নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বর্ষায় অপরূপ টাঙ্গুয়া

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩



টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরণা) এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর ২৮ বর্গকিলোমিটার এবং বাকি অংশ গ্রামগঞ্জ ও কৃষিজমি। গাছ-মাছ-পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার এই হাওর। স্থানীয় বাংলাদেশী জাতের পাখি ছাড়াও শীতকালে, সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এই হাওর।



শীত মৌসুমে টাঙ্গুয়ার হাওরে কয়েকবার ভ্রমণ অভিজ্ঞতা থাকলেও বর্ষায় এবারই প্রথম। আর বর্ষায় টাঙ্গুয়ার রূপ দেখে তো আমি একেবারে হতবাক। মনের অজান্তেই একটা কথা মুখ দিয়ে বেরিয়ে এলো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি..........



ভ্রমণ বাংলাদেশের সেই মজাদার ট্যুরের কিছু ছবি নিয়েই আমার আজকের পোষ্ট।





(২) সুনামগঞ্জের সুরমা নদীর মোটর ঘাট থেকে এমন বৃষ্টিস্নাত ট্রলারে করেই আমাদের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু।





(৩) নদী পার হয়ে গাড়ির জন্য দীর্ঘ সময় বসে থাকার সময় তোলা ছবি, মাছ ও শাপলা নিয়ে বাজারের উদ্দেশ্যে যাওয়া এক জেলের ছবি।





(৪) এই এলাকার যাত্রীদের জন্য প্রধান বাহন এই মোটর বাইক, বৃষ্টি উপেক্ষা করেই অনেকে ছুটছে গন্তব্যে ।





(৫) এক সময় গাড়ি এলো আর আমরা ছুটলাম তাহিরপুরের উদ্দেশ্যে ।





(৬/৭) রাস্তার পাশের কৃষি জমিতে কৃষকদের খেলা চলছে অবিরত।







(৮) নামের সার্থকতা বজায় রাখতেই হয়তো ওপারের মেঘালয় পাহাড়টা মেঘে ঢেকে আছে।





(৯) খেয়া নিয়ে জলাপথ পাড়ি দিচ্ছে এক কিশোরী ।





(১০) তাহিরপুরে পৌছেই এমন ফুলবল টিম দেখে চমৎকৃত হলাম।





(১১) ফুটবল খেলা শেষ করেই ওরা মেতে উঠেছে জলকেলীতে।





(১২) এবার ট্রলার নিয়ে আমরা ছুটলাম হাওরের উদ্দেশ্যে ।





(১৩) জেলে নৌকা দুটি কিছু করছে।





(১৪) হাওর পারের একটি বাড়িতে বিয়ের গেইট, বর আসার অপেক্ষায় মানুষজন।





(১৫) কিছুক্ষণের মধ্যেই বিচিত্র রকমের বরের ট্রলারের দেখা আমরা পেয়ে যাই।





(১৬) একটা প্রাইমারী স্কুল, দুই পাশে বাঁশের সাকোর সেতুবন্ধন।





(১৭/১৮) চারিদিকে পানি, মাঝখানের দ্বীপের মতো ভেসে আসে বাড়িঘরগুলো।







(১৯) হাওর পারি ছিচ্ছে দুই প্রবীন।





(২০) জলকেলীরত ভ্রমণ বাংলাদেশ।





(২১) একটা সবুজ দ্বীপ।





(২২) পুরো টাঙ্গুয়ার হাওর ঘুরে এক সময় আমরা ফিরে যাচ্ছি মেঘালয়ের পাদদেশের টেকেরঘাটে।





(২৩) তাহিরপুর থেকে রওয়ানা হয়ে, সারাদিন হাওর ঘুরে টেকের ঘাটে রাত্রী যাপনের মধ্যেই আমাদের বর্ষায় টাঙ্গুয়ার হাওর দেখা শেষ হয়, কিন্তু এই অপরূপ সৌন্দর্য্যের রেশ মন থেকে কখনো শেষ হবার নয়।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শেরজা তপন বলেছেন: দারুন!!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তপন দাদা, কেমন আছেন আপনি ?

