নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
(২) চমৎকার এই লাল রঙের ফুলের নামটা আমি জানি না, এটা তুলেছি বরিশালের গুঠিয়া জামে মসজিদের সামনে থেকে।
(৩) হাম হাম কিংবা হামহাম বা চিতা ঝর্ণা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকা থেকে তোলা ছবি।
(৪) বস্তি, তেজগাও রেলওয়ে বস্তি থেকে তোলা ছবি।
(৫) কাক নৃত্য, বিশনন্দী ফেরীঘাট, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।
(৬) হলুদ ফড়িং, এটা বি-বাড়িয়ার বাহাদুর পুর গ্রাম থেকে তোলা।
(৭) বালিয়াটি প্রাসাদের পেছনের অংশ, মানিকগঞ্জের সাটুরিয়া থাকে তোলা ছবি।
(৮) মাধবকুন্ড ঝর্ণা, শীতকালে এক স্রাতধারা একেবারেই ক্ষিণ হয়ে যায়।
(৯) ঘরে ফেরা, ঘাস কেটে নাওয়ে করে ঘরে ফেরার দৃশ্যটি শরিয়তপুরের জাজিরা থেকে তোলা।
(১০) পরিযায়ী পাখি, ওরা উড়ার আগে এভাবেই পানির উপর রান করে। টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি।
(১১) দার্জিলিং পাড়া, কেওকারাডাং এর পায়ের কাছের গ্রাম, রুমা, বান্দরবান থেকে তোলা ছবি।
(১২) মেটো পথ, নরসিংদীর রায়পুরা উপজেলার বাশগাড়ি গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) নাও, বাঙ্গি নিয়ে মেঘনা পারি দেওয়া এই ছবিটা মতলব থেকে তোলা।
(১৪) উপজাতিয় বাজার, বান্দরবান থেকে কাইক্ষংঝিরি যাওয়ার পথে মধ্যিখানের বাসস্টেশন থেকে তোলা ছবি।
(১৫) কাকরল, নরসিংদীর যোশর গ্রাম থেকে তোলা ছবি।
(১৬) পাগলা, লেংটার মাঝার থেকে তোলা ছবি।
(১৭) ধান মারানো, এই ছবিটা বালুসাইর নরসিংদী সদর থেকে নেওয়া।
(১৮) বাবুই, বাবুই আর বাবুইনির এই ছবিটা শিবপুর থেকে তোলা।
(১৯) নিঝুম দ্বীপ, হাতিয়া থেকে তোলা ছবি।
(২০) ধান, নদী, নাও, গোপালদী, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমায় ভালোবাসেন বলে সব সময়ই আপনি ভালো বলেন
২| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
রক্ত জবা ফুল বলেছেন: +++++++++++++++++++++
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
সাদা মনের মানুষ বলেছেন: থ্যান্কস
৩| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,
আপনার এই ১৫ নম্বর পোষ্টের ভুমিকার লেখাটুকুতে চোখ আটকালো -
.....প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই.................................................. বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
( আগের গুলো কেন যে চোখে পড়েনি ! )
একদম আমার কল্পনার কথা লিখেছেন । খুবই ইচ্ছে করে পাখির মতো ভেসে যাই । হয়ে ওঠেনা.... কাজ-ঘর-সংসার বড় পিছুটানে । তাই মাঝে মাঝে আপনাদের চোখে দেখে দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই ।
অনেক আগে আব্দুল জব্বারের কন্ঠে শোনা একটি গানের কথা মনে পড়ছে -
হাযার বছর পড়ে
আবার এসেছি ফিরে
বাংলার বুকে আছি দাঁড়িয়ে .....
এরকম একটি সুন্দর মন নিয়ে বেঁচে থাকুন হাযার বছর ।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
সাদা মনের মানুষ বলেছেন: এরকম একটি সুন্দর মন নিয়ে বেঁচে থাকুন হাযার বছর ।
......তাহলে, আপনাকেও তো তাই বলতে হয়
৪| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
আরমিন বলেছেন: অনেক অনেক সুন্দর!
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ২৯
৫| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ, আমিও স্বপ্নবাজি করতে ভালোবাসি
৬| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!
অনেক সুন্দর সব ছবি।
হাতিয়া থেকে তোলা ছবিটি বেশি ভাল লেগেছে।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন, কেমন আছেন আপনি ?
৭| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন: অসাধারণ
২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: সব সময় তো তাই বলেন, মাঝে মাঝে ভুলত্রুটি দেখলে বইলেন কিন্তু।
৮| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১০
খেয়া ঘাট বলেছেন: কি যে ভালো লাগলো। ১২ নং ছবি দেখে মনে হলো আহারে এরকম একটি রাস্তার উপর যদি ধূলোমেখে শুয়ে থাকতে পারতাম।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার বক্তব্য থেকে স্পষ্ট, আপনি দেশের মাটিকে খুব ভালোবাসেন, ঠিক আমারই মতো।
৯| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪
মাহতাব সমুদ্র বলেছেন: অসাধরণ পোস্ট। +++++++ শুভ কামনা।
২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাহতাব ভাই, ভালো থাকুন, সব সময়।
১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনারা ছবিগুলো বার বার দেখতে ইচ্ছে করে!
২১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, আপনাদের এম,ন মন্তব্যগুলো আমাকে বরাবরই উৎসাহিত করে।
১১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৫
ভিটামিন সি বলেছেন: নাইস। এইবার বাবুই মামা ঠিক আছে।
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার আপন মামা বুঝি
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলো ছবিই অসাধারণ সুন্দর ++++++++++++