নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....১৭

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) ধান মাড়াই, নরসিংদীর চিনিশপুর থেকে তোলা ছবি।





(৩) দেখে মনে হয় কোন বনের উপর থেকে তোলা ছবি, এগুলো আসলে শ্যাওলা, গ্রামের ভেজা মাটিতে এগুলো হয়, অনেকটা ফোমের মতো মোলায়েম এগুলো। বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।





(৪) পানিতে ফোটা ছোট্ট এই চমৎকার ফুলটার নাম এখন মনে পড়ছে না। নরসিংদী জেলার বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।





(৫) বিপর্যস্ত মানবতা। এই ছবিটা টঙ্গী রেল স্টাশন থেকে তুলেছি।





(৬) প্রেম। ঢাকার লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।





(৭) চারণ ভুমি। সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি।





(৮) রিয়েল এঞ্জেল। বাগমারা বাজার, কুমিল্লা সদর দক্ষিণ থেকে তোলা ছবি।





(৯) চড়ুই কিংবা বাবুই। নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।





(১০) সার্কাস প্যান্ডেল। সোনার গাঁ থেকে তোলা ছবি।





(১১) ফড়িং। মাধবপুর লেক, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে তোলা ছবি।





(১২) সবুজ রেল লাইন। লাউয়াছড়া বনের ভেতর থেকে তোলা ছবি।





(১৩) খেয়া। বৈঠাখালী গুদারাঘাট সুনামগঞ্জ থেকে তোলা ছবি।





(১৪) বলতে পারেন এগুলো কি ফল ? ভাবছেন কদবেল ? হলো না। বলছি একটু পরে।





(১৫) ফলগুলোর ছবি তোলার জন্য আমার ক্যামেরাম্যান বন্ধুরা ঝাপিয়ে পড়েছে দেখছেন ?





(১৬) এই ফুলটাও চিনতে পারছেন না, তাই তো ? তাহলে বলেই দেই এই ফুল থেকেই ঐ ফলগুলো হয়। নাম হলো নাগলিঙ্গম ফল/ফুল:) সবগুলো ছবিই আমাদের মীরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ।





(১৭) থাই এয়ারের বিমানের ছবিটা সাভারের বিরুলিয়া গ্রামে দাড়িয়ে ঢাকার এয়ারপোর্টে নামার সময় তোলা।





(১৮) কৃষক। সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।





(১৯) মাছ বাজার। মিরপুরের বেড়িবাধ এলাকা থেকে তোলা ছবি।





বনে বাঁদাড়ে.....১২

বনে বাঁদাড়ে.....১৩

বনে বাঁদাড়ে.....১৪

বনে বাঁদাড়ে.....১৫

বনে বাঁদাড়ে.....১৬

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: দুরন্ত শৈশব নামে সর্বশেষ এই ছবিটা কেনো এলোনা বুঝলাম না

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: অপরূপ রূপে মনোহর ছবি ও কথা
ভরে যায় মন
দেখে দুনয়ন
বাংলার অনন্য রূপকথা ।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাব্য মন্তব্যে আমি চমৎকৃত, শ্রদ্ধা জানবেন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

খেয়া ঘাট বলেছেন: দারুন । অনেক সুন্দর ভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে প্লাস :D

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কী সুন্দর সব ছবি! সবুজ শান্তি!

আপনার পরিভ্রমণ আনন্দময় হোক!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাজুন, সব সময়।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

শূন্য পথিক বলেছেন: চমৎকার

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধা জানবেন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

সায়েম মুন বলেছেন: নাইস পোস্ট।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্ মুন

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর সব ছবি।

আপনার ঢাকা টু চিটাগাং এর ছবি ও লেখা আমি অনেকগুলো পড়েছি।
এবং যারপরনাই মুগ্ধ।বই হিসাবে বের করতে পারবেন বলে মনে করি।

ছোটবেলা লালমনিরহাট থেকে বগুড়া যেতাম নানা বাড়িতে।
প্রতিটা ষ্টেশনে ট্রেন অনেকক্ষনের জন্য থামতো।
মনে ভাবতাম কেমন ওখানকার মানুষগুলোর জীবন?রেললাইন আর রেলষ্টেশন আমার জীবনের অনেক স্মৃতিতে জড়ানো।

এত সুন্দর ভাবনা আর তার থেকে লেখা। সত্যি খুব প্রশংসাযোগ্য।

নাগলিঙ্গম ফুলের গাছ লালমনিরহাতে রেলওয়ে হাসপাতালের এক ডক্টরস কোয়ার্টারে ছিল। কি যে অসাধারন ফুল আর তীব্র গন্ধ।

শুভেচ্ছা রেখে গেলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু কেমন আছেন? প্রথম আলোতে তো আপনাকে অনেক দিন ধরে দেখিনা। ওখানে ব্লগিং কি ছেড়ে দিয়েছেন ?

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

ভিটামিন সি বলেছেন: সুপ্রিয় শিক্ষার্থীরা, ২ নং ছবি দেখে আমরা কি শিখতে পেরেছি?
আমরা শিখতে পেরেছি যে পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে সোনার মানুষ, সোনার ফসল ঘরে তুলছে। এটাই আমার সোনার বাংলা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বক্তব্যে প্রচুর ভাইটামিন আছে :D

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

আদম_ বলেছেন: আহ কি শান্তি।

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: শান্তি শান্তি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.