![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সকলের শরীর দিয়ে ঘাম গড়িয়ে নামছে,জোঁকের কামড়ে রক্ত ঝড়ছে অনেকের পা থেকে। শরীর ভেঙ্গে যেতে চাইছে, কিন্তু মুখগুলোর দিকে তাকালে দেখবেন প্রত্যেকেরই মুখে অমলিন হাসি আর অবয়বে তৃপ্তির ছাপ স্পষ্ট। আর এই তৃপ্তির ও যথেষ্ট কারণ আছে আমাদের ১২ জনের টিমের কেউই আগে বাংলাদেশের ছাদে উঠিনি।
মানে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং বা ত্লাংময়ের কথা। ওখানে পৌছে আমাদের আনন্দের যেন আর সীমা রইলো না।
আমি ভালো লেখক নই, মূলত ছবি দিয়েই পোষ্ট শেষ করতে আমি ভালোবাসি। কিন্তু এতো কঠিন পথ পাড়ি দেওয়ার সময় ছবি তোলার সুযোগ থাকে খুবই কম। যাদের পাহাড় ট্র্যাক করার অভিজ্ঞতা আছে তারা ভালোই জানেন, একপাশটা আকাশ ছোয়া পাহাড়ের দেয়াল আর অন্য পাশটা হাজার ফুট নেমে যাওয়া মৃত্যুখাদ, সেই সাথে পাহাড় পেঁচিয়ে পেঁচিয়ে উঠা ঝুরঝুরে কিংবা পিচ্ছিল মাটিতে যেখানে পা রেখে চলাই দায় সেখানে ক্যামেরা হাতে নেওয়ার সুযোগ কোথায় ? তবু যেটুকু ছবি তুলেছি তা দিয়েই আজকের পোষ্ট সাজানোর চেষ্টা করবো।
(২) আগে কাইক্ষাং ঝিরি থেকে রুমা বাজার পর্যন্ত সাঙ্গু নদীর উজানে ট্রলারে যাইতে হতো, কিছুদিন আগে নতুন ব্রীজ উদ্বোধন হওয়াতে রুমা বাজারে হইতে তিন কিলোমিটার দুর পর্যন্ত চান্দের গাড়িতেই যাওয়া যায়। ছবিতে দেখা যাচ্ছে পাহাড়িরা জুমের জমি তৈরী করছে।
(৩) পাহাড়িদের ছাগলগুলো যেভাবে সাঙ্গু পারি দেয়
(৪) আগের দিন বগালেকে রাত যাপন করে ২য় দিন খুব ভোরে শুরু হলো আমাদের সাকা হাফং যাত্রা, পথের পাশে ফুটে থাকা শিশির ভেলা লাল ফুলগুলো যেন আমাদেরকে শুভ কামনা জানাচ্ছিল।
(৫) এমন বিশাল মাকড়শাগুলো পাহাড় ছাড়া অন্য কোথাও আমি দেখিনি।
(৬) পথের ক্লান্তি দূর করার জন্য ঝিরি থেকে বাঁসের গ্লাস দিয়ে পানি খাওয়ার সময় আপনি সত্যিই রোমাঞ্চিত হবেন।
(৭/৮) যাওয়ার পথেই পড়ে কেওকারাডাং চুড়া, ওখানে ওঠে কিছু ক্লিকবাজী না করলে কি হয় ? তবে এবারের কেওকারাডাং চুড়া ছিলো অন্য রকম সাজে, কারণ কয়েকদিন আগে মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে গিয়েছিলেন।
(৯) কেওকারাডাং পার হয়ে পনের মিনিট আগালেই পরে বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিং পাড়া, পাসিং পাড়া পার হয়ে আমরা আমরা জাদিপাই পাড়ার পাশ কেটে এগিয়ে চললাম বাকলাই পাড়ার দিকে।
(১০) ক্লান্ত পথিক এমন রূপ দেখে থমকে দাড়াবে, এ আর অস্বাভাবিক কি ?
