নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....১৬

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) ইলিশ শিকারী, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।





(৩) শীতাকুন্ডের সর্বোচ্চ চুড়ার চন্দ্রনাথ মন্দিরে দাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ চুড়ার বিরুপাক্ষ মন্দিরের তোলা ছবি।





(৪) কক্সবাজার বীচ।





(৫) টেকনাফের শীলখালী বীচের ঝাউবনে জেলেদের কুড়ে।





(৬) ইনানী বীচের সাইকেল বালক।





(৭) ইনানী বীচের নারকেল বনে ভ্রমণ বাংলাদেশ টিমের রাতের তাবু ।





(৮) লাল শাপলা, জাহাঙ্গীর নগরের শাপলা পুকুর থেকে তোলা ছবি।





(৯) টঙ্গী রেল স্টেশন, বিশ্ব এস্তেমার সময় তোলা ছবি।





(১০) ঐতিহাসিক পানাম ন গরী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।





(১১) সবুজ কাঠাল, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি ।





(১২) শিশু শাপলা শিকারী, নরসিংদি সদর থানার শান্তির বাজার এলাকা থেকে তোলা ছবি।





(১৩) কাশ ফুল, নারায়ণগঞ্জের মোগরা পাড়া এলাকা থেকে তোলা ছবি।





(১৪) টাইগার হিল ঝর্ণা, দার্জিলিং থেকে তোলা ছবি।





(১৫) গোধূলী বেলা, নরসিংদীর বাটচরার চড়ে দাড়িয়ে মেঘনা নদী থেকে তোলা ছবি।





(১৬) উপরে দাউদকান্দি ব্রীজ নীচে নদীতে নৌকা চলাচল, কুমিল্লার দাউদকান্দি থেকে তোলা ছবি।





(১৭) জাতীয় সৃতি সৌধ, সাভারের নবী নগর থেকে তোলা ছবি।





(১৮) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ও তৎসংলগ্ন মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা ছবি।





(১৯) শিখা অনির্বান, ঢাকা থেকে তোলা ছবি।





(২০) কদম ফুল, নরসিংদী সদর থানার কুরের পাড় থেকে তোলা ছবি।





(২১) মাছ ধরার এই ছবিটা তুলেছি নরসিংদীর মেঘনা নদি থেকে।





বনে বাঁদাড়ে.....১১

বনে বাঁদাড়ে.....১২

বনে বাঁদাড়ে.....১৩

বনে বাঁদাড়ে.....১৪

বনে বাঁদাড়ে.....১৫

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

রাধাচূড়া ফুল বলেছেন: বাহ! সুন্দর ছবি!

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফুল, ভালো থাকুন, সব সময়।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

ছায়া কবি বলেছেন: অসাধারণ ছবি

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবি, ভালো থাকুন, সব সময়।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার !!!!!!!

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই, ভালো থাকুন, সব সময়।

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবি।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

মোঃ ইসহাক খান বলেছেন: আবারো ভালোলাগা রইলো।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই, কেমন আছেন আপনি ?

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

বোকামন বলেছেন:
কেমন আছেন ভাইজান :-)
অনেক অনেক ভালোলাগা রইলো ....।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমি ভালো আছি, আপনি কেমন ?

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০২

খেয়া ঘাট বলেছেন: শুধু মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে।
ইস যদি আপনার মতো এভাবে ঘুরতে পারতাম।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ঘোরার জন্য কিন্তু খুব বেশী সময় দরকার পড়ে না, শুধু মনের ইচ্ছাটা ভালোভাবে থাকতে হয়, ধন্যবাদ।

৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৭

ভিটামিন সি বলেছেন: কাঠাঁল গাছের ছবিটা দেখে মনে পড়ে গেছে আমার বাড়ির কথা আর কত বছর ধরে যে কাঠালের স্বাদ নেই না সেই কথা। কাঠাল দেখি না বা স্বাদ নেই না সেই ২০০৭ এর পর থেকে। সবই বাস্তবতা। যাই হউক ছবি ভালো হয়েছে। আমি কিন্তু ঢাকা-চট্রগ্রাম পর্বের জন্য ওয়েটাইতাছি। প্রতিদিন আপনার নিকে ২/৩ বার করে ঢু মারি যে পরের পর্ব দিছেন কিনা।।।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমি আসলে বাদাইম্মা মানুষ, মাঝে মাঝে পোষ্ট দিতে বা ব্লগে বসতে একেবারেই মন চায় না, আর ঈদের পর বেড়ানো নিয়ে ব্যস্ত থাকাটাও পোষ্ট পিছনে পরার অন্যতম একটা কারণ। আশা করছি খুব শীঘ্রই পোষ্ট দিবো।

৯| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

মোঃ ইসহাক খান বলেছেন: জি ভাই, ভাল। আপনি?

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ভালো, বিভিন্ন ঝামেলায় আপনার ব্লগে ঢু মারা হচ্ছে না।

১০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ছুন্দর হইচে বস

১১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: লিঙ্কন কইছে, ছুন্দর হইছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.