নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং, ( ফাজিল পুর, স্টেশন নং- ৪৫)

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।



আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।



স্টেশনের অবস্থানঃ ফেনী সদর থানার অন্তর্গত একটা স্টেশন।



(২) ফাজিল পুর স্টেশন পার আমরা দীপ্ত পায়ে এগিয়ে চললাম চট্টগ্রামের দিকে।





(৩/৪) পাখিরা গাছ থেকে রস খাচ্ছে। এলাকাটাতে প্রচুর খেজুর গাছ, অনেক এলাকায় দেখছি খেজুর গাছ থেকে রস আহরিত হয় না। কিন্তু এই এলাকার সবগুলো খেজুর গাছ থেকেই রস আহরিত হয়।







(৫) পাখিদের মতো আমি গলাটা একটু ভেজালাম:)





(৬) এই ছবিটাতে মনে হয় কোন সৌন্দর্য্য নাই, আবার মনে হয় অতুলনীয় ছবি।





(৭) কসাই পাখি বসে থাকা পোষ্ট বলছে চট্টগ্রামের দুরত্ব ৭৮ কিলোমিটার।





(৮) এক পাশে পুরাতন রেল লাইন, অন্য পাশে নির্মানাধীন নতুন লাইন।





(৯) ৭৭৭ নাকি লাকী নাম্বার, তাই একটা পোজ:)





(১০/১১) মুহুরী নদীর উপর রেল ব্রীজ।







(১২) মুহুরী নদীর অন্য দিকে বাস ব্রীজ।





(১৩) তারপর শুধুই এগিয়ে চলা.............





(১৪) দুর্ঘটনায় পড়ে থাকা একটা ওয়াগন, লতাপাতায় ক্রমান্বয়ে আচ্ছাদিত হয়ে যাচ্ছে।





(১৫) একটা রেল ক্রসিং।





(১৬) রেল লাইন দ্বিখন্ডিত হয়ে গেছে মানে হলো সামনেই স্টেশন।





(১৭/১৮) এক সময় আমরা পোয়ছে গেলাম পরবর্তী স্টেশন মুহুরীগঞ্জ।







আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( কালীদহ, স্টেশন নং- ৪৪)

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( মুহুরী গঞ্জ, স্টেশন নং- ৪৬)



মন্তব্য ৫৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জামিনদার বলেছেন: কাহিনীকি বাস্তব? অবাক করা সব ছবি।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, আমার কাছে তো বাস্তবই মনে হয়, আপনার কি মনে হয় ?

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলীয়া
ঘর হতে শুধূ দুই পা ফেলীয়া
একটি ঘাসের শীষের উপর
একটি শিশির বিন্দু!!!!!!


দারুন এডভেঞ্চার!!!! একসময় অনেক তথ্যের ভান্ডার হয়ে যেতে পারে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, উৎসাহিত হওয়ার মতো কমেন্ট।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: ফাজিলপুর স্টেশনের একটা নাম ফলক থাকলে ভাল হইতো . ভাল এডভেঞ্চার .......চালায় যান.

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আগের পোষ্টে ফাজিলপুরের নাম ফলক আছে। তবু আবার দিলাম

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: ফাজিলপুর স্টেশনের একটা নাম ফলক থাকলে ভাল হইতো . ভাল এডভেঞ্চার .......চালায় যান.

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++
Beautiful as usual. Eid Mubarok. Mobile theke comment korlam.

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ঈদ মোবারক।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন!!!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: :D

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!!!!! অসাধারণ!!!!!!!!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে ধন্যবাদ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বংশী নদীর পাড়ে বলেছেন: কিন্তু অকালে খেজুরের রস! অভিযান চলুক।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আমি যখন ঐ এলাকা পারি দিচ্ছিলাম তখন শীতকাল ছিল, ধন্যবাদ বংশী

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

েবনিটগ বলেছেন: আপনার মত আড ভেংচার প্রিয় মানুষকে জানাই সালাম।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

জুন বলেছেন: এখনো চিটাগাং দূর পথ।
ভালোলাগছে আপনার এই নতুন ধরনের ভ্রমন।
+

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জুন, যতদূরই হোক এক সময় পথ শেষ হবেই।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

বোকামন বলেছেন:
দারুন সব ছবিতে দারুন ভালোলাগা :-)
“+”

ভালো থাকুন সবসময়।।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আমার সব পোষ্টে উপস্থিত থেকে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞ

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো +++++্

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সু্দর ছবি ব্লগ। সুন্দর আপনার ভ্রমন কাহিনী। সাদা মনের মানুষ মানেই ঢাকা টু চিটাগাং। দারুণ পোস্ট ++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: পরবর্তীতে ঢাকা টু সিলেট :D

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:০০

এম ই জাভেদ বলেছেন: বাহ ভালই তো , ভাল না , কামাল ভাই ?

