নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
গ্রামের নাম রামপুর। এটা নরসিংদী জেলার মনোহরদী থানার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামটিতে প্রচুর লোকসংখ্যা থাকলেও একটা অংশে বিশাল বিশাল প্রাচীন গাছ আর ঝোপঝাড়ের কারণে এটাকে অনেকটা বনভুমীর মতোই দেখা যায়। বলতে পারেন বানরের আবাসস্থলের জন্য যা খুবই উপযোগী। অনেকে এটাকে বানরের গ্রামও বলে থাকে। তো একদিন চলে গেলাম রামপুরের বানর দেখতে। যাদের সাথে দেখা হলো তাদের নিয়েই আমার আজকের বানরীয় পোষ্ট স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই গ্রামে আট থেকে দশটি দল আছে বানরের। একেক দলে ২০ থেকে ২৫টি বানর থাকে। সেই হিসাবে ২০০ থেকে ২৫০টি বানর এই গ্রামে বাস করে, যদিও খাদ্য আর মানুষের অত্যাচারে ওদের জীবন এখানে বিপন্ন প্রায়।
(২/৩) আগের বার বানরদের দেখা পেয়েছিলাম মন্দিরের উপরের বটগাছে, এবার অনেকক্ষণ বট গাছের নিচে বসেও ওদের সাক্ষাৎ পাইনি, শেষে একজন বললো শশ্মান ঘাটের দিকে গেলে পেতে পারেন, কারণ ওরা এক যায়গায় স্থির থাকে না। শশ্মান ঘাটের বাঁশের ঝাড়ে ঠিকই ওদের পেয়ে গেলাম।
(৪/৫) পর্যটকদের ওরা চেনে, কেউ আসে খাবার নিয়া কেউ আবার ঢিল ছুরে ওদের বিরক্ত করে, তাই বাঁশ বাগানে বসে আমাদের ওরা ভালোভাবে পর্যবেক্ষণ করছে।
(৬) ক্যামেরা দেখে ভালোই পোজ দিলো, কি বলেন
(৭) কেউ আবার আমাদের চাইতে বাচ্চার দিকেই বেশী মনোযোগী।
(৮/৯) ইতিমধ্যে আবার বৃষ্টি শুরু হওয়ায় আমাদের আর বানরদের দুপক্ষেরই অসুবিধায় পরতে হয়।
(১০/১১) প্রথমে বিস্কুট দিয়ে বুঝলাম এভাবে সব বানরকে বাঁশ ঝাড় থেকে বের করা সম্ভব নয় তাই নিয়ে আসলাম মুড়ি, আর ছিটিয়ে দিলাম পাশের খালি জায়গায়। ব্যস একে একে সবাই বেড়িয়ে আসতে লাগলো।
(১২) ওরা আমাদের দেওয়া মুড়িগুলো কুড়িয়ে খেতে লাগলো, আর আমরা মনের সুখে ওদের ছবি তুললাম।
(১৩/১৪) মায়ের আশে পাশে বাচ্চাটি মনের সূখে খাচ্ছে খেলছে।
(১৫) এই দুইটার নাম দিছি আমি মাথা নষ্ট, ওরা বার বার আমাদের আক্রমণ করার চেষ্টা করে।
(১৬) বানরের বাচ্চাগুলোর কার্যক্রমই সব চেয়ে মজার।
(১৭/১৮) মুড়ি খাওয়ার পর কেউ কেউ কাঠাল খাওয়ার ব্যস্ত হয়ে পরে।
(১৯) খাওয়ার শেষ হওয়ার পর অনেকেই আয়েশ করে জিরিয়ে নিচ্ছে, আর আমরাও বাড়ির পথে পা বাড়ালাম।
৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন:
২| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
খাটাস বলেছেন: চরম লাগল ভাই। প্লাস। রাইখা দিলাম বক্সে।
ভাল থাকবেন।
৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: বান্দর কিন্তু বাক্স ভাঙ্গতে পারঙ্গম
৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো । একটা গ্রামের এতো গুলা বন্দর !!
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: হ, এগুলো ছাড়াও গ্রামে আরো বান্দর আছে
৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
মোঃ ইসহাক খান বলেছেন: আপনি বোধহয় যা নিয়ে ছবি তুলবেন তাতেই সোনা ফলবে। ভালোলাগা।
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই, ধন্যবাদ।
৫| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪২
লোপা এসহক বলেছেন:
বানরের বাঁদরামি তো মানুষের মতই!
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১
সাদা মনের মানুষ বলেছেন: মানুষের চাইতে একটু বেশীই
৬| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো বাঁদর কাহিনী সাথে চিত্র।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম
৭| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:২০
খেয়া ঘাট বলেছেন: আপনি শুধু সাদা মনের মানুষ না , আপনি বেশ মজার মানুষও বটে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আপনি সব সময় এতো প্লাস দেন, আমি এতো প্লাস রাখবো কোথায় ?
৮| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
মজার বান্দর পোস্ট !
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: বান্দরগুলো সত্যিই বেশ মজার কাজ কারবার করে, ধন্যবাদ।
৯| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
বোকামন বলেছেন:
সবুজ পৃথিবী ! বরাবরের মতই দারুণ হয়েছে ছবিগুলো :-)
ভালো থাকুন ভাই।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন সব সময়।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: বর্ষাকাল বলে পৃথিবীটা একটু বেশীই সবুজ
১০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯
আলাপচারী বলেছেন: দারুণ
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলাপচারী
১১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে...........দারুন তো।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, উৎসাহিত হলাম।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
মামুন ইসলাম বলেছেন: চমতকার
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মামুন ভাই
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
হাতুড়ে লেখক বলেছেন: বান্দর দেখে ভাবলাম বান্দ্রামি জিনিস টা খারাপ না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: আমিও কই বান্দর ভালা জিনিস
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
পথহারা সৈকত বলেছেন: