নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে....১৯

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) শীলখালী সীবিচের ঝাউ বনের ভেতর একটা জেলে কুড়ে, দুরে দেখা যাচ্ছে বঙ্গোপ সাগর।





(৩) খাওয়ার অযোগ্য কোন একটা জংলী ফল, বটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।





(৪) ছোট্ট পাখিটা সম্ভবত সাদা খঞ্জন, আমার বাড়ির ছাদ থেকে তোলা ছবি।





(৫) শর্ষে ফুল, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।





(৬) জলপরী, নুহাস পল্লী থেকে তোলা ছবি।





(৭) পেঁচার দ্বীপের ক্যামেরাম্যান, কক্সবাজারের পেঁচার দ্বীপে এই ছেলের প্রতি আমি ক্যামেরা তাক করতেই সেই আমার প্রতি ক্যামেরা তাক করে :D







(৮) ফুলটা দেখতে জয়ন্তিকা ফুলের মতো, কিন্তু সঠিক নামটা জানিনা, বান্দরবানের গহীন পাহাড় থেকে তোলা ছবি।





(৯) নৌকা বাইস, নরসিংদীর মেঘনা নদী থেকে তোলা ছবি।





(১০) টেকনাফ বীচ, কক্সবাজার থেকে তোলা ছবি।





(১১) নাফাখুম ঝর্ণা, বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতী। মারমা ভাষায় 'খুম' মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই জলপ্রপাতে, যার নাম 'নাফাখুম'।





(১২) শুটকি, সেন্ট মার্টিন থেকে তোলা ছবি।





(১৩) সাদা মাটির পাহাড়, বিজয়পুর, দূর্গাপুর, নেত্রকোনা থেকে তোলা ছবি।





(১৪) বন মেহেদীর ফুল, কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।





(১৫) সোনাদিয়া দ্বীপ, মহেশখালি, কক্সবাজার থেকে তোলা ছবি।





(১৬) ভাগ্য গননা, ছোট্ট রঙিন সাপ দিয়ে ভাগ্য গণনা করেছেন কখনো ? চাঁদপুরের বেলতলী লেংটার মাজারে গিয়ে আমার একবার অভিজ্ঞতা হয়েছিল:)





(১৭) ক্ষুদে বোট, বাগের হাটের মংলা বন্দর থেকে তোলা ছবি।





(১৮) ছেড়াদিয়া দ্বীপ, ছেঁড়া দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখন্ড নেই। সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন ১০০ থেকে ৫০০ বর্গমিটার আয়তনবিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে 'ছেঁড়াদিয়া' বা 'সিরাদিয়া' বলা হয়ে থাকে। ছেঁড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা, আর মূল দ্বীপ-ভূখন্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলেই এ দ্বীপপুঞ্জের নাম ছেঁড়া দ্বীপ।



(১৯) ছোট্ট হলুদ ফুল, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।





(২০) সব শেষে নিজের একটা ছবি, ভাবছি কোন সিমান্ত এলাকায় যাবো।



বনে বাঁদাড়ে.....১১

বনে বাঁদাড়ে.....১২

বনে বাঁদাড়ে.....১৩

বনে বাঁদাড়ে.....১৪

বনে বাঁদাড়ে.....১৫

বনে বাঁদাড়ে.....১৬

বনে বাঁদাড়ে.....১৭

বনে বাঁদাড়ে.....১৮

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

হেডস্যার বলেছেন:
চালিয়ে যান....আপনার তোলা ছবিগুলা দেখলেই মনটা আনচান কইরা ওঠে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: হেডস্যারের সার্টিফিকেট পাইছি, সুতরাং আমাকে আর ঠেকায় কে ? :D :D

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, ভালো থাকুন, সব সময়।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

আদম_ বলেছেন: ৫, ১৩, ১৪, ১৯ সবচেয়ে সুন্দর। বাকীগুলাও সুন্দর। ১৪ নম্বরটা বর্তমানে আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে শোভা বর্ধন করছে। এর আগেও আপনার তোলা ছবি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে ছিলো।

যান মিয়া ফাউল! সকাল সকাল লগাইতে ও প্রিয়তে নিতে বাধ্য করলেন।

ভালো থাকা হয় যেন

ইতি আদম_

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমার মনটাকে বরাবরই আরো বেশী আত্ববিশ্বাসী করে তুলেন, আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

আমিনুর রহমান বলেছেন:




বরাবরের মতই অসাধারন +++

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানবেন আমিনুর ভাই।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

মামুন রশিদ বলেছেন: চমৎকার সব ছবি!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, শুভেচ্ছা জানবেন।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

খেয়া ঘাট বলেছেন: সবছবিগুলো দেখে মুগ্ধ হলাম। অনেক ভালোলাগা রইলো ছবিতে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে ভালোবাসেন বলে আমার সাধারণ পোষ্টগুলোকেও আপনারা অসাধারণ বলেন, এতে অবশ্য আমি অনুপ্রাণিত হই।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ....

প্রথম ছবিটি দেখে ভাবলাম: এতো সুন্দর ছবি এখনও বাঙলাদেশে আছে!

শুভেচ্ছা হোয়াইট মনের ব্ল্যাক মানুষ ভাই ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা হোয়াইট মনের ব্ল্যাক মানুষ ভাই

মানানসই একটা কথা বলেছেন মইনুল ভাই, কেমন আছেন ভাই ?

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার তোলা ছবিগুলো দেখলে কেন যেন অনেক ভালো লাগে। মনে হচ্ছে আমরাও ঘুরাঘুরি করছি।

প্লাস রইল ভাই।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

সাদা মনের মানুষ বলেছেন: কাল্পনিক ভালোবাসার বাস্তব ছোয়া পেয়ে ভালো লাগলো :D :D

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

চিত্রা নদীর পাড়ে বলেছেন: চমৎকার ছবিগুলা। দেখে ঘুরতে যেতে মন চায় :) :) :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: চিত্রা নদীর পাড়ে আমার ও ঘুরতে যেতে হচ্ছে করছে, নদীটি কোথায় বলবেন কি ?

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

নীল ভোমরা বলেছেন:
nice post.

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

আমি ইহতিব বলেছেন: ওহ এই সিরিজটাও ফলো করতে হবে দেখছি।

ছবিগুলো দারুন সব সময়ের মতো। কয়েক জায়গায় গিয়েছি, যেমন সেন্ট মার্টিন, মহেশখালি, ছেড়াদিয়া দ্বীপ, নুহাস পল্লী।

বান্দরবান যাওয়ার জন্য অনেকদিন থেকে প্রাণ আঁকুপাকু করছে, কবে যে যেতে পারবো আল্লাহই জানেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনিও তো দেখছি ভালোই ঘুরাফেরা করেন ।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

নীহারিক০০১ বলেছেন: ইসস ঘুরতে আমারও খুব পছন্দ!!কিন্তু আমি যেতে পারিনা

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: পেরেন না কেনো ? ইচ্ছা থাকলে উপায় হয়।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

মোঃ ইসহাক খান বলেছেন: এখানেও শুভেচ্ছা রাখলাম। নাফাখুম ঝর্ণা চর্মচক্ষে দেখার সাধ হচ্ছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার, ভালো থাকুন সব সময়, আর নাফাখুম দেখার সৌভাগ্য হোক আপনার।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

বাবু আমার নাম বলেছেন: অসাম হইছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: বাবু ভাই ভালানি :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.