নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

শীতে টাঙ্গুয়ার হাওড়

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১



উপরে সুনীল আকাশ, স্ফটিক স্বচ্ছ জলের তলায় ঝাঁকে ঝাঁকে মাছের খেলা আর হাজারো পরিযায়ী পাখির কলকাকলীতে মুখর যেন এক স্বপ্নীল জগৎ। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি বলছি টাঙ্গুয়ার হাওড়ের কথা। এটা টাঙ্গুয়ার হাওড়ের শীতের চিত্র, বর্ষাকালে আবার দেখবেন ভিন্ন আরেক সৌন্দর্য্য। আসুন আমার ক্যামেরায় টাঙ্গুয়ার হাওড়ের কিছুটা চিত্র দেখি।



(২) সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাট থেকে সুরমা নদীর ওপারের ছোট বাজারটিতে পৌছলেই মোটর সাইকেলের ড্রাইভাররা আপনাকে ছেকে ধরবে। আর দরদাম করে এখান থেকেই আপনাকে মোটর সাইকেল ভাড়া করতে হবে।





(৩) যাত্রী নেওয়ার জন্য অপেক্ষমান মোটর সাইকেল।





(৪/৫) মোটর সাইকেলে আমাদের গন্তব্য প্রায় ৩৫ কিলোমিটার দুরত্বের শ্রীপুর বাজার। মাঝখানে ভাতের টেক নামক জায়গায় নৌকা দিয়ে মোটর সাইকেল ও যাত্রীদের পার হতে হয়।







(৬/৭) আরো আগাইলে পড়বে অসম্ভব সুন্দর নদী যাদুকাটা। এখানে আর একবার খেয়া পারাপার হতে হবে।







(৮) টেকের ঘাট পারি দিয়ে আমরা এগিয়ে চললাম টাঙ্গুয়ার হাওড়ের দিকে।





(৯) শ্রীপুর বাজারে পৌছে আমরা ট্রলার নিলাম টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে।





(১০) সারি হিজল, করচের গাছগুলো হাওড়ে প্রবেশের আগেই আপনাকে স্বাগত জানাবে।





(১১/১২) আমাদের ট্রলারের শব্দে পাখিদের মধ্যে চাঞ্চল্য দেখা দিলো।



(১৩) পরিযায়ী পাখিদের সাথে আমাদের ছোট্ট দুষ্টু মাছরাঙারাও এখানে আছে স্বদর্পে।





(১৩) পরিযায়ী পাখিদের সাথে আমাদের ছোট্ট দুষ্টু মাছরাঙারাও এখানে আছে স্বদর্পে।





(১৪) নলখাগরার বনে কালিম পাখিরা রোদ পোহাচ্ছে।





(১৫/১৬) জলের তলায় মাছ ও জলজ উদ্ভিদগুলো এতো স্বচ্ছভাবে ধরা পরে যা সত্যিই অভাবনীয়।







(১৭) কিছু বিশালাকৃতির ভিন্ন রঙের বক।





(১৮) জলকেলীরত নানা রকম পাখিরা।





(১৯)





(২০)





(২১) ব্যাস্ত এক ঝাঁক কালিম পাখি।





(২২) পানকৌরি।





(২৩/২৪) টাঙ্গুয়ার হাওড়ে পানি শুকিয়ে আসার সময় এখানে চলে পুলিশ, ম্যাজিষ্টেট, জেলে ও আশেপাশের গ্রাম বাসীদের সম্মিলিত কর্মযজ্ঞ।







(২৫) ভাগ্য ভালো থাকলে জেলেদের রান্না করা সুস্বাদু খাবারও আপনার জুটতে পারে:)





(২৬) সবুজ মখমলের বিছানাটা সত্যিই ছিলো খুব মজাদার:)





(২৭) টাঙ্গুয়ার হাওড় দেখে ফেরার পথে সবার মনে এমন অকৃত্রিম হাসি থাকবে এ আর অস্বাভাবিক কি ?

