![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা ছিল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলার আখাউড়ার অন্তর্গত একটি স্টেশন ।
(২) এই পয়েন্ট থেকে সোজা চলে গেছে চট্টগ্রাম, আর বামের রাস্তাটা সিলেটের। আর এই কড্ডা ব্রিজ এলাকা থেকেই আমার ঢাকা টু সিলেট যাত্রা শুরু।
(৩) তিতাস নদী।
(৪) রেল লাইনের পাশে ফুটে থাকা এমন চমৎকার ল্যান্টানা ফুল গুলো বরাবরই আমাদের ক্লান্ত হতে দেয় না।
(৫) সামনে এমন দীর্ঘ পথ, শুধু জানি এগিয়ে যেতে হবে সিলেটের দিকে।
(৬) পাশের বিলে মাছ ধরছে গ্রামের শিশুরা, এমন দৃশ্যে আমি হারিয়ে যাই শৈশবে।
(৭) রেল লাইনের উপর সেদিন কাকদের কোন একটা মিটিং চলছিল
(৮) চমৎকার এমন ফড়িংগুলো গ্রামের পথ ছাড়া আর কোথায় পাব বলুন ।
(৯) মাছ ধরে রেল ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে একটা ক্ষুদে নাও।
(১০) শাহপীর কল্লা শহীদের মাজার শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) এর মাজারকে শাহপীর কল্লা শহীদের মাজারও বলা হয়। তিতাস নদীর তীরঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামে মাজারটির অবস্থান।
(১১) এইগুলো লজ্জাবতী ফুল, তা তো আপনারা জানেনই
(১২) মৎস শিকারির একটা ক্ষুদে বাহিনী।
(১৩) ক্ষুদে শিকারীদের শিকারগুলো।
(১৪) দিনমান এমন পথ ধরে শুধুই হেটে চলা............
(১৫) চলছে মাছ ধরা।
(১৬) জোড়া ঘুঘু, সব কিছুর জোরা দেখা নাকি শুভ লক্ষণ, সুতরাং
(১৭) এই লাইনটা ঢাকা টু সিলেট আর ঐটা সিলেট টু চট্টগ্রাম।
(১৮) হেটে হেটে সিলেটের দুরত্ব কমানোর চেষ্টায় শুধুই এগিয়ে চলা।
(১৯) সিগন্যাল গাছগুলো বলছে সামনেই আসছে কোন স্টেশন।
(২০) একজন ফেরিওয়ালা, কিন্তু কি বিক্রি করে জানা হলো না।
(২১/২২) এক সময় আমরা পৌছে গেলাম আজমপুর স্টেশনে।
আগের স্টেশন দেখতে এখানে ক্লিক করুন
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো সব সময় বেকার, আপনি যাবেন না তো কে যাবে ?
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
হেডস্যার বলেছেন:
ভাইরে আপনে আছেন ভালোই। চিটাগাং, সিলেট। আহা !!
রেল্লাইনের দিকে একটু নজর রাইখেন....যেই ভাবে শিবিরের লোকজন রেল লাইন উপড়াইতেছে !!
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: দেশের এই ভয়াবহ অবস্থায় আপাতত হাটছিনা, আগে তো জীবনের নিরাপত্তা, পরে হাটা। ধন্যবাদ হেড স্যার, কেমন আছেন আপনি ?
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
হুংগা বলেছেন: চিটাগাং এ সাথে ছিলাম এবং সিলেটও সাথে আছি।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, সাথে থেকে উৎসাহিত করার জন্য।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ঢাকাবাসী বলেছেন: এই জঘন্য রাজনৈতিক> সামাজিক অবস্হায় আপনার চমৎকার সব ছবি আর সহজ সরল বর্ণনা বেশ ভাল লাগে।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী, আসলে পোষ্ট দিয়েছি ঠিকই, তবে দেশের এই ভয়াবহ অবস্থায় মনটা বড় উতালা।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মামুন রশিদ বলেছেন: সিলেটের পথে স্বাগতম । এবার আছি শুরু থেকেই ।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আমাকে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে চলায় উৎসাহিত করার জন্য ধন্যবাদ রশিদ ভাই।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
হেডস্যার বলেছেন:
ভালো নাইরে ভাই। দেশের এই পরিস্থিতিতে যদি বলি ভালো আছি সেইটা মিথ্যা বলা হবে।
জীবন হাতে নিয়া ঘর থেকে বের হই...
ঘরে ফিরেই আলহামদুলিল্লাহ পড়ি...
