নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং, ( পাহাড়তলী/চট্টগ্রাম, স্টেশন নং- ৫৮/৫৯) শেষ।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।



আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।



স্টেশনের অবস্থানঃ এই স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনের দুরত্ব মাত্র তিন কিলোমিটার।



(২/৩) পাহাড়তলী পার হয়ে আমরা হেটে চললাম মাত্র তিন কিলোমিটার দুরের চট্টগ্রাম স্টেশনের উদ্দেশ্যে।







(৪) পাহাতলী স্টেশন সংলগ্ন ভেলুয়ার দীঘি ।





(৫) একটা শুধু ইঞ্জিন।





(৬/৭) এগিয়ে চলছি ,,,,,,,,,,,,,,,,,,







(৮) টিলার উপর লাইট হাউজের মতো এটা কি আমার জানা নাই।





(৯) সঙ্গীর ইচ্ছা, নিজে বানিয়ে ঝাল মুড়ি খাবে :)





(১০) ঝাল মুড়ি খেয়ে আবারো এগিয়ে চললাম.......





(১১) চট্টগ্রাম জংশন কেবিন।





(১২) টাইগার পাস ব্রীজের নিচে।





(১৩) রেল লাইনের পাশে সাড় বেধে গড়ে উঠা বস্তি।





(১৪/১৫) এক সময় চলে এলাম আমর সেই কাংখিত গন্তব্য ৫৯ নং স্টেশন চট্টগ্রামে।









আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( কৈবল্যধাম, স্টেশন নং- ৫৭)



পরবর্তিতে শুরু হবে আমার ঢাকা টু সিলেট পর্ব

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অভিনন্দন! এমন একটা সিরিজ এত সফলভাবে শেষ করার জন্য।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

সাদা মনের মানুষ বলেছেন: প্রথমেই আপনার মতো প্রবীন ও জনপ্রিয় একজন ব্লগারের অভিনন্দন পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: আমি যদি স্টেশানে থাকতাম আমার হৃদয়ের ফুলের অন্জলি দিয়ে আপনাকে বরণ করে নিতাম।
মোট ৫৯টি স্টেশানের জন্য আপনাকে , আপনার চলার পথের সহযাত্রীদের ৫৯টি লাল গোলাপের শুভেচ্ছা।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

সাদা মনের মানুষ বলেছেন: দিতে হবে না ভাই, আপনার ইচ্ছে ছিল দেওয়ার আমি পেয়ে গেছি, শ্রদ্ধা জানবেন।

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

আদম_ বলেছেন: শেষ হইয়াও হইবেনা শেষ.............

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হইবেনা হইবেনা, আবার তো সিলেট শুরু, ধন্যবাদ আদম ভাই।

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

আকাশদেখি বলেছেন: অবেশেষে আমি পরিলাম.....।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই পারিলাম, অবশ্য পারার ব্যাপারে আমার মনে কখনো সংশয় ছিলো না, ধন্যবাদ আকাশ।

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

এই আমি রবীন বলেছেন: "পরবর্তিতে শুরু হবে আমার ঢাকা টু সিলেট পর্ব" - সাব্বাস!!
বলবীর,
চির উন্নত মম শির!

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

সাদা মনের মানুষ বলেছেন: দোয়া করবেন ভাই, আমার পাগলামীটা যেন কন্টিনিউ করতে পারি :D

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

জাহিদ গাছবাড়ী বলেছেন: এতো সুন্দর বাংলাদেশ দেখিনিতো আগে,
যত দেখি ততো আরো দেখার ইচ্ছা জাগে।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কাব্য আমি মুগ্ধ, ভালো থাকুন, সব সময়।

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

মনসুর-উল-হাকিম বলেছেন: @জাহিদ গাছবাড়ী বলেছেন, "এতো সুন্দর বাংলাদেশ দেখিনিতো আগে, যত দেখি ততো আরো দেখার ইচ্ছা জাগে।"

আর, আমাদেরকে এভাবে দেখানোর জন্য @সাদা মনের মানুষ-কে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ভাইজান আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বাব্বাহ!!!

শৈষ হয়েই গেল!!!!

