নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার একটা রেল স্টেশন ।
(২) কৃষক ও কৃষি ।
(৩) সুনসান সবুজের ভেতর দিয়ে বয়ে চলা রেলপথ ।
(৪) একটি গরু আর অনেকগুলো বক ।
(৫) ঢুমুর ফল, স্বাদ না হলেও খাওয়া চলে ।
(৬) বেগুন ক্ষেত ।
(৭) অনেক তো হলো, এবার একটু জিরিয়ে নেওয়া যাক ।
(৮) মাছ ধরা ।
(৯/১০) রঙিন ঝুড়ি তৈরী করছে, বিভিন্ন মেলায় যার খুব চাহিদা আছে । কুমিল্লার দক্ষিণ সদরের বাগমারা বাজার থেকে তোলা ছবি ।
(১১) কাশফুলের মতো দেখতে ছোট এই ঘাস ফুল গুলো রেল লাইনের পাশে ফুটে আছে, যা দেখতে সত্যিই চমৎকার ।
(১২) আলু ক্ষেত, কৃষকরা লাঙ্গল দিয়ে আলু তুলছে ।
(১৩) হাতি শুরের ফুল ।
(১৪) এক সময় আমরা পৌছে যাই পরবর্তী স্টেশন আলীশহরে ।
(১৫) আপনারে কেউ আলীশহরে আসলে এই বুড়িমার হাতের চা খেতে যেন ভুলবেন না, এখনো সেই চায়ের স্বাদ আমার মুখে লেগে আছে
(১৬/১৭) আলী শহরটা মনে হয় আলুর জন্য বিখ্যাত ।
(১৮) আলীশহর যখন পৌছি তখন শহরের মালিক আমাদের সাথেই ছিল । মানে আমি বলতে চাচ্ছি আমাদের হাটুরে দলে সেদিন আলী নামে একজন ছিলো
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৪ ( ময়নামতি )
পরবর্তি পর্ব হবে ঢাকা টু চিটাগাং - ৩৬ ( আলীশহর )
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রোহান ভাই, নীচে দেখুন আমার ক্যামেরা ।
২| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
ভাইয়া, আপনার চোখ দিয়ে আবার বাংলাদেশ দেখছি!!
পরবর্তি পর্বের আশায়; শুভকামনা রইল +++++++++++++++
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোনালী, ভালো থাকুন, সব সময় ।
৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:১২
~মাইনাচ~ বলেছেন: দারুন
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: মাইনাচ পেলাচ
৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। দারুণ পোস্ট । ভাল লাগলো ।
০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম
৫| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা
+++++++++++ অনেকগুলো পোস্ট মিস করে ফেলেছি বোধয় !
কেমন ছিলেন ?
শুভ সকাল
০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ভালো ই ছিলাম, আপনি এতোদিন কোথায় ?
৬| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৪
খেয়া ঘাট বলেছেন: যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি।
০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন:
৭| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে ভাই একটা সুখি মানুষ
০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে আমারো তাই মনে হয়
৮| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৪
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর
০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:১৫
বোকামন বলেছেন:
কীভাবে কৃতজ্ঞতা জানাবো ভাই .......।
তাই শুধু সালাম জানিয়ে যাই :-)
ভালো থাকবেন ভাই আমার
০৭ ই জুন, ২০১৩ ভোর ৬:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন, সব সময় । কৃতজ্ঞতা জানানোর কি আছে বুঝলাম না ।
১০| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৪
ভিটামিন সি বলেছেন: দেরি হইলেও আমি কিন্তু হাজির। ২নং ছবিটা কৃষক ও কৃষি দেখলে মনে পড়ে আমিও ছাত্রজীবনে এই মেশিন দিয়ে নিজেদের জমিতে পানি দিয়েছি আর অন্যর জমিতে দিয়ে এক্সট্রা ইনকাম করেছি। ডুমুর ফল যে কাঁচা খাওয়া যায় তা আগে জানতাম না।
০৯ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ডুমুর ফলে কিন্তু ভিটামিন সি আছে
১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১
আদম_ বলেছেন: ধুর মিয়া এগুলা কি ছবি দিছেন। এত সুন্দুর কেন?
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: বিশ্বাস করেন আমার কোন দোষ নাই, সব দোষ ক্যামেরার
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৩
রোহান খান বলেছেন: জানিনা কেন লাইক কম এখানে, ভাই চালিয়ে জান, বাংলাদেশ এ এলে আপনার সাথে দেখা করতে চাই, আর কামেরার ফটো খুব ভালো। কোন কামেরা এটা বা মডেল টা জানালে খুশি হব।