![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রতি শীতে পরিযায়ী পাখিদের আড্ডায় ভরে উঠে প্রকৃতির অপরূপ রূপে সজ্জিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শীত আসার আগেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম পরিযায়ী পাখি আসতে থাকে এবং আবাস হিসেবে তারা বেছে নিত এই বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। অবশ্য শুধু পাখি দেখার জন্যই জাহাঙ্গীরনগর যেতে হবে এমনটি ভাবার কোন কারণ নেই, শুধু প্রকৃতি দেখার জন্যও একদিন ঘুরে কাটানো যায় জাহাঙ্গীরনগরে অবলীলায়। গত ১৪ জানুয়ারী গিয়েছিলাম ভ্রমণ বাংলাদেশের সাথে জাহাঙ্গীর নগরে, ওখানে কেমন দেখলাম আসুন দেখি আমার ক্যামেরায়।
(২) ক্যামেরা ঠিক রেডি করতে পারিনি, তার আগেই ওখানে পৌছে দেখলাম এক ঝাঁক পাখি লাল শাপলা ভরা লেক থেকে কুয়াশাচ্ছন্ন আকাশে উড়াল দিলো।
(৩) অন্য পাশের লেকটিতে কিছু পাখি তখন আকাশ থেকে পানিতে নেমে আসছে।
(৪) কিছু পাখি ভর পেট খেয়ে লাল শাপলা গুলোর ভেতর অলস সময় কাটাচ্ছে।
(৫/৬) কেউ ডাঙায় কেউ জলে বসে আছে, কারো যেন কোন তাড়া নাই।
(৭/৮) খেয়ে বসে ঘুমিয়ে এই শীতটা এখানেই কাটাবে ওরা।
(৯) কিছু দেশী বক ও ওখানে দেখা যায়।
(১০) লেকের জলে গোসল সারছে এই পাখিটা।
(১১/১২) বিলুপ্ত প্রজাতির দেশিয় পাখি ডাহুকদের এখানে দেখা যায় হরদম।
(১৩) এই ডাহুক পাখিটির বাসা মনে হয় আশা পাশে কোথাও থাকতে পারে।
(১৪) জাহাঙ্গীরনগরের কেএফসি
(১৫/১৬) জল থেকে চোখ ফিরিয়ে স্থলে নজর দেই। ডালিয়া ফুল।
(১৭) গোলাপ।
(১৮/১৯) গাদা ফুল।
(২০) এই গাছটার নাম জানিনা।
(২১) পরগাছা ফুল।
(২২) জাহাঙ্গীর নগরে আমাদের ভ্রমণ বাংলাদেশ পাখি দেখা টিম।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, একেবারে চরম
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
শুভ পাটগ্রাম বলেছেন: চমৎকার সব ছবি দেখলাম...
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শুভ, ভালো থাকুন, সব সময়।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: matha noshto man.... what the pictures are! superb!
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো আরো একজন বোকা মানুষের সাথে আমার দেখা হয়েছে, সেও কিছু বলতে চায়, দেখেন তো চিনেন নাকি
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
অরুদ্ধ সকাল বলেছেন: চমৎকার সব ছবি দেখলাম...ভ্রাতা
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা, শ্রদ্ধা জানবেন।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
শরৎ চৌধুরী বলেছেন: দ্যা ওয়ান এন্ড অনলি জেইউ।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমিও আপনার সাথে একমত।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার!
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
সাদা মনের মানুষ বলেছেন: জাহাঙ্গীর নগরে যেতে পারেন
৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধ ! সামনা সামনি যে কয়বার দেখেছি তার চেয়ে আপনার ছবিগুলো বেশী ভালো লাগলো !
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ অভি ভাই, আমাকে উৎসাহিত করার জন্য।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
হেডস্যার বলেছেন:
ওহ !! নাইস।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫
সাদা মনের মানুষ বলেছেন: সালাম হেডস্যার
৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ সব ছবি, মন ভোলান ++++
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভালো থাকুন, সব সময়।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪
বোধহীন স্বপ্ন বলেছেন: প্রতিবার-ই যাবো যাবো করে যাওয়া হয় না।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি মনে হয় আমার মতো বাদাইম্মা
১১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
এম মশিউর বলেছেন: দারুণ! যেতে হবে দেখছি।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, যান, এখনি সময়।
১২| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
গোল্ডেন গ্লাইডার বলেছেন: চমৎকার সব ছবি +++্
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গ্লাইডার, শুভেচ্ছা জানবেন।
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
ধানের চাষী বলেছেন: অসাধারন ছবিগুলো ! আপনার ক্যামেরায় দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ক্যাম্পাসের সৌন্দর্য।
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, চাষীদের আমি ভীষণ ভালোবাসি
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: সেখানে কিছুদিন আগে (ডিসেম্বর মাসে) গিয়েছিলাম। তখন লাল শাপলা ভরা পুকুর দেখে এসেছিলাম।
চমৎকার !!
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: তখন কি পাখি ছিলোনা ?
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
মামুন রশিদ বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: দ্যা ওয়ান এন্ড অনলি জেইউ।
ভাই, আপনিও কি জাবি'র ?
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে, তবে আমি না, ধন্যবাদ।
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬
খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর লাগলো ভাই।
++++++++++++++++++
মামুন রশিদ বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: দ্যা ওয়ান এন্ড অনলি জেইউ।
ডিইউ
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১
সাদা মনের মানুষ বলেছেন:
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
মোঃ ইসহাক খান বলেছেন: পাখি দেখা টিমের জন্য শুভেচ্ছা।
পাখি এবং ফুল -- সমস্তই দারুণ হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৭
ভিটামিন সি বলেছেন: ১০ নং পিকের পাখিটা তো আপনার সাথে কোলাকুলি করার জন্য দেীড় দিছে। একটু ওয়েটান, আইতাছে।
এতো সুন্দর একটা পরিবেশ, সর্বোচ্চ শিক্ষাকেন্দ্র বলুষিত রাজনীতির কারণে ভয়ানক হয়ে গেছে। কাকে কি বলব? নিজেকেই ধিক্কার দেই।
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আসলেই আমি বুঝতে পারিনি ওযে আমার সাথে কোলাকুলির জন্য আইতেছিলো
ছাত্র রাজনীতি মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি হতো তাহলে বাংলাদেশের অন্যতম একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান বলা যেতো জাহাঙ্গীর নগর কে, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
এন ইউ এমিল বলেছেন: কেএফসি টা চরম হইছে