যাযাবর বলেছেন: সুন্দর ছবিগুলো...তবে স্টেশনের একটা করে ছবি থাকলে আরো ভাল হয়।

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, পরবর্তীতে আপনার পরামর্শ মনে রাখতে চেষ্ঠা করবো ।

৬| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

মুহিব বলেছেন: পরের যাত্রায় সঙ্গী হতে পারি কি?

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আমরা অলরেডি চট্টগ্রাম পৌছে গেছি, শুধু পোষ্ট দেওয়াই বাকী ।

৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮

মুহিব বলেছেন: ও আচ্ছা। অভিনন্দন।

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সাদা মনের মানুষ বলেছেন: তবে আগামী কিছুদিনের ভিতরই সিলেটের পথে হাটা ধরবো, ইচ্ছে হলে ওখানে অংশগ্রহণ করতে পারেন ।

৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩

বোকামন বলেছেন:





১ম ভালোলাগা !!
আমিও খুব রিলাক্স মুডে আপনার পোস্টে এগিয়ে চলি :-)
ভাইজান ভালো থাকবেন।

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সাদা মনের মানুষ বলেছেন: মজা পাইলাম ভাইজান ।

৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭

শেখ শফিকুল ইসলাম বলেছেন: দারুন

২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শফিকুল ভাই, ভালো থাকুন, সব সময় ।

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৫

খেয়া ঘাট বলেছেন: প্রতিটি স্টেশানের একটি ছবি দিলে আসলেই ভালো হয়।

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: সামনে আপনার কথা মনে রাখার চেষ্টা করবো ।

১১| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০০

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর। ভ্রমন করতে ভাল লাগে।

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমারো :)

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০০

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর। ভ্রমন করতে ভাল লাগে।

২৯ শে মে, ২০১৩ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আমারো শুধু ভ্রমণ করতে মুন্চায়

১৩| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:৫১

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন.....

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংক ইউ

১৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:৫১

বাংলার হাসান বলেছেন: তবে তাই হোক।

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হোক তবে:)

১৫| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৮ এবং ৯ নম্বর ছবিটা ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,,,,,অনেক দিন পর বকের ছবি দেখলাম,,,,,,,যেন পুরোনো দিনে চলে গিয়েছি,,,,,,,,,,,,,,,,,,,,,,

পথ চলা শুভ হোক

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন শুভ কামনায় আমি ইনশাআল্লাহ্ ভালোভাবেই আমার এই ট্যুরটা সমাপ্ত করেছি, ধন্যবাদ আপু ।

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪

হাসান তারেক বলেছেন: আপনি তো ভাই বেশ এডভেন্চারাস মানুষ । যাই হোক ছবিগুলো দেখে বেশ সুন্দর লাগলো।

পোষ্টে ++++++++++++++++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আপনার প্রতিও রইলো আন্তরিক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.