নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং, ( চিনকি আস্তানা, স্টেশন নং- ৪৭)

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৫



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।



আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।



স্টেশনের অবস্থানঃচট্টগ্রাম জেলার মিরসরাই থানার অন্তর্গত একটা স্টেশন।



(২) চিনকি আস্তানা পার হয়ে আমরা চট্টগ্রামের দিকে এগিয়ে চললাম।





(৩) পাখি গাছ।





(৪) খেজুর গাছে গাছি।





(৫) জোড়া ফিঙ্গে, ওরা খেজুরের রস খাওয়ায় ব্যস্ত।





(৬) ফেরিওয়ালা..........





(৭) সামনে শুধুই দীর্ঘ রেল পথ...........





(৮) গায়ের মেয়ে ।





(৯/১০) একটার চায়ের দোকান পেলাম, একই সাথে গলা ভেজানো আর একটু জিরিয়ে নেওয়ার এইতো সুযোগ।







(১১) গলা ভিজিয়ে আবারো ছুটে চললাম চট্টগ্রামের দিকে, শেষ বিকেলের মিষ্টি রোদে পরিবেশটা ছিলো বেশ চমৎকার।





(১২) রেল লাইনের পাশের শিশুরা বরাবরই রেল লাইনে খেলতে ভালোবাসে।





(১৩) পাহাড় থেকে নিয়ে আসছে কাঠের বোঝা।





(১৪) রেল লাইনের এই পরিবর্তন বলছে খুবই কাছে পরবর্তি স্টেশন।



()

(১৫) পাহাড় থেকে কেটে নিয়ে আসা ফুল, মানে ফুল ঝাড়ু তৈরীর কাঁচামাল।





(১৬/১৭) এক সময় পৌছে গেলাম মস্তান ন গর স্টেশনে।





মস্তান নগর নিয়ে আমার একটা মজার অভিজ্ঞতআ আছে, এখানে টোকা দিয়ে দেখতে পারেন।





আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( মুহুরী গঞ্জ, স্টেশন নং- ৪৬)

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( মস্তান নগর, স্টেশন নং- ৪৮)

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
অসাধারণ কিছু ছবি ভাই!!

৫ আর ৯ নম্বর ছবিদুটো দেখে হৃদয় অতীতাশ্রয়ী হয়ে উঠলো।
আপনার পর্বমালা চলতে থাকুক............

(মস্তান নগর নিয়ে লেখাটা পড়ে এলাম :-B )

শুভকামনা আপনার জন্যে......................

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোনালী, আমার চট্টগ্রাম পর্ব প্রায় শেষের পথে। পরবর্তীতে সিলেট পর্ব শুরু হবে, ধন্যবাদ।

২| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ছবি এবং বর্ণনা
ভাল দিন আসুক
থাকল শুভকামনা ।।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের দোয়ায় আমার দিনগুলো বেশ ভালো ভাবেই কাটে, এমন ভাবেই কেটে যাক আমার বাকিটা বেলা। ধন্যবাদ বন্ধু

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল
রেল লাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল!!!

++++

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল
রেল লাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল!!!
........চমৎকার

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

সামুর ভক্ত বলেছেন: ভালো লাগলো বরাবর এর মত ।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে ++++

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । আসলে আমাদের দেশটা অনেক সুন্দর :/ কিন্তু আমরা মানুষ গুলা অনেক বেশি নোংরা .........

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: নোংরা মানুষের সংখ্যাও কিন্তু আমাদের দেশে খুবই কম, গ্রাম এলাকার মানুষগুলো এখলনো এতো বেশী সরল, ওদেরকে কাছ থেকে দেখলে সতয়িই অবাক হতে হয়, ধন্যবাদ।

৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ +++

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: :D

৭| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার!!! ২ ভালো লাগা।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভালোবাসা, হোক না কাল্পনিক, তাতে ক্ষতি কি :)

৮| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১০

খেয়া ঘাট বলেছেন: যথারীতি অসাধারণ। এই পথ হাঁটা পথে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমারই তাই।

৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো ভাললাগা....