(১১) কোন কোন সময় খুবই পানি সংকট দেখা দেয়, তখন কার্নিস বেয়ে এমন ফোটা ফোটা পানিও হয়ে উঠে ট্র্যাকারদের জন্য আশির্বাদ স্বরুপ।
(১২) সাকা হাফং এর পথে আমাদেরকে স্বাগতম জনাচ্ছিল পাহাড়ি ফুল আর নীল আকাশ।
(১৩/১৪) একসময় আমরা পৌছে যাই সাকাহাফং এর পায়ের কাছের গ্রাম নেফিউ পাড়াতে, এটা একটা মুরং পাড়া। পাড়াটা দেখতে নোংরা হলেও আমার কাছে খুবই ভালো লেগেছে।
(১৫) মুরং পাড়ার শিশুরা।
(১৬) টপলেছ এক মুরং মহিলা কাঁচা বাঁশের ভেতর কিছু একটা রান্না করছে।
(১৭) মুরং পাড়ায় একটি রাত কাটিয়েছিলাম এই ঘরে, এই ঘরের দরজায় সব সময় দাড়িয়ে থাকতো একটা ভয়াল দর্শন গয়াল, কিন্তু খুবই নিরিহ।
(১৮) সাধের লাউ, লাউয়ের খোসা দিয়ে তৈরী পাহাড়িদের পানি রাখার পাত্র, একটু পান করে দেখলাম, এটার পানিতে অন্য রকম একটা স্বাদ আছে।
(১৯) খাবার খাওয়া রত মুরং পরিবার।
(২০) আমাদের জিপিএস রিডিং বলছে এই চুড়ার উচ্চতা ১০৫৩ মিটার বা ৩৪৫৪ ফিট । পরদিনই খুব ভোরেই আমরা নেফিউ পারা থেকে বাংলাদেশের সর্বোচ্চ চুড়ায় চলে আসি।
(২১) মায়ানমারের আকাশে মেঘের নদী। সাকা হাফং এর পরই মায়ানমার শুরু, যদিও ওখানে কোন সিমান্ত রেখা আমরা দেখতে পাইনি বা দেখিনি বাংলাদেশ বা মায়ানমারের কোন সিমান্ত বাহিনী।
(২২) বাংলাদেশের সর্বোচ্চ স্থানে পৌছার পরও বুঝি আমাদের মন ভরেনি, তাই তো সকল বন্ধুরা মিলে আকাশ ছোয়ার প্রচেষ্টা.........
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সাদা মনের মানুষ বলেছেন:
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ভ্রমণ হয়েছে বোঝাই যাচ্ছে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সাদা মনের মানুষ বলেছেন: যেমন এ্যডভেঞ্চার তেমনি কঠি ও বিপদ জনক একটা ভ্রমণ ছিলো, ধন্যবাদ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
হেডস্যার বলেছেন:
ওহ !! ছবি দেখেই মনে হইলো আমি নিজে ও একবার ঘরে আসলাম।
দারুন পোষ্ট।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার, কেমন আছেন ?
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে ++++++ ব্লগে ভাই এখন ভ্রমণ পোস্ট পড়ার ব্লগের কমে গেছে
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন: তাতে কি আসে যায়, আমি আমার মনের সুখে ভ্রমণ করি, আর পোষ্ট দিতে ভালো লাগে, কেউ পড়ুক বা না পড়ুক তাতে আমার কিইবা আসে যায়।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
মামুন রশিদ বলেছেন: এ যে স্বপ্নের ভ্রমন! গল্পের মত করে পড়ে গেলাম । শুভকামনা সর্বোচ্চ পাহাড় জয়ী টিম কে
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, আপনার শুভেচ্ছা বার্তা সবাইকে পৌছে দেবো।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
Picture gula onek sundar hoise
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
Picture gula onek sundar hoise
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: অসাধারন...............
ভাই, আমারে সাথে নিলেন না!!!!
ক্যামনে যামু...
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো ভাই অমাবর্ষার চাঁদ, আপনাকে আমি কোথায় পাবো
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
ডরোথী সুমী বলেছেন: রুমাতে যাওয়ার, থাকার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা বড়ই ভয়ঙ্কর আর রোমাঞ্চকর। ছোট ছোট পাহাড়ে চড়েছি। তবে ভয় লেগেছে হোন্ডায় করে পাহাড় ভ্রমণ। আপনার উপর সত্যিই ঈর্ষা হচ্ছে। সত্যিই দারুণ ভ্রমণ সমাপ্ত করলেন। আশা করি যাত্রা অব্যাহত থাকবে। অনেক শুভ কামনা রইলো।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: রুমাতে তো মাত্র শুরু, তারপর যদি চান্দের গাড়িতে করে বগা লেকের দিকে যান, সেই ভ্রমণ মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে সেই ভয়াবহ রোলার কোষ্টার বা চান্দের গাড়ির কথা।
আপনার ইর্ষা মনেই তো আমার জন্য শুভ কামনা, ভালো থাকুন, সব সময়।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
নীলসাধু বলেছেন: ভ্যাফুক!
ছবিগুলো অসাধারণ হয়েছে কামাল ভাই।
নাইস পোষ্ট
ভালো লাগা রইল
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা মাসুদ ভাই।
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: যথানিয়মে কামাল ভাই...
হরতাল অবরোধের এতো অনিয়মের মধ্যেও...
কামাল উদ্দিন ভাই তার কথা রেখে চলেছেন...
আপনার বৈরাগী মনকে বড্ড হিংসা হয় ভাই...