ক্ষমতার লোভে সবাই পাগলা কুকুর হয়ে গেছে।
আপাতত হাটাহাটি বাদ দিয়া ভালো করছেন।
ছবিগুলা দেখে মন উদাস হয়ে গেল....গ্রামে যাবার চেষ্টা করতেছিলাম গত ২ সপ্তাহ ধরে....পারতেছি না....অবরোধ
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ক্ষমতার লোভে সবাই পাগলা কুকুর হয়ে গেছে। রাজনীতিকদের এই মনোভাব কবে পরিবর্তন হবে আল|লাহই জানেন। বড় বেশী টেনশনে আছি।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
মুদ্দাকির বলেছেন: হাটা চলুক
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: চলবে ইনশাআল্লাহ্
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫
তৌফিক মাসুদ বলেছেন: আপনার নতুন পথ চলার সাথে আছি।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই, আশা করি শেষ পর্যন্ত সাথে পাবো।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩
ইমরান খান সবুজ বলেছেন: বুকের উপর দিয়ে হেটে গেলেন। খবর দিলেন না। কথা তো তেমন ছিল না। পান্তা ইলিশের দাওয়াত করেছিলাম। ভুলে গেলেন কেন।
০১৭-৩১৩১৩১১৩
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: সবুজ ভাই, আপনার বাড়ি কি আশে পাশে কোথাও ? পরবর্তি হাটার সময় আমি আপনাকে ফোন দিবো।
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
খেয়া ঘাট বলেছেন: বাহঃ আবার শুরু হলো আপনার পথ চলা।
আমি সাথেই আছি ভাই। দারুন সব ছবি গুলো। একেবারে মন ছুঁয়ে যায়।
"তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য" - এই কথাগুলো কি পরিবর্তন করে দিবেন???
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আগের পোষ্ট থেকে কপি পেষ্ট মারছিলাম, তাই মিসটেক। ধন্যবাদ ভাই সংশোধন করে দিয়েছি
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার ভ্রমণ হচ্ছে আপনার সাথে। যেন চলতেই থাকে।
শুভেচ্ছা জানবেন, সুধী।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও আমার শ্রদ্ধা জানবেন প্রিয় গল্পকার।
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮
সামুর ভক্ত বলেছেন: মিয়া ভাই আপনে কি মানুষ না টে্রন ।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: টেরেন হইলেও লোকাল টেরেন, গতি খুবই ধীর, মানুষ হইলে রেল লাইনে কেউ যায় নাকি ?
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
দুইসপ্তাহ ব্যাপি দুষ্কৃতিকারি জামাত-শিবিরের কুকুরদের তান্ডবের পর গুরুত্বপুর্ন ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে রুট সহ সকল রুটে রেল চলাচলও স্বাভাবিক হয়ে আসছে। গত ৪ দিন কোন বাধাবিঘ্ন ছাড়াই ট্রেনগুলো চলছে, তবে ধির গতিতে।
Click This Link
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: এসব সন্ত্রাসীরা নিপাত যাক, সাধারণ মানুষ নিরাপদ হোক। ধন্যবাদ হাসান ভাই।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্ট ভালই হইসে। সুন্দর পোস্টে প্লাস জানিয়ে গেলাম।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনারুল ভাই, শ্রদ্ধা জানবেন।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
fagolbaba বলেছেন: ভালো ! এখন দেখুন এখানে : Click This Link
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্য করে এসেছি।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
fagolbaba বলেছেন: ভালো ! এখন দেখুন এখানে : Click This Link
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: দেখলাম
১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
স্বপনচারিণী বলেছেন: কাকদের মিটিং এ বাধা দেননিতো? ভীষণ ভাল লাগলো। শুভ কামনা।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আমরা সামনে আগানোর পর তো ওরা উড়ে গিয়েছে, তবে আমরা বাধা দেইনি
১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২
যাযাবর শফিক বলেছেন: ছবিগুলো খুব ভাল্লেগেছে। পথগুলো খুব পরিচিত, তবে হেটে যাওয়া হয়নি কখনো। খুলনা কিংবা ময়মনসিংহ যাওয়ার কোন পরিকল্পনা আছে কি?
১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ যাযাবর, সিলেট শেষ করে খুলনা অথবা রাজশাহী যাওয়ার পরিকল্পনা আছে।
১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন সব ছবি। আমার তো প্রতিবার আপনার বর্ননা শুনে ইচ্ছে করে আপনাদের সাথে চলে যাই। যাচ্ছেন সিলেট। আমার পছন্দের একটা স্থান! যাই হোক, পরের পোষ্টের জন্য অপেক্ষায় রইলাম।
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: এমন দুঃসময়ে পোষ্ট দিয়ে খুব একটা মজা পাই না, জানিনা দেশটা কখন ঠান্ডা হবে ? ভালোবাসা জানবেন, কাল্পনিক
২০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হইছে
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই, উৎসাহিত হলাম
২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০
সোজা কথা বলেছেন: ছবিগুলা সুন্দর।যাত্রা শুভ হোক।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: সোজা কথা সোজা ভাবে বলে দিয়েছেন বলে খুশি হলাম
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
আদম_ বলেছেন: আপনার পোস্ট পড়ে
হেটে না হোক অন্তত রেলে চড়ে হলেও ভ্রমণ করতে ইচ্ছা করছে।
শুধু মাত্র বালকের মাছ ধরা, কাক, নৌকা, সবুজ বনানী এসব দেখার জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: চলে যান একদিন, কবি সতয়িই বলেছেন, এমন দেশটা কোথাও খুঁজে পাবে নাকো তুমি........
