নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু সিলেট..( কাসিম নগর, স্টেশন নং-২৮)

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫



ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা ছিল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।



আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।



আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য



স্টেশনের অবস্থানঃ এটা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত একটি স্টেশন।



(২/৩) হরষপুর স্টেশনের আশেপাশে অনেক কুমোর বাড়ি দেখেছি, আর কুমোর বাড়ির তৈরী মাটির জিনিস পত্র দেশের বিভিন্ন স্থানে নেওয়ার জন্য স্টেশনে জড়ো করা হয়েছে।







(৪) সামনে অনেক পথ, তাইতো শুধুই হেটে চলা..........





(৫) ফিঙে, বসে বসে কি ভাবছে কে জানে ?





(৬) ব্রীজ নং ৩২





(৭) বুলবুলি, বসে আছে রিলাক্স মুডে:)





(৮) বনজুঁই, ফুটে আছে রাস্তার পাশটা আলোকিত করে।





(৯) স্যালু মেশিনে ধানের ক্ষেতে পানি দিচ্ছে।





(১০/১১) শিমুল ফুলের সুবাস নিবে বলে একটা কাঠ শালিক আর একটা চিতা শালিক।







(১২) একজন কৃষাণী।





(১৩) এই পথ ধরে আমাদের শুধুই এগিয়ে চলা।





(১৪) কুমারী লতার ফুল।





(১৫) সাইকেলে বসে স্কুলে যাচ্ছে শিশু।





(১৬) গাঁয়ের পথে একজন কৃষক।





(১৭) এক টুকরো বাঁশ আর বাঁশের কঞ্চি দিোয়ে বানানো গাড়ি ও তার ড্রাইভার।





(১৮) শিমুল।





(১৯/২০) এক সময় চলে আসি কাসিম নগরে।







আগের পর্বঃ ঢাকা টু সিলেট...( হরষপুর, স্টেশন নং-২৭)

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু সিলেট..( মনতলা, স্টেশন নং-২৯)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সামুর ভক্ত বলেছেন: আপনার ছবি গুলো সব সময় ই সেরা ।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্যই আমি ভালো ছবি তোলার চেষ্টা করি।

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

সামুর ভক্ত বলেছেন: সাথে ভালো লাগা ও রইল । ভালো থাকবেন ।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৪

হেডস্যার বলেছেন:
ভালো আছেন??
যথারীতি চমৎকার ++++++++ লন B-)

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, স্যারের আদেশ শিরোধার্য্য

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: সবগুলো ছবি দেখা যাচ্ছে না । এনি ওয়ে, আমার জেলায় স্বাগতম !!

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কিছুতো বুঝতে পারছি না, আমি টো সবই দেখতে পাচ্ছি :(

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: সবগুলো ছবিই যেন জীবন্ত। অসাধারণ ফটোগ্রাফি সাদা মনের মানুষ।

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ঘাস ফুলের সুবাসে মুগ্ধ আমি।

৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অদ্ভুৎ প্রাণ...ধন্যবাদ ছবি পোষ্টের জন্য..

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বন্ধু তুহিন

৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার চোখেই দেখে নিচ্ছি পুরো দেশটাকে। ++++++





শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা অনেক।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর পোস্ট।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ

৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২

আদম_ বলেছেন: কোনো চিন্তা ভাবনা ছাড়াই প্রিয়তে........
প্রথম স্থান একেবারে প্রথম ছবিটা
দ্বিতীয় স্থান ০৬ নম্বর
তৃতীয় স্থান ০৮ নম্বর

ভালো থাকা হয় যেন।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আদম ভাই, আপনার এই প্রথম, দ্বিতীয় স্থান নির্বাচন করাটাকে আমি খুবই ইনজয় করি।

১০| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:২২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার ভ্রমনটা ছবিতে অসাধারণ রূপ ধারণ করে। মনকে ভরিয়ে দেয়।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, আমি আসলে মনের আনন্দে হাটি, অনেকে বিরূপ মন্তব্য করলেও আমি গায়ে মাখি না, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.