নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাবা আমি তোমায় ভালোবাসি

১১ ই জুন, ২০১৩ ভোর ৬:৫১

ছোট্ট জারুল গাছটায় এ বছর অনেক বেশী ফুল ফুটেছে । পাশের পাতা বাহাড়ের ঝোপ গুলো এই সময়ে আগের চেয়ে বেশী পরিচ্ছন্ন আর তরতাজা । মাঝখানের উঁচু ঢিবিটা ক্রমান্বয়ে সমতল হয়ে যাচ্ছে । মৃদু মন্দ বাতাসে নারকেলের পাতার শনশন শব্দের মধ্যে যেন ব্যথা ভড়া হৃদয়ের হাহাকারের আওয়াজ স্পষ্ট ।



আজ ১১ জুন, আমার বাবার ৫ম মৃত্যু বার্ষিকী । বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা আর মসজিদের পাশে পারিবারিক কবরস্থানের দেয়ালটা ধরে অনেকক্ষণ দাড়িয়ে থাকলাম । এক সময় আর পারলাম না । মাথাটা ঘুরছে, যেতে হবে । যাওয়ার আগে একটা কথাই শুধু বলতে ইচ্ছে চাই, বাবা আমি তোমায় ভালোবাসি ।



বাবাকে নিয়ে চার বছর আগে দেওয়া পোষ্টঃ অভিমানী বাবা আমার



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৮

বোকামন বলেছেন:
আপনার বাবার আত্মার মাঘফেরাত কামনা করছি।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন

আস সালামু আলাইকুম

২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৯

খেয়া ঘাট বলেছেন: বোকামন বলেছেন:
আপনার বাবার আত্মার মাঘফেরাত কামনা করছি।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন

আস সালামু আলাইকুম

৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

ভিটামিন সি বলেছেন: আপনার বাবার আত্মার মাঘফেরাত কামনা করছি।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন

আমার বাবা বেঁচে আছেন। গত ডিসেম্বর এ রিটায়ার করেছেন গরু পিটিয়ে মানুষ বানানোর পেশা থেকে। এবার তিনি নিজেই একটা গরু কিনে নিয়েছেন। তাই নিয়ে সকাল বিকাল সেকি ব্যস্ততা। গামছায় মুড়ি বেধে নিয়ে চলে যান সারা দিনের জন্য। এসব নিয়ে আমি আম্মা আর আমার দুই বোন, তাদের ছেলেরা মিলে অনেক মজা করি (ফোনে)। কিন্তু তিনি এসব গায়েই মাখেন না। ব্যাস্ত আছেন উনার কর্ম নিয়ে। আব্বা আপনাকে খুব বেশি মিস করি। দুই বছর পরপর আপনাকে দেখি। কিন্তু তাতে আমার মন ভরে না। ৭ মাস হয়ে গেল আমি আপনাকে না দেখে আছি।

৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

আরজু পনি বলেছেন:

বাবার জন্যে শ্রদ্ধা রইল।।

৫| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

কালোপরী বলেছেন: বাবা ভাল থাকুক, আমীন

৬| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.