নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বিনা টিকেটে ট্রেন ভ্রমণ...........

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬


ট্রেন থেকে নেমেই টিকেট চেকারের হতে ধরা খেলাম, ভাবছিলাম প্রথমে একটু এদিক সেদিক ঘুরা ফেরা করে ফাক বুঝে স্টেশন থেকে বেড়িয়ে যাবো। কিন্তু সেই সুযোগ আর হলো না। তবে আশার কথা হলো আমি একা নই, আরো বেশ কয়েকজন বিনা টিকেটে ভ্রমণ করার জন্য ধরা খাইলো।

চেকার আমাদেরকে স্টেশনের এক কোনে নিয়ে টাকা আদায় করার জন্য নানা কসরত চালিয়ে গেলো, ইতিমধ্যে একজন পুলিশ আসিয়া চেকারের সাথে যোগ দিলো। ধরা খাওয়া আমার অন্য সঙ্গীরা কিছু উপঢৌকন দিয়া একে একে সবাই চলিয়া গেলো। গেলাম না শুধু আমি। যাবো কি করে আমার কাছে তো কোন টাকা পায়সা নাই।

পুলিশটি ইতিমধ্যেই কয়েকবার আমার সর্বাঙ্গ হাতাইয়া খুজিয়াও টাকা পয়সা বের করতে ব্যর্থ হলো। এক পর্যায়ে সে হুমকি দিলো তোকে থানায় নেওয়া ছাড়া কোন উপায় নাই, তোর জেলের ভাত খাইতেই হবে। এতোক্ষণ ক্ষিদার কথাটা ভুলেই ছিলাম, ভাত খাওয়ার কথা শুনে যেনো ক্ষিদেটা জেগে উঠলো। ভাবলাম জেলে নেয় নেক, খাবার তো পাবো, এবার যেন আমাকে জেলে যাওয়ার তাড়ায় পেয়ে বসলো।

এক সময় পুলিশ সদস্যটি বিরক্ত হয়ে আমাকে বললো চল্ থানায় চল্, হাত ইশারায় মেইন গেইটের দিকে হাটতে বললো, পুলিশটি আমার পিছনে পিছনে আসতে লাগলো, মেইন গেইট পার হয়ে পিছনে তাকিয়ে পুলিশটিকে আর দেখতে পেলাম না। আমার বুকটা ধ্বক করে উঠলো, পুলিশ গেলো কোথায় ? থানায় গিয়ে আমি যে ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।

আবার ফিরে গিয়ে পুলিশটি খুজে বের করে বললাম, এই পুলিশ আপনি আমাকে রেখে পালিয়ে এলেন কেনো ? এবার পুলিশটি আমাকে রক্ত চক্ষু করে লাঠি উচিয়ে মারতে এলো। বললো যা ভাগ........


কি আর করা, স্টেশন থেকে বিফল মনোরথে বেড়িয়ে এলাম। আমার বুঝি আর জেলের ভাত খাওয়া হলো না ।

ঘটনার স্থানঃ চট্টগ্রাম স্টেশন, আনুমানিক ১৯৮৫
সাল।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

সেমিবস বলেছেন: কস্কি মমিন!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: হ, বস কতা হাচা

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

লিঙ্কনহুসাইন বলেছেন: ধুর এইডা কিছু হইলো ।
আমি তো কম করে হলেও ১০ থেকে ১৫ বারের বেশি বাসে করে ঢাকা গেছি টিকেট বা ভাড়া ছাড়া । আমাদের এলাকা থেকে তখন ঢাকা যেতে বাস ভাড়া লাগতো ২০ টাকা , কিন্তু আমি কম করে হলেও ১৫ বারের বেশি গিয়েছি এক টাকাও দেই নাই । ১৯৯১-১৯৯২ এর দিকে । তাও আবার মা'এর কুলে ঘুমিয়ে ঘুমিয়ে :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাহিনী দেখছি আমার চেয়েও মজার :-B

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, মজা পেলাম... :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: এখন তো বেশ মজা লাগছে, তখন মনে হয় এতো মজা পাইনি :)

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

নিজাম বলেছেন: ভাই। চমৎকার হাসির ভয়াবায় ঘটনা। আমার এমন একটি সত্য ঘটনা আছে কিশোর বয়সের। আপনার লেখা পড়ে আমি লিখতে উৎসাহ বোধ করছি। এখনই লিখব।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

সাদা মনের মানুষ বলেছেন: লিখে ফেলুন, আর্কাইভে মজা থাকুক, নাতি পুতিরা পড়ে হাসবে :D

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

মোমেরমানুষ৭১ বলেছেন: টিকেট ছাড়া ট্রেনে চড়বেন? হা হা মজাই আলাদা। পল্টনে যখন জব করতাম, তখন এয়ারপোর্ট থেকে কমলাপুর নিয়মিত বিনা টিকেটে যেতাম।
শোনেন বুদ্ধি শিখাইয়া দেই.....