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা শতত

১০| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: বাহ অসাধারন লাগল । বর্ননা দারুন হয়েছে । আপনার পোস্ট পড়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি মিস করবেন যারা দেশের বাইরে থাকেন।আপনার বিবরন পড়ে আমার তো এখনই পায়ে হেঁটে সুন্দর বাংলাদেশ দেখতে দেখতে ঢাকা টু চট্রগ্রাম যেতে ইচ্ছে করছে । :)

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি ভাবছি পর্যয়ক্রমে সারা বাংলার রেল পথে আমি পা বাড়াবো, ধন্যবাদ স্বপ্ন

১১| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪

ভিটামিন সি বলেছেন: কিছুই বলব না। আমি যে এসেছিলাম এটাই জানিয়ে গেলাম। ওহ একটা কথা, দোকানডা তো দেহি পুরাই ডিজিটাল।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো আমার সব পোষ্টেই বলেন, আজ না হয় নাই বা বললেন :)

১২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: কি অসাধারণ! আপনি অনুসারিত! পথে পথে আপনাকে অনুসরণ করতে পারলে কতই না ভালো হত!

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও একজন ভালো সঙ্গী পেয়ে যেতাম, মন্দ হতো না :D

১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

জুন বলেছেন: আসলেন ধুম স্টেশনে ??
খুব ভালোলাগছে আপনার এমন যাত্রা। আমি কতবার এমন অচেনা জায়গায় নেমে সারাদিন ঘুরে ফিরে আসার কথা বলেছি। শুনে আমার স্বামী আমাকে বাস্তবে নামিয়ে আনলো এক ঝাড়িতে, ' থাকোতো কল্পনার জগতে , হু অচেনা জায়গায় নেমে সারাদিন ঘোরার ইচ্ছে ' ।
আমি চুপ করে যাই। ছবি আর আমার অনেক পরিচিত জায়গাগুলো দেখে কেমন জানি লাগছে। সেই ঝাড়ুর ফুল সেই রেললাইন এর উপর দিয়ে হাত ধরে হেটে যাওয়া। ব্রিজের উপর দিয়ে পার হওয়া, সেই ঝুড়িতে কাঠ নিয়ে লোকেদের পাহাড় থেকে নেমে আসা ....বড্ড নষ্টালজিক হয়ে গেলাম সাদা মনের মানুষ আপনার পোষ্ট দেখে ।
+

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই ছোট্টকালের হারিয়ে যাওয়া পুরোনো কিছু পেলে বা পুরোনো স্মৃতিময় জায়গায় গেলে সত্যিই নষ্ট্যালজিক হয়ে যাই আমি নিজেও। শ্রদ্ধা জানবেন আপু।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

এক্সপেরিয়া বলেছেন: এরকম যাত্রা করতে মঞ্চায় !! ছবি গুলো সুন্দর হৈসে ।

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমারো শুধুই এমন গ্রামে ঘুরতে মুন্চায়, লন গলাগলি ধইরা হাটি :)

১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

এম ই জাভেদ বলেছেন: যেহেতু আপনি রেল লাইন ধরে হাঁটেন রেল গাড়িতে কারা ঢিল ছুঁড়ে তাদের নাড়ি নক্ষত্র আপনার এতদিনে জানার কথা । তাদের ছবি সহ পোস্ট দিয়েন।

ছবি গুলি দারুন

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন জাভেদ ভাই, এটা আমার দায়িত্বের মাঝে পড়ে, আশা করছি ভবিষ্যতে ওদের ধরে ফেলবো :D

১৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: আপনার সাথে হাটা কর্মসূচীতে যোগ দিতে মন চাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমার এজন সঙ্গী বাড়তো, মন্দ হতো না :D

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

বোকামানুষ বলেছেন: উপরে ২নং ছবির নিচে লিখলেন "মুহুরীগঞ্জ পার হয়ে আমরা চট্টগ্রামের দিকে এগিয়ে চললাম"


আপনি তো আগের পোস্টে চিনকি আস্তানা স্টেশনে পৌছে গিয়েছিলেন এই পোস্টের নামও তো চিনকি আস্তানা স্টেশন
তাহলে আপনি তো এই স্টেশন থেকে হাটা শুরু করছেন মুহুরীগঞ্জ তো আরও আগের স্টেশন ছিল একটু যদি বুজিয়ে বলতেন #:-S

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৮

সাদা মনের মানুষ বলেছেন: কে বললো আপনি বোকা মানুষ :-B বোকা হলে কি আমার ভুলটা এভাবে ধরিয়ে দিতে পারতেন ?

আসলে কথাটা হবে "চিনকি আস্তানা" পার হয়ে আমরা চট্টগ্রামের দিকে এগিয়ে চললাম।

ধন্যবাদ, এখনি সংশোধন নিচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.