নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ ফেনী জেলা সদর স্টেশন।
(২) ফেনী স্টেশনের চা বিক্রেতা, তিনি হিজড়া কিনা আমি বুঝতে পারিনি।
(৩) ফেনী স্টেশন পেছনে ফেলে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্য চট্টগ্রামের দিকে।
(৪) ধান মারাই চলছে রেল লাইনের পাশে, এটা দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগে।
(৫) এক পাশে তাল গাছ অন্য পাশে জীবন যুদ্ধের ছবি।
(৬) খালি ড্রাম পানিতে ভাসিয়ে তৈরী করা ব্রীজ।
(৭) সাপের শত্রু নেউলে, রেল লাইনে ওরা খেলায় মত্ত।
(৮) কর্মজীবি তার শিশু সন্তানকে নিয়ে রেল ব্রীজ পাড়ি দিচ্ছেন।
(৯) ট্রেন ও এস্কেভেটর একে অপরকে অতিক্রম করছে।
(১০/১১) দুটি ভিন্ন রকম প্রজাপতি, শিয়ালমুতি ফুলে বসা।
(১২) চলন্ত ট্রেনের পাশে দুটি শিশুর সাথে একটি পোজ
(১৩) একটি সেতু, যেসব গ্রামে পানি থাকে সেসব গ্রামে ছোট বড় এমন সেতু প্রায়ই দেখা যায়।
(১৪) গাছের ডালে বসে খেলা করছে দু'টি ঘুঘু।
(১৫/১৬) সিম ফুল ও সিম, ফুল গুলোর চমৎকার কালার নিমিষেই মন কেড়ে নেয়।
(১৭) ছবি তোলার সময় বুলবুলিটা কিন্তু বেশ ভালোই পোজ দিয়াছে, কি বলেন ?
(১৮) গিরগিটি, এর দাম নাকি কোটি টাকা
(১৯) পরবর্তি স্টেশনটা পরিত্যক্ত, তাই বাড়তি লাইটা কেটে ফেলা হয়েছে, আরো বেশ কিছু পরিত্যক্ত স্টেশন পেয়েছি, কিন্তু কোথাও লাইনকে এমন কেটে ফেলতে দেখিনি।
(১৯/২০) এক সময় পৌছে গেলাম পরবর্তি স্টেশনে, স্টেশনের নাম কালীদহ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( শর্শদি, স্টেশন নং- ৪২)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( কালীদহ, স্টেশন নং- ৪৪)
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর.............. দারুণ বলেছেন +++++
২| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০২
মো কবির বলেছেন: দারুন আইডিয়া । সুন্দর ।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবির ভাই।
৩| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১১
ঢাকাবাসী বলেছেন: সুন্দর বর্ণনা আর চমৎকার সব ছবি। ভাল লাগল।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ধাকাবাসী, আমি খালী ভাবি আপনারা ঢাকাতে বাস করেন কি করে। এইতো সেদিন আমি ঢাকাতে এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম সেহেরীর পর মনে হচ্ছিলো আমি যেন আর নিঃশ্বাস নিতে পারছি না, তাই তাড়াতাড়ি ঢাকা ছেড়ে চলে এলাম।
৪| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৮
চোরাবালি- বলেছেন: ঢাকা থেকে চট্ট্রগাম পর্যন্ত ষ্টেশনের নাম দিয়ে পোষ্ট করিয়েন একদিন।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আশা কলরছি সর্বশেষ পোষ্টে সবগুলো স্টাশনের নাম দিয়ে পোষ্ট দিবো, ধন্যবাদ।
৫| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫০
রোজেল০০৭ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: ইস , যদি আপনার মতো এমন সুখি হয়ে বাংলার পথে পথে ঘুরতে পারতাম।
অপূর্ব।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর।
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
সাদা মনের মানুষ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
৬| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩
বোকামন বলেছেন:
অভিভূত হই ! দারুণ ভালোলাগে আপনার প্রতিটি পোস্ট....।
ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদেরই এই বসুন্ধরা ....
ভালো থাকুন প্রিয় ভাই :-)
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন, সব সময়।
৭| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯
আহলান বলেছেন: gooooooood job ...
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্
৮| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: মারাত্মক সুন্দর
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে
৯| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
মাহতাব সমুদ্র বলেছেন: ভয়াবহ সুন্দর পোস্ট!!
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সমু্দ্র
১০| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার সব ছবি +++++++
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: কান্ডারী হুশিয়ার
১১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫
প্রকোশলী বলেছেন: ছবি গুলো ভালো লেগেছে,
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: জেনে খুশী হলাম, ভালো থাকুন সব সময়।
১২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
শাকিল ১৭০৫ বলেছেন: ছবি গুলা সুন্দর
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধা জানবেন।
১৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++++++
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন:
১৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমার সব পোষ্টে উপস্থিত থেকে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা
১৫| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
পোস্ট এ অনেক অনেক ভালো লাগা!!!
বহুদিন পর ফেনীর চেহারা দেখলাম
যদিও এটা অনেক ছোট একটা অংশ!
ধন্যবাদ!
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজকন্যা, আপনি কি ফেনীর লোক?
১৬| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০১
আমি কবি নই বলেছেন: পোষ্টে + আপনার জন্যই ফেনীর চেহারাটা অনেকদিন পর দেখলাম।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: সাথে থাকলে চট্টগ্রাম পর্যন্ত আরো কিছু ছবি দেখতে পাবেন, ধন্যবাদ।
১৭| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
জী !!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন:
১৮| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩২
ভিটামিন সি বলেছেন: বেসম্ভব সুন্দর পোষ্ট। সবগুলি ছবিই মন কাড়ানিয়া। মুই ফেনীরে ভুই পাই।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান ভাই, ফেনীরে ভয় পান ক্যান ? হাজারীর জইন্য?
১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৩
ঘুড়িবাবা বলেছেন:
চিনকি আস্তানা নামে একটা স্টেশন আছে। বারইয়ার হাটে। অনেক সুন্দর ল্যান্ডস্কেপ ছিল। এখন নতুন ট্র্যাক করার কারণে নষ্ট হয়ে গেছে।
যাক ভাই আপনাকে অভিনন্দন। আপনার পোস্ট পড়ে আপনার সাথে দেখা করার ইচ্ছা প্রবল হচ্ছে। আপনি যদি সম্মতি দেন আর কি। কিছু অভিজ্ঞতা বিনিময় করার ইচ্ছা আছে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ঘুড়িবাবা, আপনার সাথে পরিচিত হতে পারলে আমারো ভালো লাগবে। চিনকি আস্তানাটা সতয়িই এখনো মোটামুটি সুন্দর একটা স্টেশন।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯
আদম_ বলেছেন: কি যে এক পাগলামি করলেন আর আমরাও আপনার সাথে সাথে থাকলাম ব্লগে।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: দুনিয়াতে পাগল যেমন আছে তাদেরকে উৎসাহ দেওয়ার পাগলেরও কমতি নাই
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫০
খেয়া ঘাট বলেছেন: ইস , যদি আপনার মতো এমন সুখি হয়ে বাংলার পথে পথে ঘুরতে পারতাম।
অপূর্ব।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।