১। কমলাপুর ষ্টেশনের মেইন গেইট দিয়ে বের হবেন না, বিকল্প কয়েকটা গেইট আছে। মানে প্লাটফর্মের বাহিরে। একটু হাটলেই পেয়ে যাবেন, না পাইলে টোকাইগোরে জিগাবেন।

২। এই কায়দাটা আমি বেশি করি....টিকিট কাটি একটা, কিন্তু এই টিকেট কখনও গেইটের চেকারের হাতে দেই না। আর বের হবেন কিভাবে? আশেপাশে ওয়েট করবেন। দেখবেন এক সাথে যখন অনেক মানুষ বের হয় তাদের সাথে মিশে বের হবেন, টিকেটটা মানে বাশি টিকেটটা জাস্ট শো করবেন, চেষ্টা করবেন, না দিতে কারন এই টিকেট দিয়ে আগামীকাল আবার বের হতে হবে। আমি এক টিকেট দিয়ে একমাস কভার করেছি, একমাস একদিন পর খুব কড়া করে টিকেট চেক করছিল, বাশি টিকেট টা হাতে ধরাইয়া দ্রুত বের হয়ে গেলাম। টিকেট পড়ার এত সময় তাদের হাতে নেই, প্রচুর মানুষ বের হওয়ার জন্য ওয়েট করতে থাকে।

৩। সাধারনত চেকআপটা হয়, নতুন কোন ট্রেন আসলে। ট্রেনের সব যাত্রী নেমে গেলে চেকআপ বন্ধ হয়ে যায়। সো আপনি ওয়েট করতে থাকুন ট্রেনের সব যাত্রী নেমে গেলে, মানে সব যাত্রী বের হয়ে গেছে চেক আপও বন্ধ হয়ে গেছে তখন আপনি বিড়ি টানতে টানতে আয়েশে বের হন।

এগুলো ফ্লো করলে ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরও ট্রেনের টিকেট কেটে উঠাই উচিত।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আমার পোষ্টের চেয়ে আপনার কমেন্ট বড়, এবং মজার। আপনি আমাকে মুরিদ করবেন নি ? ;)

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

তিক্তভাষী বলেছেন: আপনি সাদা মনের মানুষ বলে বেআইনী কাজ করা সত্বেও কোন তিক্ত কথা বলতে পারলাম না! /:)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

সাদা মনের মানুষ বলেছেন: এখান থেকে একটু রস খেয়ে নিন আশা করি অনেক তিক্ততা ঝড়বে আপনার মুখ থেকে :-B

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

খেয়া ঘাট বলেছেন: মজার অভিগ্গতা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এখন গল্পটা েশ মজাই লাগে, কিন্তু তখন কি মজার ছিলো ?

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

ভিটামিন সি বলেছেন: জীবনের প্রথম ট্রেন ভ্রমন করেছিলাম বিনা টিকিটি। যদিও ছোট ছিলাম। আমি তো বাসের দেশের মানুষ। ছোট বেলায় নানার বাড়ি বেড়াতে গেলে খুব ভোরে মাঝে মাঝে ট্রেনের হুইসেল শোনা যেন খুব ক্ষীন স্বরে। একবার আমার শ্রদ্ধেয় খালুজান আমাকে আর আমার বড় আপাকে (আমি স্কুলে পড়ি না, বড় আপা ফাইভে পড়ে) ট্রেন দেখাতে নিয়ে গিয়েছিলো। সেইবার বিনা টিকিটে ট্রেন ভ্রমন করেছিলাম। আর বলব না পোষ্ট দেব সময় পেলে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আর বলার দরকার নাই, বুঝতে পেরেছি, আমার মতো আপনিও ধরা খাইছিলেন :D

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

আদম_ বলেছেন: চুর

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: he he he

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

কালীদাস বলেছেন: তুইতোকারি করল যে? তখন বেশি ছোট ছিলেন নাকি বয়সে??

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, তখন আমি ১৪/১৫ বছর বয়সের এক ছোট্ট ছেলেই ছিলাম, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.