![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ এই স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনের দুরত্ব মাত্র তিন কিলোমিটার।
(২/৩) পাহাড়তলী পার হয়ে আমরা হেটে চললাম মাত্র তিন কিলোমিটার দুরের চট্টগ্রাম স্টেশনের উদ্দেশ্যে।
(৪) পাহাতলী স্টেশন সংলগ্ন ভেলুয়ার দীঘি ।
(৫) একটা শুধু ইঞ্জিন।
(৬/৭) এগিয়ে চলছি ,,,,,,,,,,,,,,,,,,
(৮) টিলার উপর লাইট হাউজের মতো এটা কি আমার জানা নাই।
(৯) সঙ্গীর ইচ্ছা, নিজে বানিয়ে ঝাল মুড়ি খাবে
(১০) ঝাল মুড়ি খেয়ে আবারো এগিয়ে চললাম.......
(১১) চট্টগ্রাম জংশন কেবিন।
(১২) টাইগার পাস ব্রীজের নিচে।
(১৩) রেল লাইনের পাশে সাড় বেধে গড়ে উঠা বস্তি।
(১৪/১৫) এক সময় চলে এলাম আমর সেই কাংখিত গন্তব্য ৫৯ নং স্টেশন চট্টগ্রামে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( কৈবল্যধাম, স্টেশন নং- ৫৭)
পরবর্তিতে শুরু হবে আমার ঢাকা টু সিলেট পর্ব
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: প্রথমেই আপনার মতো প্রবীন ও জনপ্রিয় একজন ব্লগারের অভিনন্দন পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি।
২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
খেয়া ঘাট বলেছেন: আমি যদি স্টেশানে থাকতাম আমার হৃদয়ের ফুলের অন্জলি দিয়ে আপনাকে বরণ করে নিতাম।
মোট ৫৯টি স্টেশানের জন্য আপনাকে , আপনার চলার পথের সহযাত্রীদের ৫৯টি লাল গোলাপের শুভেচ্ছা।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
সাদা মনের মানুষ বলেছেন: দিতে হবে না ভাই, আপনার ইচ্ছে ছিল দেওয়ার আমি পেয়ে গেছি, শ্রদ্ধা জানবেন।
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
আদম_ বলেছেন: শেষ হইয়াও হইবেনা শেষ.............
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
সাদা মনের মানুষ বলেছেন: হইবেনা হইবেনা, আবার তো সিলেট শুরু, ধন্যবাদ আদম ভাই।
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
আকাশদেখি বলেছেন: অবেশেষে আমি পরিলাম.....।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই পারিলাম, অবশ্য পারার ব্যাপারে আমার মনে কখনো সংশয় ছিলো না, ধন্যবাদ আকাশ।
৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
এই আমি রবীন বলেছেন: "পরবর্তিতে শুরু হবে আমার ঢাকা টু সিলেট পর্ব" - সাব্বাস!!
বলবীর,
চির উন্নত মম শির!
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
সাদা মনের মানুষ বলেছেন: দোয়া করবেন ভাই, আমার পাগলামীটা যেন কন্টিনিউ করতে পারি
৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
জাহিদ গাছবাড়ী বলেছেন: এতো সুন্দর বাংলাদেশ দেখিনিতো আগে,
যত দেখি ততো আরো দেখার ইচ্ছা জাগে।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাব্য আমি মুগ্ধ, ভালো থাকুন, সব সময়।
৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
মনসুর-উল-হাকিম বলেছেন: @জাহিদ গাছবাড়ী বলেছেন, "এতো সুন্দর বাংলাদেশ দেখিনিতো আগে, যত দেখি ততো আরো দেখার ইচ্ছা জাগে।"
আর, আমাদেরকে এভাবে দেখানোর জন্য @সাদা মনের মানুষ-কে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ভাইজান আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা
৮| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বাব্বাহ!!!
শৈষ হয়েই গেল!!!!
