নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাত দিন আট রাত পাহাড় ট্র্যাক করে আজ একটু আড্ডাইতে চাই।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪



ঘুরে এলাম বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং





ঘুরে এলাম চমৎকার ও বিপদ জনক ঝর্ণা সাতভাই খুম, যেখানে গিয়ে আমার ক্যামেরা সহ আমার এক সঙ্গী পিচ্ছিল পাথরের উপর থেকে পড়ে গিয়েছিলো ফেনীল জলরাশিতে।





গাইড ছাড়া সাকা হাফং যাওয়ার পথে পথ ভুল করলাম, আর সেই ভুলেই আমরা আবিস্কার করলাম নতুন এক জলপ্রপাত।





ঘুরে এলাম আমিয়াখুম ঝর্ণা





ঘুরে এলাম কেওকাড়াডাং।





ঘুরে এলাম বাংলাদেশের সব চেয়ে উঁচু ঝর্ণা বাকলাই থেকে।





ঘুরে এলাম নাফাখুম ঝর্ণা থেকে।





ঘুরে এলাম এমন কিছু দূর্গম পাড়া যেখানের আদিবাসীরা সবাই এখনো কাপড় পড়ে না।





রাতে পাহাড় ট্র‌্যাক করতে গিয়ে পথ হারিয়ে জুম ঘরে শীতে কাপাকাপি করে রাত কাটানোর কথাও আজ বলবো না।



সাত দিন আট রাতের এই এ্যাডভেঞ্চার নিয়া পরে আমি পর্যায়ক্রমে লিখবো, আজকে শুধু একটু আড্ডাইতে চাই, কেউ অবসর থাকলে চলে আসুন আমার আজকের সান্ধ্যকালীন আড্ডায়:D

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

আদম_ বলেছেন: হুররে নিউ পোস্ট হ্যাজ কাম। এন্ড আই এম দি ফাস্ট ভিজিটর.....।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম কমেন্টকারী হিসাবে আপনাকেই সবার আগে লাড্ডু দিলাম ;) ;)

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

আদম_ বলেছেন: আপনার কি কাজ কাম নাই খালি ঘুরেন? শুধু ছবি নয়, ভ্রমণের বিস্তারিত চাই। লেখাতে একটু ফান থাকলে পড়াটা মজার লাগবে। সাথে কোন ঝামেলার বর্ণণা। এক্সক্লুসিভ ছবিতো পাইলামনা এখানে।

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আসলে আমি লিখক নই, শখের ছবি শিকারি আর বাদাইম্মাও বলতে পারেন, মানে খালি ঘুরতে মুন্চায়, তবে চেষ্টা করবো কিছুটা লিখতে, ধন্যবাদ আদম ভাই।

ভাই লাড্ডুতে লবন টবন ঠিক মতো হইছে তো ? :-B

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

হেডস্যার বলেছেন:
আপনের মত রাজ কপাল আমার যদি থাক্তো !! :(
খালি ঘুরেন ফিরেন...
আমরা চাকরি করি মানে কামলা দেই....

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমার সঙ্গে যারা গিয়েছিলো তাদের মাধ্যে বেশ কয়েকজন চাকুরীজিবী ছিলো, আসলে সময় করার প্রবল ইচ্ছে থাকলে করা যায়, ধন্যবাদ হেডস্যার :) :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

েবনিটগ বলেছেন: ভাই, আপনার পেশা কি? নেশা কি? এত ঘুরার টাকা ও সময় কিভাবে পান টা আজ জাতির বিবেকের কাছে প্রশ্ন?

২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার একজন অতি ক্ষুদে ব্যাবসায়ী, নেশা ঘুরা আর ছবি তোলা। সময় নেই তবু বের করে নেই জীবন থেকে সময়, ধন্যবাদ।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: মজার ভ্রমণ!! হিংসে হয় কিন্তু অনেক ভাল লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের হিংসেটাকে আমি মনে করি আমার জন্য শুভ কামনা, ধন্যবাদ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ড. জেকিল বলেছেন: বাংলাদেশে কত্ত সুন্দর যায়গা রে!!! আপনি খুব সৌভাগ্যবান। সব যায়গাই সুন্দর কিন্তু সাতভাই খুম ঝর্না খুব বেশি সুন্দর লাগছে। :D

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: বর্ষাকালে কোন একদিন ওখানে যাবো সে যত কষ্টের পথই হোক, ধন্যবাদ ডঃ

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বেকার সব ০০৭ বলেছেন: আপনার পোস্ট গুলো দেখলে ঘুরবার মন চাই , আমার খুব ইচ্ছা ছিল দেশের ৬৪ জেলা ঘুরা।
ভাই ভ্রমন করতে গিয়ে কোনো মেয়ের প্রেমে পরছেন নি? একদম হাচা কথা কইবেন

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমার বর্তমান স্ত্রী তারই ফসল ;) ;)

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মামুন রশিদ বলেছেন: আপনার এই ট্যুরের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলাম । যাক স্ন্যাপশট দিয়ে ভালো করেছেন, পরের পোস্টগুলো যেন বিস্তারিত হয় ।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই বিস্তারিত পাবেন রশিদ ভাই, ধন্যবাদ।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

মামুন রশিদ বলেছেন: ছবি না দেখলে বিশ্বাসই করতাম না বাংলাদেশে এমন উন্মুক্তবক্ষা আদিবাসি এখনো আছে!

