নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ চট্টগ্রামের শীতাকুন্ড উপজেলার অন্তর্গত একটা স্টেশন।
(২) মির সরাই স্টেশনকে পিছনে আবারো আমরা ছুটে চললাম চট্টগ্রামের দিকে।
(৩/৪) এগুলো কি কোন ফল না ফুলের কলি জানিনা। দেখতে খুবই চমৎকার লাগছিলো ক্লিক মাইরা নিয়া আইলাম
(৫) পাহাড়ের কোল ঘেষে নারকেল সুপোরীর বনের ভেতর চমৎকার একটা বাড়ি, আমার ইচ্ছে আছে জীবনের শেষ সময়গুলো এমন কোন চমৎকার জায়গায় কাটানোর।
(৬) সব কিছুর জোড়া দেখা নাকি ভালো লক্ষণ, জোড়া ঘুঘু দেখে তাই খুশিই হলাম।
(৭) দুই পাশে সবজি বাগান, মাঝখান দিয়া একেবেকে চলে গেছে একটা মেটো পথ, সামনে চমৎকার একটা গ্রামীন বাড়ি, ঠিক আমি যেমনটি চাই।
(৮) চমৎকার এই পাখিটির নাম কসাই পাখি, চেহারার সাথে নামের মিলটা খুব একটা পেলাম না।
(৯/১০) একটা ক্ষুদে সবজি বাজার, আশাপাশের কৃষকরা এখানে সবজি এনে বিক্রি করে।
(১১) খেজুরের রস চুরি করে খাচ্ছিলো তো, তাই ক্যামেরা তাক করতেই ফুরুৎ
(১২) দু'টো কাঠ শালিক, আমের মুকুলে খেলছে আপন মনে।
(১৩) যদি বউ সাজো গো.......আরো সুন্দর
(১৪) কিছুদিন পর এই ডালগুলোতে আগুন লাগবে, মানে শিমুল ফুল গুলো ফুটবে, এখন তো শুধুই কলি।
(১৫) মেটো পথ, কৃষক, গ্রাম, আমার স্বপ্ন।
(১৬) যান্ত্রিক অজগর, কিছুক্ষণ পর পর এগুলো না দেখলে যেনো আমাদের পথ ফুরোতেই চায় না।
(১৭/১৮) মটর লতার সনে, তুমি যাবে ভাই ?
(১৯/২০) চলে এলাম পরবর্তি স্টেশনে, মানে চট্টগ্রামের আরো কাছে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( মির সরাই, স্টেশন নং- ৪৯)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( বারৈয়া ঢালা, স্টেশন নং- ৫১)
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ইচ্ছে থাকলে উপায় হয়।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
সামুর ভক্ত বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভক্ত, ভালো থাকুন, সব সময়।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
লোপা এসহক বলেছেন:
আপনার ম্যারাথন হাটা আর ছবিগুলো দেখে মুগ্ধ হলাম!
ব্লগে এসে কতকিছুই না দেখলাম!
থ্যাংক্স এগেইন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ওয়েল কাম আপু
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৫
তুহিন সরকার বলেছেন: এই পথ যদি শেষ না হয়, তবে কেমন হয়....................
ধন্যবাদ সাদা মনের মানুষ, শুভকামনা রইল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: মন্দ হতো না, কেমন আছেন, তুহিন ভাই ?
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০
লিঙ্কনহুসাইন বলেছেন: আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর !! সাথে আছি চালাইয়া যান , তবে সাথে যেতে পারলে আরো ভালো লাগতো ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: সাথে না যেতে পারলেও সমস্যা নাই, মনের সমর্থটাও কিন্তু কম নয়।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক সুন্দর।
সাথেই আছি ভ্রমণের।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ উৎসাহ পেলাম।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আদম_ বলেছেন: পথের দিনই দিন রে মনা
পথের রাতই রাত।
পথে নেমেই খুজে পাবি আপন সহজাত।
পথের প্রেমই প্রেম রে মনা
পথের মনই মন।
পথের মাঝেই খুজে পাবি হাজার প্রিয়জন।
---জেমস
কিছু কিছু পাগলামি আনন্দের ; আর আমিও লোক তেমন সুবিধার না। আপনার পাগলামিতে অকুন্ঠ সমর্থন রইল।
ছবি গুলো অসাধারণ হয়েছে। প্রতিটি ছবিই মানবিক আবেদনে ভরপুর।
ধন্যবাদ।
ভালো থাকা হয় যেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো এতো চমৎকার মন্তব্য আমার এই পাগলামী নিয়ে কেউ এখন অবদি করেনি, আন্তরিক শ্রদ্ধা জানবেন।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
ভিটামিন সি বলেছেন: কসাই পাখিকে আমাদের এলাকায় বলে "ল্যাডারা পাখি"। স্বাস্থ্যবান দুইটা ঘুঘু পাখি দেখলাম। মটর গাছ আমি বাস্তবে দেখি নাই!!!!! আজকেই প্রথম দেখলাম তাও আবার ভার্চুয়াল!!!!!!! ক্যামেরা তাহলে চোর ধরার কাজেও লাগে!!!! ইসরে, আগে বিয়ে কইরা ভুল করছি, ব্লগে কি সুন্দর বউ দেহন যায়!!! সুন্দর সুন্দর শ্বশুরবাড়ী, তাও আবার পাহাড়ের কোল ঘেঁষে।
সবজির ব্যবসা করলে মনে হয় প্রতিবেলা তরতাজা সবজি দিয়া খাবার খাওয়া যায়। বড় হইলে আমি সবজির ব্যবসা করুম।
একটা কথা, আগে কারও সাথে শেয়ার করি নাই। আমি যখন খুব ছোট ছিলাম - তখন কোন গ্রাম কত উন্নত তা বোঝতাম শিমুল গাছ দেখে। যে গ্রামে যতবেশি শিমুল গাছ সেই গ্রাম তত বেশি উন্নত। এটা ছিল আমার থিওরি। এখন আর শিমুল গাছ দেখি না।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমার সবগুলো ছবি নিয়ে চমৎকার মন্তব্য করলেন, সত্যিই আমি অভিভুত, ধন্যবাদ ভালো থাকুন সব সময়।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
বোকামানুষ বলেছেন: গতকাল ৫০তম পর্যন্ত পড়েছিলাম আজ তাই আবার এখান থেকেই শুরু করলাম আপনার হাটার স্টাইলের মতো
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তাই তো দেখছি
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। এইভাবে যদি একদিন হেঁটে যেতে পারতাম।