নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং, ( হাসানপুর, স্টেশন নং- ৪০)

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:১৩



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।



আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।



স্টেশনের অবস্থানঃ গুণবতী স্টেশনটা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় অবস্থিত।



(২/৩) হাসানপুর স্টেশন পেরিয়ে আমরা চট্টগ্রামের দিকে দৃঢ় পায়ে এগিয়ে চললাম ।







( ৪/৫) এলাকাটায় রয়েছে প্রচুর জলাশয়, আর জলাশয়ে ফুটে থাকা ফুলগুলো আপনার মন কাড়বেই।







(৬) কাজ একটাই এমন পথ ধরে শুধুই হেটে চলা..........





(৭) সবুজ মাঠ, সাদা বক।





(৮) একটি প্রজাপতি।





(৯) ঝিলে একটা পানকৌড়ি ডুব সাতার খেলছে, একটি বক তা মনোযোগ দিয়ে দেখছে।





( ১০/১১) গলাটা একটু না ভিজিয়ে আর কতো হাটা যায় বলুন ?







(১২) গলা ভিজিয়ে আবার নব উদ্যমে হাটা শুরু করলাম।





(১৩) প্রাইভেট ট্রেন:)





(১৪) মাছ ধরারত কিশোরী।





(১৫) জেলে।





(১৬) চাই (মাছ ধরার ফাঁদ )য়ে টোপ দিচ্ছে এক শিশু জেলে।





(১৭) ফুল।





(১৮) দূরে গাছ পালার উপর দিয়ে মাথা তুলে দাড়িয়ে আছে একটা সুউচ্চ মিনার।





(১৯/২০) এক সময় আমরা পৌছে গেলাম পরবর্তী স্টেশন গুণবতীতে।





আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( নাঙ্গল কোট, স্টেশন নং- ৩৯)

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( গুণবতী, স্টেশন নং- ৪১)

মন্তব্য ৩৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

সঞ্জয় নিপু বলেছেন: ভাল লাগলো দেখে ...

তবে এর শেষ দেখে যেতে পারবো কিনা জানিনা ... :)

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: কেন ভাই, শেষ দেখার খুব বেশী সময় বাকী নাই কিন্তু :D

২| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

মুসলিম শরীফ বলেছেন: (১৮) "দূরে গাছ পালার উপর দিয়ে মাথা তুলে দাড়িয়ে আছে একটা সুউচ্চ মিনার" আমাদের পাড়ার মসজিদের মিনার । অনেক দিন দেশের বাহিরে...........................। ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার গ্রামের নাম কি শরীফ ভাই?

৩| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: খুব ভাল লাগে আপনার এই সিরিজটি পড়তে। মাঝে মাঝে ইচ্ছে করে আপনাদের সাথে একদিন যোগ দিয়ে কিছুটা হেটে আসি।

কি নিবেন নাকি পরবর্তী কোন দিন ?


০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: চট্টগ্রাম হাটা শেষ, রোজার পরে সিলেটের দিকে হাটবো, সঙ্গী হতে চাইলে আপত্তি নাই, চলে আসবেন।

৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর ++্

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: B-)

৫| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভ্রমন অভিজ্ঞতা
মনোরম বাংলার ছবি ও কথা
শুভেচ্ছা +

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইজান।

৬| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

মুহিব বলেছেন: চট্টগ্রামের অনেকেই যারা পরীক্ষায় পাস করতে পারত না তারা গুনবতীতে যেত পরীক্ষা দিতে। এবং এই এলাকার দোয়ায় পাসও করত।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো এলাকাটা সত্যিই গুণবতী :)

৭| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

অ্যামাটার বলেছেন: রেললাইন ধরে ঢাকা থেকে চট্টগাম! দারুন তো!
সব মিলে কয়দিন লাগবে মোট?

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ১৫ দিন লেগেছে ভাই, ধন্যবাদ।

৮| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

নিয়েল হিমু বলেছেন: আমার খালা বাড়ি যেতে এই ইস্টিশনে নামতে হয় । বাজারের পাশে রেল লাইন এ বসে চা খেতে খুব মজা লাগে কিন্তু ।
যাই হোক আপনার ছবি গুলোয় অপরিচ লাগছে ইস্টিশনটা । তবে ভাল লাগল খুব :)

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকুন সব সময়।

৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:০২

খেয়া ঘাট বলেছেন: যথারীতি চমৎকার। ছবিগুলো দেখলে মন ভালো হয়ে যায়।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও রইলো আন্তরিক শুভেচ্ছা

১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১১

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর ++++++++++++++
ভালো থাকবেন ভাই ।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।

১১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৫

মুসলিম শরীফ বলেছেন: আমাদের গ্রামের নাম দশবাহা।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, নামটা মনে হয় শুনেছি।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শরীফ ভাই, আপনার দশবাহা গ্রামে আমার দাওয়াত :)

১২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৫

আরজু পনি বলেছেন:

আপনার এই উপস্থাপনের ধরনের জন্যে পোস্ট অসাধারণ হয়ে যায় !
আর ছবি তো আছেই ।।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনারা আমাকে ভালোবাসেন বলে এমন কথা বলেন।

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: :D

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

একজন সৈকত বলেছেন: অসম্ভব চমৎকার একটি পোস্ট। খুব ভালো লাগলো...

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, শ্রদ্ধা জানবেন।

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১১

হাসান তারেক বলেছেন: ভাই ১৫ দিনের ভ্রমন শেষে আপনাদের অনুভুতি কেমন ছিলো একটু জানাবেন?

তবে আমার কিন্তু কিন্তু ছবিগুলো্ দেখেই খুব ভালো লেগেছে।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: অভিজ্ঞতা হলো, এমন সুন্দর সবুজ দেশ আর দেশের মহৎ হৃদয় মানুষ পৃথিবীর আর কোথাও আছে বলে আমি মনে করি না ।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++++++ দিলাম

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: মানে প্লাসের বর্ষণ :)

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭

আদম_ বলেছেন: "দূরে গাছ পালার উপর দিয়ে মাথা তুলে দাড়িয়ে আছে একটা সুউচ্চ মিনার" । মাস্টার পিস একটা ছবি। বরাবরের মতই প্রিয়তে।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, শ্রদ্ধা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.