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমি দুটো পাড়ায় এমন পেয়েছি, আরো কোথাও হয়তো অনেকই রয়েছে, ধন্যবাদ।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছবি সহ চমৎকার পোষ্ট, ভাল লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী, ভালো থাকুন, সব সময়।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯

ওবায়েদুল আকবর বলেছেন: আমি আপনাদের সঙ্গী হতে চাই এরপরেরবার। সে সুযোগ কি আমাকে দেয়া যাবে?

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: কেনো নয়, আপনি আমাদের ভ্রমণ বাংলাদেশের ইভেন্টগুলোর প্রতি নজর রাখুন আর সময় মতো নক করুন। কোন সমস্যা হবে না।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

মুনসী১৬১২ বলেছেন: ভাইয়া জানুয়ারিতে সর্বোচ্চ চুড়া সাকা হাফং যেতে চাই ... বিস্তারিত জায়ারেন.. কি কি প্রয়োজন. ..রুট.. পথে কি কি পড়বে... কি কি নেওয়া জরুরী.. খরচ.. পরামর্শ.....

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাদের ভ্রমণ বাংলাদেশের সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনা ভাইয়ের সাথে যোগাযোগ করেন । বাংলাদেশের যে কোন স্থানে যাতায়াতে আশা করি কোন সমস্যা থাকবে না, ধন্যবাদ। ০১৭১১২৭৭২৫০

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগলো। অনেকদিন পর ব্লগে সে আপনার আইডিটাকে "কালা মনের ধলা মানুষের" সাথে কনফিউজড করে ফেলেছিলাম ++

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৯

অশ্রু কাব্য বলেছেন: অনেক সুন্দর (য়)

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্য , আপনার সহযাত্রীদের জন্য, সবার জন্য রইলো অনেক শ্রদ্ধা।

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য ভালোবাসা।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মাই গড! ছবিগুলো যে বাংলাদেশের বিশ্বাসই হতে চায় না। সত্যিই দারুন সুন্দর আমাদের এই দেশ ছবিগুলো দেখে আরেকবার বুঝলাম। সেই সাথে আপনার প্রতি কিঞ্চিত ঈর্ষাও বোধ করলাম। আমারও খুব ঘোরার শখ কিন্তু ততটা বাস্তবে পূরণ করা হয়ে ওঠেনি। তা যাই হোক অনেক অনেক শুভকামনা আপনার জন্যে।পরেরবার শুধু ছবি না ভ্রমনবিবরণীও আশা করছি। পড়ে দুধের সাধ মেটানোর মতো জায়গাগুলোকে বর্ণনার চোখে দেখে নেওয়ার চেষ্টা করবো।ভালো থাকবেন।

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি সবই পাবেন, তবে আমার ছেলেদের পরিক্ষা বলে এখন অনলাইনে বসার সুযোগ কম, ওদের পরিক্ষা শেষ হলেই লিখতে বসবো।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

যুবায়ের বিন রিয়াজ বলেছেন: আমিও ঘুরতে চাই ওসব এলাকা। কিভাবে যাব, বলবেন আশা করি। প্রয়োজনে স্পন্সর ও হতে পারেন। :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: স্পন্সর কি খায় না মাথায় দেয় ভাই :-B :-B :-B

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার মত ঘুরতে পারলে খুব ভাল লাগত /:)

পোষ্টে++++
আড্ডার জায়গা কোথায়??? না জানিয়ে দাওয়াত দিলেন ।

২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সাদা মনের মানুষ বলেছেন: না জানিয়ে দাওয়াত দেওয়ার পরও তো কবুল করলেন :D

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

মুশাসি বলেছেন: বাংলাদেশ কত সুন্দর!

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশ আসলেই খুব সুন্দর

২০| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

এস এম কায়েস বলেছেন: আহা:!!! কি সুন্দর আমাদের বাংলাদেশ।

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই বলি।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

বৃতি বলেছেন: চমৎকার ছবিব্লগ , ভাল লেগেছে ।

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।

২২| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

ভিটামিন সি বলেছেন: তাইতো বলি, এতোদিন ধরে কোন নতুন পোষ্ট নাই কেন? ভাবীরে তাইলে রাস্তা থেকে উঠায়া আনছেন? মাইন্ড খায়েন না। চলার পথে পাইছেন, কোলে তুইল্যা লইয়া আইছেন। হা হা হা হা। মজা করলাম।
কোন ছবিটা ভাল্লাগছে কইতারি না, তবে অনেকদিন আপনার প্রোফাইলে ভিসিট করে নতুন কোন পাই নাই। এমন আদিবাসী এখনো আমাদের দেশে আছে যারা সবাই কাপড় পরে না? আশ্চর্য্য হলাম।

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

নয়া প্রধানমন্ত্রী বলেছেন: স্থান গুলোর অবস্থান কোথায়, কিভাবে যেতে হয় ইত্যাদি বিস্তারিত জানালে ভালো হতো । আমরাও সুযোগ বুঝে চান্স নিতে পারতাম ।

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

মোঃ ইসহাক খান বলেছেন: জবাব নেই। আমিও ছবিগুলোর সাথে ঘুরে এলাম!

অনেক ভালো থাকুন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

ভুং ভাং বলেছেন: বিস্তারিত কাহিনি জানার অপেক্ষায় রইলাম। আর ছবিগুলো খাসা হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.