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হিংসা মানেই শুভ কামন.................
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: একমাস হতে চলল কথাও যেতে পারছিনা..
হিংসা, হিংসা আর হিংসায় মরে যাচ্ছি যে......
তাহসিন মামা গেল, সাদা মনের কামাল ভাই গেল, কিন্তু আমি বোকা মানুষ যাইতে পারিলাম না... বড়ই দুঃখ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ভাই আপনি সাথে থাকলে অনেক মজা হতো, আপনার সাথে ভ্রমণটা খুবই এনজয় করি, ভালো থাকুন, সব সময়।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
খেয়া ঘাট বলেছেন: চমৎকার ভাই। জয়তু হে তারুন্য।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
সাদা মনের মানুষ বলেছেন: জয়তু জয়তু
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
মনিরা সুলতানা বলেছেন: ১২ নম্বার ছবি টা অসাধারন.........।
এ আমার দেশ এ আমার প্রেম , আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ওটা পাহাড় আর আকাশের সম্মিলিত ভাবে আমাদেরকে স্বাগত জানানোর সময়টাতে তোলা ছবি।
ধন্যবাদ মনিরা সুলতানা।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
একজন আরমান বলেছেন:
আপনার পোষ্ট পড়লে আমার আফসোস বাড়ে
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: বেড়িয়ে পড়েন একদিন আরমান ভাই, আফসোস করে লাভ কি ?
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভ্রমণ পোস্টে প্রচুর প্লাস ...
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: স্যালুট মাননীয় মন্ত্রী
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
আমি ইহতিব বলেছেন: লেখক না হয়েও যে অসাধারণ বর্নণা দিলেন তা দারুণ সব ছবির সাথে দারুণ উপভোগ্য হল। +++
আপনার ভ্রমণ পোস্টগুলো দেখলে আফসোস বেড়ে যায় নিজের ঘুরতে না পারার সীমাবদ্ধতার কথা ভেবে
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার বক্তব্যের প্রতি উত্তরে কি বলবো জানি না, ভালো থালুন সব সময়
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
ভিটামিন সি বলেছেন: ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা............আমার মনের কথা
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
মোঃ ইসহাক খান বলেছেন: অনেক ভালোলাগা। ১০ আর ১২ নং ছবি দুটো চেয়ে থাকার মত।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার, ভালো থাকুন সব সময়, আর লিখুন আমাদের জন্য।
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
ভুং ভাং বলেছেন: ছবি দেখেই আফসোস বেড়ে যায় । এক বার শুধু আলসেমির জন্য এসব জায়গা দেখা হয়নি । দেখি সামনে কোন এক সময় ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ভুংভাং কইরা আর কতো, এবার আলসেমি ছেড়ে বেড়িয়ে পড়ুন
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
আদম_ বলেছেন: সাদা মন ভাই আপনি কি নীলগিরি গিয়েছিলেন? আমরা কয়েকজন সেখানে যেতে চাইছিলাম। সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি? বিস্তারিত একটু জানাবেন।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আদম ভাই, নীলগিরিতে থাকার অভিজ্ঞতা আমার নাই। আমি বান্দরবান থেকে নীলগিরির পথ ধরে চান্দের গাড়িতে করে থানচি পর্যন্ত গিয়েছি। থানচি যাওয়ার মধ্য পথেই পড়ে নীলগিরি।
তবে এটুকু জানি সমুদ্রপৃষ্ঠ থেকে নীলগিরির অবস্থান ২২০০ ফুট ওপরে, যা বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। আর ওখানে থাকা খাওয়াটা খুবই খরচ বহুল।
তার চেয়ে আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে, তা হলো আপনি বান্দরবান শহরে থাকবেন কম খরচে, আর নীলগিরি দেখার জন্য একদিন সময় হাতে নিবেন, ৩ বা ৪ জনের দল হলে আপনি হাজার বারশত টাকায় সিএনজি ভাড়া করে নীলগিরি দেখে আসতে পারেন ভালোভাবেই। পথে আরো কয়েকটি পর্যটন এলাকাও আপনি একই সাথে দেখতে পারবেন।
২২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৮
স্বপনীল জলরং বলেছেন: আমি বাক রুদ্ধ!!!
আজ ই শৃঙ্খল ছিঁড়ে বের হয়ে যেতে মন চাইছে!!!
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে শেকল ছেড়া যায়, শুভেচ্ছা
২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০
মাদিহা মৌ বলেছেন: সাদ মিটলো না।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২
সাদা মনের মানুষ বলেছেন: আপাতত ইচ্ছে থাকলেও ওদিকে যাওয়া নাকি নিষেধ, সেনারা কাউকে যেতে দেয় না।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
আদম_ বলেছেন: হুরররে নিউ পোস্ট হ্যাজ কাম ।