নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে....২০

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) টাঙ্গুয়ার হাওড়, তাহিরপুর, সুনামগঞ্জ থেকে তোলা ছবি।





(৩) বালিয়াটি প্রাসাদ, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে তোলা ছবি।





(৪) রাঙামাটির কাপ্তাই লেক থেকে তোলা ছবি।





(৫) কক্সবাজারের হিম ছড়ি এলাকার ক্ষুদে বড়ই বিক্রেতা, একজনের হাতে বড়ই অন্যন জনের হাতে লবন।





(৬) ছেড়াদিয়া দ্বীপ, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।





(৭) হরিণের এই ছবিটা তুলেছি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকা থেকে।





(৮) লেংটা বাবার মাজার শরীফের এক পাগল ভক্ত, অন্যের কাধে চড়ে মাঝারে যাচ্ছে। এটা চাদপুরের মতলব থানার বেলতলী গ্রাম থেকে তোলা।





(৯) ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরছে দুই গ্রাম্য কিশোরী, রায়পুরার মধ্য নগর গ্রাম থেকে তোলা ছবি।





(১০) তাল গাছ এক পায়ে দাড়িয়ে, কুমিল্লার শালবন বিহার থেকে তোলা ছবি।





(১১) নাও, সিলেটের গোয়াইন ঘাট থানার মোটর ঘাট এলাকা ঠেকে তোলা ছবি।





(১২) ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট থেকে তোলা ছবি।





(১৩/১৪) কাঁচা পাকা বন সুপারী, ঢাকার বলধা গার্ডেন থেকে তোলা ছবি।







(১৫) সিমত্লাপিপাড়া, বান্দরবান জেলার রুমা থানার অন্তর্গত একটা গহীন পাহাড়ি গ্রাম।





(১৬) শর্ষে ক্ষেতের আইলে কিশোরী দল খেলা করছে, নরসিংদী জেলার চর দিঘলদী গ্রাম থেকে তোলা ছবি।





(১৭) মুড়াপাড়া জমিদার বাড়ি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জথেকে তোলা ছবি।





(১৮) হলুদ শর্ষে ফুলে লাল পোকার ছবিটা তুলেছি নরসিংদীর পুরান চড় এলাকা থেকে।





১৯) নিঝুম দ্বিপের ভেতরের দিকের একটা খালের ছবি এটা, হাতিয়া নোয়াখালী এলাকা থেকে তোলা ছবি।





(২০) সব শেষে সোনাদিয়া দ্বিপে তোলা আমার একটা ছবি:)





বনে বাঁদাড়ে.....১১

বনে বাঁদাড়ে.....১২

বনে বাঁদাড়ে.....১৩

বনে বাঁদাড়ে.....১৪

বনে বাঁদাড়ে.....১৫

বনে বাঁদাড়ে.....১৬

বনে বাঁদাড়ে.....১৭

বনে বাঁদাড়ে.....১৮

বনে বাঁদাড়ে....১৯

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: কিছু ছবি মন ছুয়ে গেল ।

++

আচ্ছা আপনার রেললাইনের হাটাহাটির কি খবর ?

২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা টু সিলেট পর্ব শুরু করেছি, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে হাটাহাটি বন্ধ ছিলো, খুব শীঘ্রই আবার শুরু করবো, ধন্যবাদ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছু ছবি বেশি ভালো লাগলো.. ১,২,১১ ইত্যাদি ।
আপনার ব্যাক্তিগত পাঠাগারের একটা ছবি দিয়েন ।

ধন্যবাদ ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমার ব্যক্তিগত পাঠাগার বলতে যা বুঝায় তা খুবই ছোট ছবি দেওয়ার মতো না।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: মন ছুঁয়ে যাওয়া ছবি সব।
++++++++++++++++

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ খেয়াঘাট।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: চমৎকার !!

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শ্রদ্ধা জানবেন।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

মামুন রশিদ বলেছেন: চমৎকার! শর্ষে ফুলে লাল পোকার ছবিটা অসাধারণ! খুব কাছ থেকে ছবিটা নিতে হয়েছিল মনে হয় ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: অতি ছোট শর্ষে ফুলের চেয়ে আরো ছোট পোকা, সুতরাং অবশ্যই খুব কাছ থেকে ম্যাক্রো মুডে ছবিটা তুলতে হয়েছিলো, ধন্যবাদ রশিদ ভাই।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর! প্রত্যেক টা ছবি!

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ অভি ভাই

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:

আমার কন্যা আপনার এই ফটোব্লগের অনেক প্রশংসা করেছে ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কন্যাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো!






ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বাঙালী, ভালো মথাকুন, সব সময়।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

এয়ী বলেছেন: সবগুলো ছবিই খুব সুন্দর হয়েছে!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

মুহিব বলেছেন: vai ektu mail koiren pls.

[email protected]

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: মেইল করতে পারছি না :(
আপনি আমাকে ফেজবুকে বার্তা দেন

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

আদম_ বলেছেন: বরাবরের মতোই পৃয়তে।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, কেমন আছেন আপনি ?

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসাধারন সব ছবি.. টাঙ্গুয়ার হাওড়, তাহিরপুর, সুনামগঞ্জ থেকে তোলা ছবিটি প্রথমে ভেবেছিলাম কোন পেইন্টিং............ শুভকামনা.

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বন্ধু তুহিন, শুভ কামনা আপনার জন্যও।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

ভিটামিন সি বলেছেন: আমার অফিস বন্ধ ছিলো গত চারদিন ধরে। তাই আমি ব্লগে আসতে পারি নাই। অবশেষে থাকতে না পেরে ৭ ডলার দিয়ে এক জিবি ডাটা কিনে মোবাইলকে মডেম বানিয়ে (ওয়াইফাই হটস্পট) এখন পোষ্টে কমেন্ট করছি। সেইরাম সুন্দর সুন্দর কিছু ছবি দেখলাম কামাল ভাইয়ের কল্যানে। ভালো থাকুন সবসময়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, নেট চালিয়ে যাদের অভ্যাস ওরা এর বাইরে থাকলে পেটের ভাত হজম হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.