নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।
(২) ময়নামতি স্টেশন পার হয়ে আমরা এগিয়ে চলছি চট্টগ্রামের দিকে ।
(৩) আমাদের সামনে এমন দীর্ঘ সুন্দর পথ,,,,,,,,,,,,,
(৪/৫) রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলছে ।
(৬) আমরা অনেক জায়গায়ই দেখেছি এমন অরক্ষিত ভাবে রয়েছে রেলের সিগন্যাল ব্যবস্থা ।
(৭) একটা চলন্ত ট্রেনের পেছন থেকে তোলা ছবি ।
(৮) ডাহুক, বিলের জলাশয়ে বসে ডাকছিলো, অনেক কষ্টে ক্যামেরায় ধরেছি, তবে দুরত্বের কারণে ভালো ছবি আসেনি ।
(৯) ধ্যানী বক ।
(১০) সবুজ ধান ক্ষেতের ধারে কাকতাড়ুয়া ।
(১১) এমন সবুজের মাঝখান দিয়ে সমান্তরাল লাইন দিয়ে শুধুই এগিয়ে চলা, গন্তব্যের উদ্দেশ্যে.........
(১২) জোড়া ঘুঘু ।
(১৩) সবুজ বলের ভেতর থেকে বেড়িয়ে আসছে যান্ত্রীক অজগর ।
(১৪) কোটি টাকার গিরগিটি
(১৫) সুপোরী গাছ ।
(১৬) কুমিল্লা দক্ষিণ সদরের গাংকুল গ্রামের কুমোর বাড়ি ।
(১৭) এমন কতো ব্রীজ পার হলাম তার কোন হিসেব নাই ।
(১৮) জোড়া ফিঙে, সব কিছুতে জোড়া দেখা নাকি শুভ লক্ষণ
(১৯/২০) এক সময় আমরা পৌছে গেলাম লালমাই স্টেশনে ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৩ (কুমিল্লা )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৫ ( লালমাই )
২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: চলছে, চলবে..........
২| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
আমি ছবি দিলে ঝাপসা দেখায়।
আপনার আপলোড ছবি খুবই ক্লিয়ার!
কিভাবে?
২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ব্যাপারটা আমি বলতে পারবো না, আপনার ছবির রেজুলেশনকি খুব কম নাকি ??
৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০৩
বংশী নদীর পাড়ে বলেছেন: daroon obhijan, apnara cholun amio asi bloge...shuvokamona....
২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কু
৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১২
খেয়া ঘাট বলেছেন: ইস,,,দেখতে দেখতেই শেষ হয়ে যায়।
আর কোটি টাকার গিরগিটি কেন ,,, বুঝলাম না?
২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০১
সাদা মনের মানুষ বলেছেন: কিছুদিন আগে সারাদেশে একটা রব উঠছিলো যে, একেকটা গিরগিটি নাকি কোটি টাকায় বিক্রি হয় । আর তাই সারা দেশে এই নিরিহ সুন্দর প্রাণীগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, ধন্যবাদ ।
৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৫১
আিম এক যাযাবর বলেছেন: সুন্দর ছবিগুলো...তবে স্টেশনের একটা করে ছবি থাকলে আরো ভাল হয়।
২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, পরবর্তীতে আপনার পরামর্শ মনে রাখতে চেষ্ঠা করবো ।
৬| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:১৭
মুহিব বলেছেন: পরের যাত্রায় সঙ্গী হতে পারি কি?
২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আমরা অলরেডি চট্টগ্রাম পৌছে গেছি, শুধু পোষ্ট দেওয়াই বাকী ।
৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮
মুহিব বলেছেন: ও আচ্ছা। অভিনন্দন।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
সাদা মনের মানুষ বলেছেন: তবে আগামী কিছুদিনের ভিতরই সিলেটের পথে হাটা ধরবো, ইচ্ছে হলে ওখানে অংশগ্রহণ করতে পারেন ।
৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩
বোকামন বলেছেন:
১ম ভালোলাগা !!
আমিও খুব রিলাক্স মুডে আপনার পোস্টে এগিয়ে চলি :-)
ভাইজান ভালো থাকবেন।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
সাদা মনের মানুষ বলেছেন: মজা পাইলাম ভাইজান ।
৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭
শেখ শফিকুল ইসলাম বলেছেন: দারুন
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শফিকুল ভাই, ভালো থাকুন, সব সময় ।
১০| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৫
খেয়া ঘাট বলেছেন: প্রতিটি স্টেশানের একটি ছবি দিলে আসলেই ভালো হয়।
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: সামনে আপনার কথা মনে রাখার চেষ্টা করবো ।
১১| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০০
ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর। ভ্রমন করতে ভাল লাগে।
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমারো
১২| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০০
ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর। ভ্রমন করতে ভাল লাগে।
২৯ শে মে, ২০১৩ সকাল ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আমারো শুধু ভ্রমণ করতে মুন্চায়
১৩| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন.....
৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংক ইউ
১৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:৫১
বাংলার হাসান বলেছেন: তবে তাই হোক।
৩০ শে মে, ২০১৩ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: হোক তবে
১৫| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ৮ এবং ৯ নম্বর ছবিটা ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,,,,,অনেক দিন পর বকের ছবি দেখলাম,,,,,,,যেন পুরোনো দিনে চলে গিয়েছি,,,,,,,,,,,,,,,,,,,,,,
পথ চলা শুভ হোক
০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন শুভ কামনায় আমি ইনশাআল্লাহ্ ভালোভাবেই আমার এই ট্যুরটা সমাপ্ত করেছি, ধন্যবাদ আপু ।
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
হাসান তারেক বলেছেন: আপনি তো ভাই বেশ এডভেন্চারাস মানুষ । যাই হোক ছবিগুলো দেখে বেশ সুন্দর লাগলো।
পোষ্টে ++++++++++++++++++++
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আপনার প্রতিও রইলো আন্তরিক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৫৩
এম এম কামাল ৭৭ বলেছেন: চলছে চলুক।