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ফটোগ্রাফি !! ফুটবল খেলোয়াড়দের জার্সিগুলি সুন্দর ! =p~ =p~ =p~

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার খুব ইচ্ছে করছে বুঝি এই জার্সিতে ফুটবল খেলতে ? =p~

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মামুন রশিদ বলেছেন: অসাধারাণ টাঙ্গুয়া ভ্রমন :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অসাধারণ

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। বর্ষাকালে হওড় /যে কোন জলাশয় যখন ফুলে ফেপে ওঠে অসাধারণ লাগে।ওখানকার স্থল পথের অবস্থা সুবিধার নয়।রাস্তাগুলো ভাল নয়। অনেক জায়গাতে শুধু বাইক ভরসা। বর্ষাকালে অবশ্য জলপথে সহজে বেড়ানো যায়।ছবি পোস্ট দেখে মনে হচ্ছে অনেক পরিশ্রম করে আমাদের জন্যএমন অসাধারণএকটি পোস্ট উপহার দিলেন। সুনাম গঞ্জের একটা মজার ব্যাপার আছে ওখানে হাসান রাজা নাকি কোড়া স্বীকার করতেন। কোড়া গুলোর নামও মানুষের নামে রাখতেন সেগুলো পালন করতেন।কিন্তু কোনদিন বন্য কোড়া দেখা হয়নি। এখনো আগ্রহ জন্মে মনে বনে বাদাড়ে কোথাও যদি বন্য কোড়া দেখতে পেতাম।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমার জানা মতে কোড়া একটা পাখির নাম, নাকি অন্য কিছুর কথা বলছেন আনোয়ার ভাই।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের বর্ষায় টাঙ্গুয়ার হাওর দেখা- ব্লগ পড়া শেষ হয়,

কিন্তু এই অপরূপ সৌন্দর্য্যের রেশ মন থেকে কখনো শেষ হবার নয়। ;)

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে :-B :-B

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

পথহারা নাবিক বলেছেন: বর্ষার ছবি বর্ষায় না দিয়া শীতে দিলেন তাও গোছলের ছবি সহ!! এইটা কোন ধরনের মজা!! যাই হোক সুন্দর ছবির জন্য ধন্যবাদ!!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: নাবিক আমি পথ হারিয়েছি :-B

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

নীলতিমি বলেছেন: অসধারন ! একদম স্বপ্নের মতো! :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আসলেই তাই, আমি বার বার এমন সুন্দরকে স্বপ্নে দেখি।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ +++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই, ভালো থাকুন, সব সময়।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

শুঁটকি মাছ বলেছেন: টাঙ্গুয়ায় যাইতে মনে চায়!!!!!!!!!!!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ পিয়াসীদের জন্য ইহা চমৎকার যায়গা, সুতরাং যাওয়া যেতে পারে। :)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২

সায়েম মুন বলেছেন: পোস্টটা ভাল লাগলো। কয়েকবার গিয়েছিলাম ওদিকে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুন, আমিও কয়েকবার গিয়েছি, তবে বর্ষায় যাওয়া হয়েছে একবারই।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

সোজা কথা বলেছেন: ছবিগুলা খুব সুন্দর হয়েছে।বর্ণনা ভালো লাগল।একবার ঘুরে আসার ইচ্ছে আছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: সোজা কথা বলেছেন বলে খুশি হলাম :D

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩১

রমিত বলেছেন: চমৎকার ফটোগ্রাফি !!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, উৎসাহিত হলাম।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০২

খেয়া ঘাট বলেছেন: Beautiful

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কইউ খেয়াঘাট।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

তুহিন সরকার বলেছেন: বর্ষায়তো অনেক হল সামনের শীতের খবর কি?

