নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ শর্শদি ফেনী জেলার সদর থানার একটা স্টেশন।
(২/৩) সকাল বেলা গুণবতী স্টেশন থেকে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাপ উঠা গরম ভাত খেয়ে হাটা শুরু করি।
(৪/৫) গুণবতীকে পেছনে ফেলা কুয়াশাচ্ছন ভোরে আমরা হেটে ক্রমান্বয়ে এগিয়ে চললাম চট্টগ্রামের দিকে।
(৬) শিশির ভেজা লাউ ফুল।
(৭) শিশির ভেজা এই হলুদ ফুলটার নাম আমি জানি না।
(৮) সবাই যার যার কাজে যাচ্ছে, আমিই শুধু অকাজে হাটছি।
(৯/১০) জেলেরা যাচ্ছে কোথাও মাছ ধরতে।
(১১) সকালের মিষ্টি রোদে গরম কাপড়ের ভেতর বেশ ওম লাগছিলো, হাটতে লাগছিলো বেশ।
(১২) আমরা বলি আরশ ফুল, জন্ডিসে এই গাছের পাতার রস বেশ উপকারী।
(১৩) একটু চা খাওয়া আর জিোরিয়ে নেওয়া একই সাথে হয়ে যাক।
(১৪) কিউট বেবীটা দোকানে বসে আমার দিকে তাকিয়ে ছিলো, আমার ক্যামেরাও তার দিকে তাকিয়ে হাসলো।
(১৫) জেলে জাল ফেলে মাছ ধরছে, পাশেই একটা বক, সেও আছে মাছ ধরার অপেক্ষায়........
(১৬) রাস্তার পাশে একটা সাইকেল দেখে চালাইতে ইচ্ছে হলে মালিককে বলতেই রাজী হয়ে যায়, তাই
(১৭) লাইনের জটিলতা দেখে বুঝা যাচ্ছে পরবর্তি স্টেশন খুব কাছে।
(১৮) সবুজ গ্রামের ভেতর একটা চমৎকার মসজিদ।
(১৯/২০) এক সময় আমরা পৌছে গেলাম শর্শদি স্টেশনে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( হাসানপুর, স্টেশন নং- ৪০)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( শর্শদি, স্টেশন নং- ৪২)
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: মুকুল ভাই, আপনাকেও শুভেচ্ছা
২| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++!!+
Mobile phone theke.....
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, খেয়াঘাট
৩| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
হা...হা...হা... বলেছেন: ared mia! Gunoboti asben bole ashben na? Bolle ontoto alu vorta dal kheye jete hoto na.
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ভাই আলু ভর্তা আর ডাল যে কি স্বাদ লেগেছিলো তা যদি জানতেন ?
৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++++++++++++++++++++++
অনুসারিত করলাম।
ভ্রমনের সাথে রইলাম। শুভ কামনা।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও রইলো শ্রদ্ধা
৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৬
খেয়া ঘাট বলেছেন: এইবার কিছুপথ সাইকেল চালিয়ে গেছেন মানে পুরা পথ হাঁটেন নাই।
সু্ক্ষ্ণ কারচুপি করেছেন
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: মোবাইলে ধরতে পারেন্নাই, কম্পুতে আমার সুক্ষ কারচুপি ধরা খাইছে
৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২
কালীদাস বলেছেন: শীতের ছবি দেখা যায়!!
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, পোষ্ট দিতে দেরী হয়ে গেছে, ধন্যবাদ।
৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: বরাবরের মতই ভালোলাগা ++++++++
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।
৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০
বিষন্ন একা বলেছেন: +++
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন:
৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: তখন কি শীতের দিন ছিল ? আমি তো মনে করেছিলাম আপনি একটি করে স্টেশনে যান আর একটি করে পোষ্ট দেন ।
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ ভাই শীতের দিন ছিলো। মাঝে মাঝে এমনও হয়, পোষ্ট দিতে আমার ছয়মাস চলে যায়, আসলে ব্লগে অনেক সময় পোষ্ট দিতে ইচ্ছে করে না, ধন্যবাদ।
১০| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৭
সোনালী ডানার চিল বলেছেন:
অসম্ভব সুন্দর সব ছবি।
আমি আপনার এই সিরিজের একজন ভক্ত।
খুব, খুব ভালোলাগা রাখলাম।।
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো
১১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮
ভিটামিন সি বলেছেন: আমার কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগতাছে। একটা চাদর হবে চাদর.....
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: চাদর নাই, আপাতত আষাঢ়ে বৃষ্টিতে ভিজতে থাকেন
১২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
খুবই সুন্দর ছবি। শুভ কামনা
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ক্যাপ্টেন
১৩| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: +++
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।
১৪| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯
মোঃ তায়িফ-বিন-তোফা বলেছেন: খুব দারুন উদ্যোগ ভাই, আমাদের বাসা ফৌজদারহাট রেল স্টেশন এর পাশেই, আমাও ইচ্ছা আছে আপনাদের মত করে হাটবার।
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২২
সাদা মনের মানুষ বলেছেন: বেরিয়ে পড়ুন, দেশ দেখুন, মজা পাবেন, মন ভালো থাকবে, ধন্যবাদ।
১৫| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
ভিটামিন সি বলেছেন: ভাইজান, একটা চাদর চাইলাম - দিলেন না। আপনার কারণেই শীত শীত লাগতাছে। কুয়াশার, শীতের ছবি দিছেন। এক জোড়া মোজা তো দিতে পারতেন। নাই বা দিলেন। আপনার বাসা থেকে ..... কইরা নিয়া আসুম।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮
সাদা মনের মানুষ বলেছেন: নেন আপনারে তিনটা মোজা দিলা, চাদরের দাম বেশী বলে দিতে পারি নাই
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪
আদম_ বলেছেন: ছবিগুলা এত সুন্দর কেন?
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, অনুপ্রাণিত হলাম।
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪
বোকামানুষ বলেছেন: খবার দেখেই বোঝা যাচ্ছে মজা করে খাইছেন
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, খুবই মজাদার খাবার ছিলো
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মুকুল সালাহউদ্দীন বলেছেন: খুবই সুন্দর ছবি। ধন্যবাদ।