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: জাভেদ ভাই, কেমন আছেন ?

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

নেক্সাস বলেছেন: আমার বাড়ীর পাশ দিয়ে হেঁটে গেলেন আর আমাকে ডাকলেন না। খেলবোনা আপনার সাথে.....

এটু তথ্য সংশোধন আছে বস....

ফাজিলপুর ফেনী সদর থানার অধীন।

আর ফেনী নদী পার হলেই চট্টগ্রাম জেলা শুরু।

কাজেই যে নদীটা পার হয়ে মুহুরীগঞ্জ ষ্টেষান পেলেন সেটা মুহুরী নদী।
মুহুরী গঞ্জ ছাগলনাইয়া থানার অধীন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এখনি সংশোধন করে নিচ্ছি।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভাই আপনার এ এডভেঞ্চারে মোট কত টাকা আর কত সময় খরচ হইল তা জানতে মঞ্চায়। ভাইগো পারেন গো আপনে.... আল্লায় যদি আমারে আপনার মত পাখির জীবন দিতো। যহন যেইহানে ইচ্ছা। বড়ই হিংসা হয়।

মুগ্ধতা রইল আপনার পোষ্টে। ভালো থাকিয়েন।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: চট্টগ্রাম পর্যন্ত হাটতে আমার লেগেছে ১৫ দিন, আর টাকা খরচ হয়েছে আনুমানিক ৩০,০০০/=

আর আমাকে হিংসা করার কোন কারণ নাই, সবার মতো আমারও সংসার ধর্ম করেই চলতে হয়। শুধু আমার ছুটির দিনটাতে আমি ঘর থেকে বেড়িয়ে পড়ি, কোথাও না কোথাও যাবোই। এই জন্যই আমি সুযোগ পাই, তাছাড়া আমার পারিবাকিক কোন বাধা নাই, এটাও আমার জন্য বড় প্লাস, ধন্যবাদ রুবেল ভাই।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

নিষ্‌কর্মা বলেছেন: আপনাদের ভ্রমণে খুব হিংসা হচ্ছে। কেন যে আমি পারি নাই।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: নিজের নাম নিষ্কর্মা বলে আসলেই তা ভাবার কোন কারণ নাই, ছুটির দিনে বেড়িয়ে পড়ুন, একদিনেও কিন্তু অনেক কিছুই দেখা যায়।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১

মোঃ ইসহাক খান বলেছেন: ভালোলাগা।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: :D

১৯| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

তুহিন সরকার বলেছেন: পাখির গলা ভেজানো আমার খুব ভাল লেগেছে।

শুভকামনা রইল সাদা মনের মানুষ।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: বিশাল বড় পাখি, তাইনা তুহিন ভাই ?

২০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সেলিম আনোয়ার বলেছেন: সাদা মনের মানুষ মানেই ঢাকা টু চিটাগাং।


হুম চিটাগাং পর্যন্ত সাথেই চলছি ++++

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: পরবর্তীতে সিলেট

২১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

রবিউল ৮১ বলেছেন: এক সময় ওই রেল ব্রীজে আড্ডা দিছিলাম।বাসে চট্রগ্রাম যাওয়ার সময় ওই ব্রীজ চোখে পড়ে।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

সাদা মনের মানুষ বলেছেন: রেল ব্রীজগুলো আসলেই আড্ডা দেওয়ার খুব সুন্দর জায়গা, ধন্যবাদ রবিউল ভাই।

২২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

মুহিব বলেছেন: ১০/১১ ছবির অবস্থায় ট্রেন আসলে? নাকি আগেই লাইনে কান পেতে শুনে নেন!?

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: বড় ব্রীজগুলো পার হওয়ার আগে স্থানীয় লোকদের স হায়তা নেওয়ার চেষ্টা করি আমরা।

২৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: +++

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৮

আরজু পনি বলেছেন:

এতো সুন্দর !!

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই সুন্দর

২৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

টুম্পা মনি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

ঈদ মোবারক।

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: টুম্পা মনি, আপনাকেও ঈদএর শুভেচ্ছা

২৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০১

খেয়া ঘাট বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো। ঈদমোবারক।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক।

২৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

মুহিব বলেছেন: ফাজিলপুরে কি ট্রেন লাইন কাটা পড়ছে?

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কাটা পড়েনি, মাটির নিচে চলে গেছে, পরিত্যক্ত রেল লাইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.