ওয়াও! গ্রেট। কংগ্রাচুলেশন।

এখন একটা এনাটমি লিখে ফেলেন;) ষ্টেশন নিয়ে। ওয়েবেও রাখতে পারেন- ভবিষ্যতের তথ্যসূত্র হিসেবে।

অগ্রিম অভিনন্দন সিলেট ট্যুরে:)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, আপনার শুভ কামনা সাথে নিয়ে আমি সামনে এগিয়ে চললাম।

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনাদের সাথে ভার্চুয়ালী আমিও যেন কিছুটা ভ্রমন করে আসছিলাম বিগত দিনগুলিতে। চমৎকার লাগলো পুরো সিরিয়াল টি।

............
সিলেট পর্ব কবে শুরু হবে ?
আগে থেকেই ইচ্ছে আছে আপনাদের কাছে অন্তত কয়েকদিন যোগ দিব।

....
সম্ভব হলে ব্লগে পোষ্ট দিয়েন, তাতে হয়ত আরো কয়েকজন সহযাত্রী পাওয়া যাবে।

....

সার্বিক শুভকামনায়।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলম ভাই, সিলেটের পথে একদিন অলরেডি হেটে ফেলেছি, রাজৈতিক অস্থিরতার জন্য আপাতত আমার ভ্রমণ বন্ধ আছে।

১০| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার একটি সিরিজ শেষ হয়ে গেলো।

অনেক অনেক ভাল লাগা জানবেন।
++++++++

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও আমার সালাম রইলো।

১১| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

মামুন রশিদ বলেছেন: শুরু থেকে না থাকতে পারলেও শেষের দিকে এই যাত্রায় আমিও ছিলাম :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনার শেষের মন্তব্যগুলো আমার জন্য ছিলো ব্যাপক উৎসাহ জনক, ধন্যবাদ।

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

বেকার সব ০০৭ বলেছেন: সবগুলো পর্বের ছবি গুলো খুব দারুন হয়েছে
দোয়া করি আপনাদের জন্য ঢাকা টু সিলেট পর্ব" যাতে সফল হয়।
ডায়াবেটিস আপনাদের আসে পাশে আসবেনা এটা সত্য

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ডায়াবেটিস আপনাদের আসে পাশে আসবেনা এটা সত্য জেনে ভালো লাগলো :D

১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩

সাদমান সাদিক বলেছেন: ভালো লাগা রইল অ্যান্ড নাইস ফটোগ্রাফি :)

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্ সাদমান

১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

ধূর্ত উঁই বলেছেন: চমৎকার ফটোগ্রাফি :)

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে প্লাস :D

১৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ !!!!!!!!!!!! একটা ছবি নিয়ে নিলাম ।

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আমার যে কোন ছবি আপনি নিতে পারেন ?

১৬| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

সামুর ভক্ত বলেছেন: ভাই আমার সাধ্য থাকলে আমি আপনারে রেলমন্ত্রী বানায়া দিতাম।ভালো থাকবেন সবসময়।

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এখন ভাই আমি খুব ভালো আছি, আমাকে দুর্নীতিবাজ বানাতে আপনার এতো আগ্রহ কেনো ভাই ;)

১৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

সামুর ভক্ত বলেছেন: দেশ দেখার সাথে সাথে দেশের সেবা ও করলেন :)

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সাদা মনের মানুষ বলেছেন: সেবা করতে ভাল্লাগে না, দেশ দেকতে ভাল্লাগে :-B

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

ভিটামিন সি বলেছেন: তাইলে শেষ!!!!

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শেষ।

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪

বোকামানুষ বলেছেন: একটা গ্রেট জার্নি শেষ হইলো আমার সিরিজটা পড়াও শেষ :D

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মতো একনিষ্ঠ পাঠক থাকলে ভ্রমনে ও পোষ্টে কোন ক্লান্তি থাকে না।

২০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৬

বোকামানুষ বলেছেন: ভাইয়া আমি আপনার ছোট একটা বোন :)

সবাই আমার নামের জন্য ভুল করে আসলে B-)

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমার ভুলটা ভেঙে দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.