২৩| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:২০
বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনার সাথে সিলেট জার্নি শুরু করলাম
৩ নাম্বার তিতাস নদীর ছবিটা খুব পছন্দ হইছে
২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, একটা ছবিও যদি আপনাদের মনে ধরে আমি নিজেকে স্বার্থক মনে করি।
২৪| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৭
বোকামানুষ বলেছেন: ভাইয়া এর আগেও না এক পোস্টে বললাম আমি ভাই না আমি একটা আপুনি আপনি আবার ভুলে গেছেন
২২ শে মে, ২০১৪ ভোর ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি চমরভাবে লজ্জিত আপু
২২ শে মে, ২০১৪ ভোর ৬:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আসলে আপু আপনি বোকা নন, আমিই বোকা মানুষ
২৫| ২২ শে মে, ২০১৪ সকাল ৯:৫৫
বোকামানুষ বলেছেন: এইভাবে বলছেন কেন ভাইয়া আমার আইডি টাই এমন সবার ভুল হয়ে যায় এতে মনে করার কিছু নাই আমিতো মজা করে বলছিলাম আপনি বরং এত বেশি দুঃখিত হয়ে আমাকে লজ্জায় ফেলে দিলেন
২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো আসলে শুধু ফান করলাম, আপনার লজ্জা পাওয়ার কিছ্ছুটি নেই আপু।
২৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার শৈশব স্মৃতি মনে পড়ে গেলো। এ পথে ট্রেনে মামাবাড়ী যাবার পথে সব স্টেশনের নাম মুখস্ত করে ফেলেছিলাম। আজমপুর ছোট স্টেশন। এ জায়গার নাম ছিলো লক্ষ্মীপুর। যতদূর মনে আছে ১৯৫৮ সালে লক্ষ্মীপুর সীমান্ত ফাঁড়ি নিয়ে ভারতের সাথে তৎকালীন পাকিস্তানের একটা ছোট্ট লড়াই হয়েছিলো (বড়াইবাড়ী সীমান্তের স্টাইলে)। এতে মেজর তোফায়েল আজম নামের এক সেনা কর্মকর্তার বীরত্বে লক্ষ্মীপুর ফাঁড়িটি উদ্ধার হয়। মেজর তোফায়েল আজম আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর স্মরণে জায়গাটির নাম বদলে রাখা হয় আজমপুর। ব্রাক্ষ্মণবাড়িয়াতে একটা ফুটবল টুর্নামেন্ট হতো তাঁর নামে (তোফায়েল আজম শীল্ড)। শহরে তাঁর স্মরণে একটা স্মৃতিস্তম্ভও স্থাপন করা হয় ১৯৫৮ সালে। সেটা এখনো আছে বলেই জানি।
ছবিগুলো দারুন হয়েছে। মনকে আবিস্ট করে রেখেছে। অনেক ধন্যবাদ।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন: ভালো কিছু তথ্য জানলাম, ধন্যবাদ আপনাকে।
২৭| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮
গোল্ডেন গ্লাইডার বলেছেন: চেনা পথ
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন: আমিও কিছুটা চিনে নিলাম, ধন্যবাদ।
২৮| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুন্দর ছবি।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪
সাদা মনের মানুষ বলেছেন: মিঞা ভাই, আপনার দেশের পথে হাটছি
২৯| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি মেভাই আমি জানি।
কেমন আছেন?
১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি, আপনি কেমন ?
৩০| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ...পথ করে পাগল ...না আমি পথ পাগল
অন্তহীন চলা আহা.... কি মধুর বল...
কিংবা
এই পথ যদিনা শেষ হয়- তবে কেমন হতো তুমি বলতো......
মন বলে হারিয়ে যাই!
প্রয়োজন টেনে ধরে- কোথায় পালাও
+++++++++++++++
১৬ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আহা ...পথ করে পাগল ...না আমি পথ পাগল
......আমি বলি দুটোই
৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
বাকি বিল্লাহ বলেছেন: আমার জেলা। কড্ডা থেকে আজমপুর কিন্তু খুবই কাছে। ভাই কি ওইদিন শুধু এই পর্যন্তই গিয়েছিলেন নাকি মেরাসানী পর্যন্ত?
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম দিন আমরা হরষপুর পর্যন্ত হেটেছিলাম ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
বেকার সব ০০৭ বলেছেন: মাঝে মধ্যে এই আজমপুর, স্টেশনে যেতে হয়
ভাই চলথে থাকুক সাথে আছি, পোস্টে++++++++++++++