নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃছাগল নাইয়া থানার অন্তর্গত একটা স্টেশন।
(২) ফাজিলপুর ছেড়ে আমরা চট্টগ্রামের দিকে এগিয়ে যেতে থাকলাম..............
(৩) উল্টো দিকের ট্রেন, কিছুক্ষণ পর পর ট্রেন না আসলে যেনো আমাদের হাটার ছন্দ নষ্ট হয়ে যায়।
(৪) প্রতিযোগিতা, একটা ছুটছে ট্রেন লাইন দিয়ে, অন্যটা মাটির পথ ধরে।
(৫) বহে সমান্তরাল আর আমরা ও ছুটি অবিরাম.........
(৬/৭) সিম ফুল, সাদা ও রঙিন।
(৮) এগুলো কি ফল, জিবে জল আনা ছাড়া কেউ বলতে পারেন কি ?
(৯) রেল লাইন নির্মান কর্মী, বোটে করে ফেনী নদী পারি দিচ্ছে।
(১০/১১) ফেনী নদীর রেল ব্রীজ পারি দিচ্ছি আমি।
(১২) ঘুঘু পাখিটি ক্যামেরায় ভালোই পোজ দিলো, কি বলেন ?
(১৩) রুপ চর্চায় ব্যস্ত তিনটি সাদা বক।
(১৪) আরো একটি ট্রেন, আরো একবার অনুপ্রেরণা।
(১৫) রেল লাইনঘেষা একটি বাজার।
(১৬) দ্বিখন্ডিত রেল লাইন মানে খুব কাছেই পরবর্তি স্টেশন।
(১৭) মিষ্টি হাসি, ক্যামেরায় এর চাইতে ভালো পোজ আর কি হতে পারে বলুন ?
(১৮/১৯) হাটতে হাটতে পরবর্তি গন্তব্যে চলে এলাম এক সময়।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( ফাজিল পুর, স্টেশন নং- ৪৫)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( চিনকি আস্তানা, স্টেশন নং- ৪৭)
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের ভালোলাগে বলেই আমি এগিয়ে চলার প্রেরণা পাই, ধন্যবাদ ভালোবাসা।
২| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
জুন বলেছেন: খুব ভালো লাগছে আপনার সাথে হেটে হেটে চিটাগাং যাওয়া ।
ছবিগুলো খুব সুন্দর আর আমার অনেক পরিচিত
আপনি জানেন নিশ্চয় চিনকি আস্তানার আগের নাম ছিল ধুম স্টেশন।
+
২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জুন, এই তথ্যটা আমার জানা ছিলো না, অবশ্য রেল লাইন আর ট্রেন সম্পর্কে আমার জানাশোনা খুবই কম, কারণ রেল গাড়িতে জীবনে খুবই কম চড়েছি।
৩| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বরাবরের মতই ভাল লাগল...
চলতে থাকুক এই যাত্রা।
২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই, অনুপ্রাণিত হলাম।
৪| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০
বোকামানুষ বলেছেন: বরাবরের মতই ছবিগুলো সুন্দর হয়েছে
আপনার এই সিরিজটা পড়তে দারুন লাগে
ভাবতেই ভাল লাগে এত যান্ত্রিকতার ভিতর থেকেও সুন্দর খোঁজে জীবনের খুঁজে কিছু মানুষ ঘুরে বেড়ায় এটা আসলেই অনুপ্রেরণা দেয়
চলতে থাকুক শুভকামনা
২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ, এমন মন্তব্যে আমার পথ চলার অনুপ্রেরণা উত্তরোত্তর বৃদ্ধি পায়, ভালো থাকুন, সব সময়।
৫| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
খেয়া ঘাট বলেছেন: ফেনী নদীর রেল ব্রীজ পারি দিচ্ছি আমি।-
এ সময় ভয় লাগেনা, যদি ট্রেন চলে আসে...........
আপনি হাঁটতে থাকুন,সাথেই আছি।
২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ভয় তো ভাই অবশ্যই লাগে, আমরা যথা সম্ভব স্থানীয়দের কাছে জেনে হাটার চেষ্টা করি, তাছাড়া প্রত্যেকটা রেল ব্রীজেই আপনি ইচ্ছে করলে ট্রেন আসার সময় নিরাপদ জায়গা খুজে নিতে পারবেন, ধন্যবাদ।
৬| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
মোঃ ইসহাক খান বলেছেন: আপনার হাঁটাহাঁটি চলুক।
২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আর আপনার গল্প লেখালেখিও চলতেই থাকুক
৭| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: সাথেই আছি চালাইয়া যান ।
২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: সাথে আছেন জেনে ভালো লাগলো, ভালো থাকুন, সব সময়।
৮| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০
ভিটামিন সি বলেছেন: তেতুল তো জিভে পানি আইন্না দিল। কেউ খায় না নাকি? আমারে দিলে তো এক সপ্তাহেই শেষ দিয়া দিতাম। ভালো লাগার অনুভুতি নিয়ে গেলাম। আমি মনে হয় লেট লতিফের দলে পড়ে গেছি।
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
সাদা মনের মানুষ বলেছেন: তেতুলটা সম্ভবত ভিটামিন সি এর কাতারে পড়ে, তাই না ভাই ?
৯| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
েবনিটগ বলেছেন: আপনার সফর সঙ্গী কত জন ছিল?
প্রতি ত্রিপ এ কি একই সঙ্গী ছিল নাকি বদলাত?
সার সং ক্ষেপ দিলে খুব ভাল হত।
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯
সাদা মনের মানুষ বলেছেন: এ টু জেড পর্যন্ত একজন সঙ্গী আমার সাথে ছিল, আর মাঝখান দিয়ে অনেক সঙ্গী এসেছে গেছে, ধন্যবাদ।
১০| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩
সামুর ভক্ত বলেছেন: ভাই আপনার এই সিরিজ টা আমার খুব ভালো লাগে । সাথেই আছি। বরাবরের মতই ছবিগুলো সুন্দর হয়েছে।
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: সাথে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
১১| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
মাঝখানে দু'একটা মিস্ করেছি..............
বরাবরের মত চমৎকার লাগলো
শুভকামনা আপনার জন্যে
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি তো বরাবরই আমাকে উৎসাহিত করে চলেছেন, দু;একটা মিস হয়ে গেলে পরে দেখে নেবেন, সমস্যা কি ?
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই সিরিজটা আমার অনেক ভালো লাগে। সাথেই আছি। চলতে থাকুক।