নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার একটা রেল স্টেশন ।
(২) আলী শহরে যখন পৌছেছিলাম তখন ছিল মধ্য দুপুর । আর হেটে হেটে ক্লান্ত ও ছিলাম যথেষ্ট । তাই একটা ভ্যান রিক্সা পেয়ে তাতে শুয়ে খানিকটা জিরিয়ে নেই ।
(৩) তারপর আবার আমাদের গন্তব্যের পথে হাটা...........
(৪/৫) ফুলের নাম বর্না, আমার মনে হয় ঝর্ণা হলে ভালো হতো
(৬/৭) আলীশহর আর লাকশামের মধ্যিখানে বাতিহীন এই সিগন্যাল দ্বারা রেল গাড়ি কিভাবে চলে কে জানে ?
(৮) রেল লাইনের পাশে সবুজ গ্রামে ছোট্ট একটা চমৎকার মসজিদ ।
(৯) আলু তোলায় ব্যস্ত কৃষকরা ।
(১০) শিশুদের বোঝায় কি আছে আর বলে দিতে হবে না আশা করি, আলু ।
(১১/১২) ট্রেন আসে আমরা যাই, পথ কিন্তু একটাই
(১৩) রেল লাইনের এমন কেরাবেরা অবস্থ্যা মানে কি জানেন ? খুব কাছেই স্টেশন
(১৪) লাকসাম স্টেশনে ঢোকার আগে এই স্থাপনাটা সম্ভবত ট্রেন মেরামতের কারখানা ।
(১৫) ওই তো সামনে স্টেশন ।
(১৬/১৭) স্টেশনের অভ্যন্তরের দু'টি ছবি ।
(১৮) লাকসামে এসে সেদিনের মতো হাটা সমাপ্ত ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৫ ( লালমাই )
পরবর্তি পর্ব হবে ঢাকা টু চিটাগাং - ৩৭ ( লাকসাম জংশন )
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ভাই, সময় ফেলে হাটবেন কেনো অবসর করে হাটবেন ।
২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো।
ভ্যানের ওপর শুয়ে আছেন, মনে হলো পৃথিবীর সবচেয়ে চিন্তাহীন সুখি মানুষ আয়েশী সময় পার করছে।
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: মনে হলো পৃথিবীর সবচেয়ে চিন্তাহীন সুখি মানুষ আয়েশী সময় পার করছে। আমি বরাবরই সুখে থাকার চেষ্টা করি, আর মোটামুটি সফল ও হই
৩| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বোকামন বলেছেন:
খুব সুন্দর !
ভালোলাগা জানিয়ে গেলাম।
১৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা নিন ।
৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৫০
সোহাগ সকাল বলেছেন: ছবিগুলোর মতো পোস্টটাও অনেক সুন্দর!
১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: পাগলামী পোষ্ট
৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১২
নিরপেক্ষ মানুষ বলেছেন: চমত্কার।আমাদের সীতাকুণ্ড পর্ব দেখার অপেক্ষায় রইলাম
১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, খুব বেশী দুরে নাই ।
৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:২১
তৌফিক মাসুদ বলেছেন: শুভেচ্ছা সাদা মনের মানুষকে (কামাল ভাইকে)
১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই, ভালো থাকুন, সব সময় ।
৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ২:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
বরাবরের মতই মুগ্ধকর পোষ্ট........
খুব ভালোলাগা।।
১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: সোনালী ভালোবাসা
৮| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:২১
তুষার আহাসান বলেছেন: ৫নং ভাল লাগা।
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তুষার ভাই, কেমন আছেন ?
৯| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালো লাগলো । ছবি গুলা আসলেই চমৎকার হইছে
১৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার আমাকে ভালোবাসেন বলেই আসলে এমন বলেন, ধন্যবাদ লিঙ্কন ভাই ।
১০| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুখী মানুষের সুখী পোস্ট
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: সুখে ভড়া মন্তব্য
১১| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৪
ভিটামিন সি বলেছেন: মুই কুনু মন্তব্যই হরমু না। বারে বারে খালি পিছলাইয়া পিছে পইরা যাই।
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ঠিকাছে, তয় আমিও করুম না
১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯
আদম_ বলেছেন: "ভাবুক আর ভ্রমণকারী শ্রেষ্ঠ দরবেশ" হযরত শেখসাদী।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমি নিজেকে দরবেশ বলতে পারি, কি বলেন
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর আইডিয়া ,মনোরম ছবি
এমন টাই আশা রাখে
হ্রদয়ে হবি
সময় ফেলে হাঁটব দেখে ???