ওয়াও! গ্রেট। কংগ্রাচুলেশন।
এখন একটা এনাটমি লিখে ফেলেন ষ্টেশন নিয়ে। ওয়েবেও রাখতে পারেন- ভবিষ্যতের তথ্যসূত্র হিসেবে।
অগ্রিম অভিনন্দন সিলেট ট্যুরে
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, আপনার শুভ কামনা সাথে নিয়ে আমি সামনে এগিয়ে চললাম।
৯| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনাদের সাথে ভার্চুয়ালী আমিও যেন কিছুটা ভ্রমন করে আসছিলাম বিগত দিনগুলিতে। চমৎকার লাগলো পুরো সিরিয়াল টি।
............
সিলেট পর্ব কবে শুরু হবে ?
আগে থেকেই ইচ্ছে আছে আপনাদের কাছে অন্তত কয়েকদিন যোগ দিব।
....
সম্ভব হলে ব্লগে পোষ্ট দিয়েন, তাতে হয়ত আরো কয়েকজন সহযাত্রী পাওয়া যাবে।
....
সার্বিক শুভকামনায়।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলম ভাই, সিলেটের পথে একদিন অলরেডি হেটে ফেলেছি, রাজৈতিক অস্থিরতার জন্য আপাতত আমার ভ্রমণ বন্ধ আছে।
১০| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার একটি সিরিজ শেষ হয়ে গেলো।
অনেক অনেক ভাল লাগা জানবেন।
++++++++
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও আমার সালাম রইলো।
১১| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
মামুন রশিদ বলেছেন: শুরু থেকে না থাকতে পারলেও শেষের দিকে এই যাত্রায় আমিও ছিলাম
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনার শেষের মন্তব্যগুলো আমার জন্য ছিলো ব্যাপক উৎসাহ জনক, ধন্যবাদ।
১২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০
বেকার সব ০০৭ বলেছেন: সবগুলো পর্বের ছবি গুলো খুব দারুন হয়েছে
দোয়া করি আপনাদের জন্য ঢাকা টু সিলেট পর্ব" যাতে সফল হয়।
ডায়াবেটিস আপনাদের আসে পাশে আসবেনা এটা সত্য
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ডায়াবেটিস আপনাদের আসে পাশে আসবেনা এটা সত্য জেনে ভালো লাগলো
১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩
সাদমান সাদিক বলেছেন: ভালো লাগা রইল অ্যান্ড নাইস ফটোগ্রাফি
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্ সাদমান
১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮
ধূর্ত উঁই বলেছেন: চমৎকার ফটোগ্রাফি
১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে প্লাস
১৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ !!!!!!!!!!!! একটা ছবি নিয়ে নিলাম ।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আমার যে কোন ছবি আপনি নিতে পারেন ?
১৬| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
সামুর ভক্ত বলেছেন: ভাই আমার সাধ্য থাকলে আমি আপনারে রেলমন্ত্রী বানায়া দিতাম।ভালো থাকবেন সবসময়।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: এখন ভাই আমি খুব ভালো আছি, আমাকে দুর্নীতিবাজ বানাতে আপনার এতো আগ্রহ কেনো ভাই
১৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
সামুর ভক্ত বলেছেন: দেশ দেখার সাথে সাথে দেশের সেবা ও করলেন
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
সাদা মনের মানুষ বলেছেন: সেবা করতে ভাল্লাগে না, দেশ দেকতে ভাল্লাগে
১৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭
ভিটামিন সি বলেছেন: তাইলে শেষ!!!!
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শেষ।
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪
বোকামানুষ বলেছেন: একটা গ্রেট জার্নি শেষ হইলো আমার সিরিজটা পড়াও শেষ
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মতো একনিষ্ঠ পাঠক থাকলে ভ্রমনে ও পোষ্টে কোন ক্লান্তি থাকে না।
২০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৬
বোকামানুষ বলেছেন: ভাইয়া আমি আপনার ছোট একটা বোন
সবাই আমার নামের জন্য ভুল করে আসলে
০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমার ভুলটা ভেঙে দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৩
শরৎ চৌধুরী বলেছেন: অভিনন্দন! এমন একটা সিরিজ এত সফলভাবে শেষ করার জন্য।