নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....১৪

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) প্রজাপতি, এটা নরসিংদী সদরের স্লুইস গেইট এলাকা থেকে তোলা ।





(৩) পাখি, বাইক্কা বিল শ্রীমঙ্গল থেকে তোলা ছবি ।





(৪) মেটো পথে কৃষক, এই ছবিটা বাইক্কা বিল যাওয়ার পথে তোলা ।





(৫) গ্রাম্য কিশোরী, খাককান্দা আড়াইহাজার, নারায়ণগঞ্জ ।





(৬) ঘুঘু পাখি, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি ।





(৭) কার্তৃক ব্রত, বারদী লোকনাথা বাবার আশ্রম, সোনারগাঁ থেকে তোলা ছবি ।





(৮) কৃষক, ব্রাহ্মণবাড়িয়ার কোন একটি গ্রাম থেকে তোলা ছবি ।





(৯) চিত্রা হরিণ, সুন্দর বনের কচিখালি এলাকা থেকে তোলা ছবি ।





(১০) কুমিরের ডিম, সুন্দর বনের করমজল এলাকার মিউজিয়াম থেকে তোলা ছবি ।





(১১) পানি সেটার যন্ত্র বিশেষ, শ্রীপুর, গাজিপুর থেকে তোলা ছবি ।





(১২) ঘন্টা ফুলের ছবিটা তুলেছি সিলেটের নাজিমগড় রিসোর্ট থেকে ।





(১৩) লালা খাল, সিলেটের জইন্তা থেকে তোলা ছবি ।





(১৪) একটি গ্রামীন ছবি, শিবগঞ্জ বিরিসিরি থেকে তোলা ছবি ।





(১৫) মেঘনা নদীর মাঝি, চাঁদপুরের বেলতলী থেকে তোলা ছবি ।





(১৬) কুড়ে, হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি ।





(১৭) চড়ুই পাখি, বালুসাইর, নরসিংদী থেকে তোলা ছবি ।





(১৮) এই ছবিটাও নরসিংদী সদরের বালুসাইর গ্রাম থেকে তোলা ।





(১৯) কদম ফুল, এটা আমার বাড়ির পাশ থেকে তোলা, আমার বাড়ি তো সবাই চেনেন তাই না ?:)





(২০) ছোট সোনা মসজিদ, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে তোলা ।



বনে বাঁদাড়ে.....১১

বনে বাঁদাড়ে.....১২

বনে বাঁদাড়ে.....১৩

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
আপনার কথা আর কাজের দারুন মিল আছে। অনেক সুখী মানুষ আপনি।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট, সূখী মানুষ কিনা জানিনা, তবে সুখে থাকার চেষ্টাটা সবার মতো আমার মাঝে থাকে অবিরত ।

২| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বোকামন বলেছেন:
ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
সে সুবাস ছড়িয়ে দিচ্ছেন আমাদের মাঝেও .......

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: বোকা হইলেও বুঝেন তো দেখছি ভালোই :-B

৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:২২

রেজোওয়ানা বলেছেন: খুব সুন্দর।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময় ।

৪| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:৫০

ভিটামিন সি বলেছেন: ভাইজান ১৭ নং ছবিটা মনে হয় বাবুই। চড়ুই না। আমার ভুল ও হতে পারে। আপনার নরসিংদী এতো সুন্দর, ছুয়ে দেখতে ইচ্ছা করে। দেশে থাকলে আপনার নরসিংদী বেড়াতে আসতাম।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে বাবুই, কারণ আমি চড়ুই আর বাবুই খুব ভালো চিনি তা বলা যাবে না । দেশে আসার সময় কিন্তু ভিটামিন সি নিয়া আইসেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.