নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
গ্রীষ্মকাল তার সর্বোচ্চ তাপমাত্রাটাই ছড়িয়ে দিচ্ছে আজকে । নীল আকাশে পেজা পেজা সাদা কালো মেঘগুলো দেখে মন ভালো হয়ে যাবে যে কারো । এবারের আগাম বর্ষায় চারিদিকে সবুজের বিপুল সমারোহে হারিয়ে যেতে চাইবে যে কোন প্রকৃতি প্রেমিক । এমন দিন ক্যামেরাম্যানদের জন্য সব সময় আসে না । তো বেড়িয়ে পড়লাম বাইক আর ক্যামেরা নিয়ে............
নরসিংদীর পলাশ থানার চরনগরদী একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন থেকে দেখে ভাবলাম গ্রাম্য বাচ্চাদের দ্বিগম্বর হয়ে চলাটা অস্বাভাবিক কিছু নয় ।
কাছে আসতেই দেখলাম এক হাতে বই-খাতা আর স্কুল ড্রেস অন্য হাতে কাঁদা মতো কিছু । ভাবলাম সহপাঠি কারো সাথে মারামারি করেছে বুঝি, জিজ্ঞাসিলাম কি ব্যাপার তোমার এমন অবস্থা কেনো।
ও বললো স্কুল থেকে ফেরার পথে কোন একটা ক্ষেতে কিছু মাছ ছিলো, যা সে ধরে আনতে গিয়ে এই অবস্থা । আমি চমৎকৃত হলাম ।
ফিরে গেলাম আমার ছোট বেলায়, এমনি ভাবে দিগম্বর হয়ে কতো গোসল করেছি, কতো মাছ ধরেছি তার কোন হিসেব নাই । আপনাদের হিসাব আছে কি ?
পথে চলতে চলতে........১
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
২| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: স্মৃতিকাতর হয়ে গেলাম +++++++
ভালো থাকবেন
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: এমন ভাবে মাছ ধরছেন বুঝি ? শরমের কিছু নাই, আমি ধরেছি অনেক
৩| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
খেয়া ঘাট বলেছেন: দারুন মজার ছবি।
মাত্র ৫ টা ছবি দিয়ে পিওর ফাঁকি দিলেন। মাইনাস।
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার নিয়মিত মাইনাসে আমি সব সময়ই উৎসাহিত হই ।
৪| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
খেয়া ঘাট বলেছেন: আমি ধরিনাই, তবে এরকম বিলে , খালে , জলায় অনেককে ধরতে দেখেছি।
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে বিরাট মিস করেছেন
৫| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
বোকামন বলেছেন:
ভালোলাগা জানিয়ে গেলাম।
ভালো থাকবেন ভাই :-)
২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বোকা ভাই
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বাংলার হাসান বলেছেন: ভাল লাগল।
কৈশরের স্মৃতি বড়ই মধুর।