নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

"আলোর ফ্রেমে বাংলাদেশ"...ট্রাভেল ফটোগ্রাফি এক্সিবিশান

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭



"আলোর ফ্রেমে বাংলাদেশ" , ভ্রমণ বাংলাদেশ - ২ ।।

ভ্রমণ করতে আমরা সবাই পছন্দ করি । যুগে যুগে নতুন নতুন ভ্রমণ প্রিয় মানুষ তৈরি হচ্ছে । আর ঘুরতে গেলে তো ছবি তোলা হয়। “ভ্রমণ বাংলাদেশ” এডভেঞ্চার ক্লাব বাউন্ডুলেপনায় একযুগ পার করে বর্তমানে চৌদ্দ বছরে পর্দাপন করেছে।



২০১২ সালের ১৪ই জানুয়ারী’তে বান্দরবানের থানছি’তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যায় দুই বন্ধু মুগ্ধ এবং সুজন । তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রদর্শনী উৎসর্গ করার মধ্যে দিয়ে ১২ থেকে ১৪ই ফেব্রƒয়ারী “ট্রাভেল ফটোগ্রাফি এক্সিবিশান”- ভ্রমণ বাংলাদেশ-১ এর দিয়ে ”ভ্রমণ বাংলাদেশ” গ্র“প ফটোগ্রাফী একজিবিশন এর যাত্রা শুরু করে ।



এরই ধারাবাহিকতায় ” বিশ্ব পর্যটন দিবস ” পালনের অংশ হিসেবে “ভ্রমণ বাংলাদেশ” এর পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে “ট্রাভেল ফটোগ্রাফি এক্সিবিশান-” - "আলোর ফ্রেমে বাংলাদেশ" , ভ্রমণ বাংলাদেশ - ২ ।।



গত ১৮ই ফেব্রুযারী’ক্যান্সার আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাওয়া অড্যভেঞ্চার ও ফটোগ্রাফীর গুরু কাজী হামিদুল হক এর স্মৃতির উদ্দেশ্যে এবারের প্রদর্শনী উ‍সতর্গ করা হচ্ছে।



”ভ্রমণ বাংলাদেশ”-১ এর সব ছবিই গত ১৪ বছরে “ভ্রমণ বাংলাদেশ” এর বিভিন্ন রোমাঞ্চকর ভ্রমণের স্মৃতিচারন । ট্রাভেল ফটোগ্রাফির জগতটা অনেক বড় । তাই নির্দিষ্ট গন্ডিতে তাকে পেতে না রেখে ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়েছি আমরা সবখানে। বার্ড ফটোগ্রাফি থেকে পোট্রেট, ল্যান্ড স্কেপ থেকে লং এক্সপোজারের ট্রিকি ছবি। তবে সবগুলোই “ভ্রমণ বাংলাদেশ” এডভেঞ্চার ক্লাব এর বিভিন্ন ট্যুরের সময়ে তোলা।

"আলোর ফ্রেমে বাংলাদেশ" , ভ্রমণ বাংলাদেশ - ২ ।। (অড্যভেঞ্চার ত্ত ফটোগ্রাফীর গুরু কাজী হামিদুল হক স্মরণে- ভ্রমণ বিষযক আলোকচিত্র প্রদর্শনী ) হবে ২৬, ২৭ এবং ২৮ই সেপ্টেম্বর শাহবাগের ছবির হাটে (চারুকলার উল্টোদিকে), প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ছবির হাটে।

২৬ই সেপ্টেম্বর বিকেলে এই আলোকচিত্র প্রর্দশনীর উদ্ধোধন করা হবে । উদ্ভোনের পর প্রর্দশনী চলবে রাত পর্যন্ত । ক্যামেরার চোখে বাংলাদেশ দেখানোর সরল প্রয়াস রইবে “ভ্রমণ বাংলাদেশ” এর তরফ থেকে।



বিঃ দ্রঃ এখানে আমারো কিছু ছবি স্থান পাবে ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: প্রদর্শনীর সাফল্য কামনা করছি। অনেক শুভকামনা রইলো।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

কুহক' বলেছেন: প্রদর্শনীতে আসবার জোর প্রচেষ্টা থাকবে।
সফল হোক এই আয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.