নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
(২) ফুলের নাম ন্যাস্টারশিয়াম, খাগড়াছড়ি জেলার রামগড়েের হার্টিকালচার সেন্টার থেকে তোলা ছবি।
(৩) কালিম পাখি, টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি।
(৪) আমলকী, বান্দরবান থেকে তোলা ছবি।
(৫) অশথ্থের দখলে বাড়ি, এটা আড়াইহাজারের সদাসদি থেকে তোলা ছবি।
(৬) কৃষকের বাড়ি ফেরা, এটা নরসিংদীর বালুচর গ্রাম থেকে তোলা ছবি।
(৭) পূণ্যস্নান, বিশ্ব হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ থেকে তোলা ছবি।
(৮) মনপুরা, ভোলা থেকে তোলা ছবি।
(৯) কাকরোল ফুল, এই ছবিটা তুলেছি নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর এলাকা থেকে।
(১০) নদীর নাম পুনাফোচু, এই ছবিটা ভুটানের পুনাখা জংএর পাশ থেকে তোলা ।
(১১) কদম ফুল, শেখের চর, নরসিংদী থেকে তোলা ছবি।
(১২) খেয়া পারাপার, ঘোড়াশালের শীতলক্ষা নদী থেকে তোলা ছবি।
(১৩) সাপ, এই সাপের নাম জানিনা। বান্দরবানের গহীনে সাজাই ভ্যালীর কাছ থেকে তোলা ছবি।
(১৪) গোধূলী বেলা, নরসিংদী সদরের উদিংগা গ্রাম থেকে তোলা ছবি।
(১৫) গ্রামের পথ, নরসিংদী সদর থানার বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(১৬) ডাওকি নদী, সিলেটের জাফলং থেকে তোলা ছবি।
(১৭) দোকানি, নরসিংদীর যোশর বাজার থেকে তোলা ছবি।
(১৮) উপজাতি, বান্দরবানের নয়াচরন পাড়া ঠেকে তোলা ছবি।
(১৯) সয়াবিন ফুল, নরসিংদীর শান্তির বাজার এলাকা থেকে তোলা ছবি।
(২০) সব শেষে আমি, নিঝুম দ্বীপে তোলা ছবি
বনে বাঁদাড়ে....২১
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: যারে ঘর দিলা সংসার দিলারে, তারে বৈরাগীমন কেন দিলারে ..........
২| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭
হেডস্যার বলেছেন:
চরম সুন্দর
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০
সাদা মনের মানুষ বলেছেন: স্যার কেমন আছেন ?
৩| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯
ডি এম শফিক তাসলিম বলেছেন: েসৌন্দয্য
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
৪| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ!
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক ভাই, শুভেচ্ছা জানবেন।
৫| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: গ্রাম বাংলার প্রকৃতিতে একটু অবগাহন করতেই আপনার পোষ্টে ঢুকি।
আর বরাবরের মত সেটা থেকে এবারও নিরাশ হই নি।
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৩
সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানবেন আলম ভাই, আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হয়ে পাগলামীগুলো বেশী বেশী করতে উদগ্রীব হই।
৬| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারূন সব ছবি...!
বিশেষ করে: কালিম,নদী,কদম,সাপ,
গ্রাম্য পথ,সয়াবিন ফুল ও আপনার ছবিটা
অনেক বেশি ভালো লেগেছে ।
আমার ব্লগে চিটাগাং এর কিছু ছবি আছে,
সময় হলে আসবেন (সাপের ছবিও আছে...!!)
অনেক ভালো লাগা ++ ভালো থাকুন ।
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী, আপনার পোষ্টে ঢু মেরে এলাম
৭| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৬
দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর ত
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৫
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ভালো থাকুন, সব সময়।
৮| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭
ফারুক3655 বলেছেন: দারূন সব ছবি...!
বিশেষ করে: গ্রাম্য পথ আপনার ছবিটা
অনেক বেশি ভালো লেগেছে । সেইরাম
২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার ছবি সেইরাম হইছে
৯| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
কেমন আছেন সাদা মনের মানুষ?
পোষ্টে++++++
২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ?
১০| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫০
বেলা শেষে বলেছেন: ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো ।
Sound of my heart.....
২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে
১১| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
হেডস্যার বলেছেন:
ভালো আছি আর আপনের মত ঘুরাঘুরি করতে পারা মানুষের জন্য আমার ঈর্ষা হইতেছে রে ভাই।
সত্যি রাজ কপাল আপনের.....
২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ঘুরাঘুরির জন্য প্রথমত দরকার হয় ইচ্ছে থাকার, ইচ্ছেটা আমার আছে ষোল আনা, আর আপনাদের ইর্ষা নামক দোয়ায় আমি কি পার না হয়ে পারি ?
১২| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
উদাস কিশোর বলেছেন: ব্যাফুক পোষ্ট
২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অনেক
১৩| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৫
দি সুফি বলেছেন: অসাধারন সুন্দর সব ছবি
+++++
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুফি, আপনার হাসি ডেখে আমি চমৎকৃত
১৪| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
কসমিক- ট্রাভেলার বলেছেন:
+++++++++
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন:
১৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন: দারুন।
২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই, ভালো থাকুন, সব সময়।
১৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: আফনে হইলেন গা সাদা মনের মানুষ, আফনার লগে এতো সাফের দেহা হয় ক্যারে? ভুটানেও একই সাফের লগে দুবার সাক্ষাৎ হইছিল, হইছিল না?
অনেক ভালো লাগলো ছবিগুলো। ধন্যবাদ কামাল ভাই।
২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আফনে গেয়ানী মানুষ, মিছা কতা কওয়ার লুক তো না
১৭| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮
রাফসান বড়ুয়া বলেছেন: ভালো লেখা
২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৮| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১৩
আদম_ বলেছেন: প্রথম স্থান অধিকার করেছে ১৫ নং , ২য় স্থান ১১ নং , ৩য় স্থান ০২ নং আর বাদ বাকি সব গুলা যৌথ ভাবে ৪র্থ স্থান। ১৫ নম্বর দেখিয়ে পুরা মাথাই আউলা কইরা দিলেন । নরসিন্দী যাইনি কখনো। যাবার খুব ইচ্ছা হচ্ছে। পুস্টু বরাবরের মতোই প্রিয়তে।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আদম ভাই।
১৯| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১
মামুন রশিদ বলেছেন: কালিম পাখি, সাপ আর বান্দরবনের ঐ নদীটা বেশি ভালো লাগছে ।
৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রশিদ ভাই, কেমন আছেন ?
২০| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:২৩
নিত্য খবর দেখুন বলেছেন: upojati na ADIBASI........... jai hok nice collection
০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদিবাসিই সম্ভবত ঠিক।
২১| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২১
পাজল্ড ডক বলেছেন: কদম ফুল দেইখা মাথা নষ্ট!!!
০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: পুরোনো কিছি স্মৃতি মনে পড়ে গেলো কি? ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩০
এন ইউ এমিল বলেছেন: যারে ঘর দিলা সংসার দিলারে, তারে বৈরাগীমন কেন দিলারে ..........
ছবিগুলো অনেক সুন্দর