মন্তব্য ৫৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

ডিজিটাল অপু বলছি বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। ++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ অপু, আপনাকে শুভেচ্ছা।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০০

দি সুফি বলেছেন: ওয়াও! বেশ সুন্দর যায়গা। +++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই খুব সুন্দর, ধন্যবাদ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

প্রফেসর সাহেব বলেছেন: ভালা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ভাটি বাংলার নান্দনিক মনোরম আশ্চর্য সুন্দর
মন কেড়ে নেয় এ হাওড়
প্রাকৃতিক সবুজ বনে
শিতের অথিতি পাখিদের কল গুঞ্জনে
কানে তালা লাগে
গুড়ে আসুন দেখতে ভাল লাগে ।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

চতুষ্কোণ বলেছেন: অসম্ভব সুন্দর একটা জায়গা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

কসমিক- ট্রাভেলার বলেছেন:





চমৎকার


ভালো লাগলো


০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ট্রাভেলার

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: দারুণ পোস্ট।
কিন্তু ভাইজান, আপনার দেওয়া ছবিগুলোর সাইজ কি অনেক বড়?? পেজ ওপেন হতে র্দীঘ সময় নিল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: হ্যা ভাই, সাইজগুলো তুলনামূলকভাবে একটু বড়, তবে খুব বেশী বড় না। ছোট ছবি দিলে ফেটে যায় বলে একটু বড় করে দিয়েছি, ধন্যবাদ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর। দেখলেই মন ভালো হয়ে যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ইচ্ছে করে বারে বারে এমন সৌন্দর্য্যে ছুটে যাই।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: পখিগুলির ছবি বেশি ভাল লেগেছে। চমৎকার।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

সাদা মনের মানুষ বলেছেন: সব সময় সাথে থেকে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আনোয়ার ভাই,

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩১

দুঃখী__ বন্ধু বলেছেন: মন ভোলানো পোস্ট

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বন্ধু :D

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি আবিভূত,মুগ্ধ এবং চমৎকৃত...!!

যেতে ইচ্ছে করছে..!

ভালো থাকুন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি স্বপ্ন দেখেন আমিও দেখি, তবে মাঝে মাঝে স্বপ্নকে সত্যি করার জন্য ঘর ছেড়ে বেড়িয়ে পড়ি, আপনিও কি তাই করেন ?

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: অসাধারণ সব ছবি!


১৫/১৬ স্পেশাল!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনি আমাকে সব সময় উৎসাহ দিয়ে যান।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! অনেক সুন্দর।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানবেন দাদা

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ছবিগুলো অসাধারণ। যেতে ইচ্ছে করছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ পিপাসুদের যেতে ইচ্ছে করবে, এ আর অস্বাভাবিক কি ? শুভেচ্ছা।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

সিদ্ধার্থ. বলেছেন: অসাধারণ সুন্দর ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি :D

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

এ্যাপেলটন বলেছেন: বেশি সুন্দর ..!!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যি তাই

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

ভিটামিন সি বলেছেন: কোন কথা হবে না, শুধুই দেখা হবে। কারণ সৌন্দর্য্যের কোন বর্ণনা হয় না। সৌন্দর্য্য চিরটাকালই হবে অবর্ণনীয়। আমরা যা লিখে প্রকাশ করি তা তার সামান্যতম অংশ মাত্র।
চলুন সবাই এই পোষ্ট থেকে টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য্য আর একবার দেখে নিই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্য ভিটামিন সিতে ভরপুর :D

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

নিশাত তাসনিম বলেছেন: সুন্দর ছবি ব্লগ আপনি আসলেই সাদা মনের মানুষ ++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি আসলে এই নিকটা নিয়েছি ফান্দে পড়ে, আমার নিজ নামে একাউন্ট খুলে ছয় মাসেও প্রথম পাতায় আসতে পারিনি, কিন্তু এই নিক নেওয়ার পর একদিনেই সেফ হয়ে গেছি, সেই হলাম আজ পাঁচ বছর পেরিয়ে গেলো, ধন্যবাদ।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

আমি ইহতিব বলেছেন: ভাইয়া আপনি যে হারে ঘুরে বেড়ান আর দেশের সুন্দর সুন্দর জায়গার চিত্র আমাদের সামনে তুলে ধরেন বাংলাদেশ ট্যুরিজম এর উচিত আপনাকে স্পন্সর করা।

আপনার কল্যাণে টাঙ্গুয়ার হাওড়ের অপরূপ রূপ দেখা হয়ে গেলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনি ব্যাপারটা বুঝলেন, কিন্তু আর তো কেউ বুঝলো না :(

ধন্যবাদ আপনাকে :)

