নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ নাওটী স্টেশনটা সম্ভবত কুমিল্লা জেলার লাকসাম থানায় অবস্থিত ।
(২) নাওটী স্টেশন পার হয়ে আমরা হাটতে থাকলাম চট্টগ্রামের দিকে ।
(৩) রাস্তার পাশে অযত্নে ফুটে থাকা চমৎকার ফুল আর ফল । এই ফলটার নাম যদিও জানি না, তবে ছোট কালে লুকিয়ে অন্যের চুলে মেরে দিতাম, আর এগুলো চুল থেকে সহজে ছাড়ানো যেতো না ।
(৪) পাতায় শিশির ভেজা, ফলটার নাম ও জানি না। কিন্তু দেখতে খুবই চমৎকার।
(৫) সামনে দীর্ঘ পথ, আমাদের শুধুই হেটে চলা..........
(৬) বক।
(৭) কসাই পাখি ।
(৮) হালচাষরত কৃষক ।
(৯) পীরে কামেল হযরত শাহ রৌশন ছাহেবের মাজার শরীফ।
(১০/১১) এক পাগলা আর এক পাগলীর সনে আমি।
(১২/১৩) সামনে একটা দোকান, কিছু খেয়ে নেওয়া যাক।
(১৪) ধানের বোঝা নিয়ে বাড়ির পথে কৃষক।
(১৫) আমাদের কাজ তো একটাই, শুধু চট্টগ্রামের দিকে এগিয়ে যাওয়া।
(১৬) ছাগল ছানা, রোদ পোহাচ্ছে।
(১৭) একটি গ্রামীন ছবি।
(১৮) ওরাও চট্টগ্রামের দিকে হাটছে.........
(১৯) ওই তো সামনেই পরবর্তী স্টেশন।
(২০) এক সময় আমরা পৌছে গেলাম নাঙ্গল কোট স্টেশনে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৭ ( লাকসাম জংশন )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, নাঙ্গল কোট ( স্টেশন নং- ৩৯)
২৫ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
২| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৫
তুহিন সরকার বলেছেন: দেখি সামনে আরো কয়টি স্টেশন, লক্ষ্যতো একটাই...........
ধন্যবাদ সাদা মনের মানুষ, শুভকামনা রইল।
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই, আপনি দেখুন আমি ও দেখি।
৩| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:০৫
রাতুল_শাহ বলেছেন: ++++++
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাতুল_শাহ্
৪| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
বিভ্রান্ত মানুষ বলেছেন:
২৬ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ২:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুখি মানুষের সুখি পোস্ট
৬| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে
৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪
আদম_ বলেছেন: সুখি মানুষের সুখি পোস্ট
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: এই কমেন্ট পেয়ে আরো বেশী সূখী হলাম ভাই
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৩১
খেয়া ঘাট বলেছেন: অপূর্ব।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।