ধন্যবাদ সাদা মনের মানুষ, শুভকমনা রইল।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শীতে এবার টাঙ্গুয়া যাওয়া হবে না, তবে অন্য পরিকল্পনা আছে তুহিন ভাই।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

হেডস্যার বলেছেন:
দারুন। ছবিগুলো দেখে বিশেষ করে বিয়ের ছবিগুলো দেখে চমতকৃত হইলাম। B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার, আপনাকে শুভেচ্ছা,

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনারা তিনজনতো রাতেই ব্যাক করলেন। পরেরদিন ছিল মহা ঘটনাবহুল।

বারিক্কার টিলা ছিল অসাধারণ। এর পরেরবার যখন যাবেন, বারিক্কার টিলা মিস করবেন না আশা করি। ট্যুর শেষে লেখাঃ

মেঘালয়ের কোল ঘেঁষে, প্রেমময় হাওড়ের দেশে
Click This Link

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: বারিক্কার টিলর সৌন্দর্য্য অসাধারণ, আমি দুইবার ওখানকার রূপ দেখেছি তবে বর্ষার রূপটা দেখা হয়নি। আমি ঐ দিন রাতের বেলা বারিক্কার টিলার উপর দিয়াই গিয়েছি, ধন্যবাদ হাসান ভাই।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি......
+++++

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ এহসান ভাই।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

নীল ভোমরা বলেছেন:
nice post. plz click the link bellow.

Click This Link

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভোমরা, দেখে মন্তব্য করে এলাম আপনার চমৎকার পোষ্টে।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

মোঃ ইসহাক খান বলেছেন: অনেকের ভ্রমণপিপাসু সত্ত্বাকে জাগিয়ে তোলার মত পোস্ট।

টাঙ্গুয়ার হাওরে দেখছি যেতেই হবে!

ভ্রমণ নিরাপদ হোক।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক, ভালো থাকুন, সব সময়।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

আমি সাজিদ বলেছেন: ছবিগুলো মুগ্ধ করে দিয়েছে। কখনো সিলেট যাই নি, সামনের ছুটিটা কাজে লাগাতে পারি কিনা দেখি।

ফটো ব্লগে প্লাস।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই, শ্রদ্ধা জানবেন।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

আদম_ বলেছেন: আমি আর কি বলব। যা বলার উপরের কমেন্ট আলারাই বলে দিয়েছে। সামুর বিটলামির কারণে অনেক দিন লগইন করতে পারি নাই। কোন দিন জানি সামু আমাকে নাই করে দেয়।

যাই হোক আমি শুধু একটা কথাই বলবো:- আপনার পোস্ট কখনই খারাপ হতে পারেনা। পোস্ট না পড়ে, না দেখেও চোখ বন্ধ করে প্লাস দিয়ে আসা যায়। ফুটবল দলটা অসাধারণ। ২২ নং ছবিটা আমার ডেস্কটপের শোভা বর্ধনে নিয়োজিত আছে (ফুটবল দলটার ছবি দিলে মনে হয় ভালো হতো)।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, এই কম রেজ্যুলেশনের ছবিগুলো আসলে ডেক্সটপে দিলে ভালো দেখানোর কথানা, ফেটে যাবে। আপনি চাইলে এবং সময় সুযোহ হলে আপনাকে আমি আসল ছবি দিতে পারি, ধন্যবাদ।

২২| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: পোস্ট টা অসাধারণ হইছে ভাই,ট্রলার চালকের নাম্বার টি কি দিতে পারবেন??

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি সত্যিই দুঃখিত ভাই, আমার কাছে নাম্বার নাই

২৩| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬

ঘুড়তে থাকা চিল বলেছেন: দুঃকিত হওয়ার কিছুই নেই,এতদিন পর নাম্বার না থাকাটাই স্বাভাবিক বড় ভাই

০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আসলে তখনও আমার কাছে নাম্বার ছিলোনা, এরেঞ্জটা অন্যেরা করেছিলো, আমি ছিলাম অবসরে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.