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: ২০১২ সালের ডিসেম্বরে একটা প্রোজেক্টের কাজে এগারোদিন ছিলাম তাহিরপুর। সকালে নৌকা নিয়ে চলে যেতাম উত্তর আর দক্ষিণ শ্রীপুরের গ্রামগুলোতে সারাদিন বিভিন্ন গ্রাম ঘুরে আবার ফিরে আসতাম বিকেল নাগাদ। পথে নৌ ভ্রমণটাই সবথেকে বেশি উপভোগ করতাম। পাখিদের বেশি কাছে যেতে পারি নি। তবে কালিম পাখি দেখেছি খুব কাছ থেকেই। আপনার ছবিগুলো দেখে আবার নস্টালজিক হয়ে গেলাম। অপূর্ব সুন্দর একটা জায়গা। তবে হাওড়ের মানুষগুলো খুব কষ্টে আছে দেখেছি :(


"ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা
টাংগুয়ার হাওড়ে সবার জীবন বান্ধা"

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: "ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা
টাংগুয়ার হাওড়ে সবার জীবন বান্ধা"

এই মন্ত্রে উজ্জিবিত হয়েই ওরা সবাই একতাবদ্ধভাবে হাওড়ের মাছ ও পাখিদের রক্ষা করে।

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সঞ্জয় মুখার্জী বলেছেন: ভালো লাগল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

বশর সিদ্দিকী বলেছেন: অসাধারন। খুব চমৎকার একটা জার্নি করেছেন এবং ভাল কিছু ছবি তুলেছেন। অনেক ধন্যবাদ এগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ছবিগুলো দেখে আমারও এখন এখানে যেতে ইচ্ছে করছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ পিয়াসি মন যাদের তাদের ছুটে যেতে ইচ্ছে করাটা অস্বাভাবিক কিছু না, ধ্যবাদ।

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

নিরন্তের নিভৃতি বলেছেন: অসাধারন..................

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নিভৃতি

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

নিরন্তের নিভৃতি বলেছেন: অসাধারন..................

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

টুম্পা মনি বলেছেন: এত সুন্দর সুন্দর ছবি আপনি তুলেছেন!!!!!!!!! আপনি আসলেই সুখী মানুষ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: সুখী মানুষ কিনা জানিনা, তবে সুখে থাকতে অনেক টাকার প্রয়োজন হয়না এটা আমার জানা, ধন্যবাদ।

২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

মোঃ ইসহাক খান বলেছেন: পাখির ছবিগুলো ভালো লাগলো।

সবুজের ছবি চাই। গাছের ছবি চাই। ঘাসের ছবি চাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: দিবো ভাই, কোন এক সময়।

২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

জালিস মাহমুদ বলেছেন: ছবির মধ্য নাম দেওয়াটা আমার ভালো লাগে না /:) /:) /:) /:) /:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: কিছু না লিখলে অনেকেরই বুঝতে সমস্যা হয় তাই :)

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১

এয়ী বলেছেন: চমৎকার ছবি!! :P :P :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন, সব সময়।

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

আদম_ বলেছেন: ওহ ডিয়ার গড! আই হ্যাভ মিসড দি পোস্ট।
পোস্ট ইজ ইন ফেবারিট।
ইউ আর দি লাকিইস্ট ম্যান এভার আই হ্যাড সিন।

খেটে খাওয়া মানুষের ছবি ওঠাবেন কবে? রোদে কয়লা হয়ে যাওয়া হাড়-ভাঙ্গা পরিশ্রমী মানুষগুলো গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে অথবা ইট ভাঙ্গার সময় চিক চিক করে ওঠা কপালের ঘাম.......

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, খেটে খাওয়া মানুষদের খুব কাছাকাছিই আমি থাকি, তবু তাদেরকে নিয়ে আমি আপনার মতো ভাবিনি, আপনি আমাকে নতুন ভাবনার খোরাক দিলেন।

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

নীল ভোমরা বলেছেন:
সুন্দর পোস্ট!.... আমি দেখে এসেছি বর্ষার টাঙ্গুয়া!

পোস্ট এইখানে....... Click This Link

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

সাদা মনের মানুষ বলেছেন: দেখে এলাম আপনার পোষ্ট, বর্ষায় টাঙ্গুয়ার রুপ সত্যিই অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.