নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে....২৩

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) এই ফলগুলোর নাম জানি না, খাগড়াছড়ি জেলার রামগড়ের হার্টিকালচার সেন্টার থেকে তোলা ছবি।





(৩) এক প্লেট খাবার পেয়ে বিশ্বজয়ী হাঁসি, সিলেটের জাফলং থেকে তোলা ছবি।





(৪) ফেরিওয়ালা, ইটাখোলা, মাধবপুর থেকে তোলা ছবি।





(৫) নাম না জানা ফল, কাঁচা পাকা এই ফলগুলোর ছবি খাগড়াছড়ির আলুটিলা থেকে তুলেছি।





(৬) হলুদ ফুল, দেখতে সূর্য্যমুখী ফুলের মতো অনেকটা, তবে আকারে ছোট। নাম না জানা এই ফুলের ছবিটা তুলেছি লালবাগ কেল্লা থেকে।





(৭) সিগন্যাল লাইট, চট্টগ্রামের চিনকি আস্তানা স্টেশন থেকে তোলা ছবি।





(৮) ঘাস ফুল, নরসিংদীর দড়ি গাজিরগাঁও গ্রাম থেকে তোলা ছবি।





(৯) গাড়ি, নরসিংদীর মেঘনার পাড়ের গ্রাম উদিংগা থেকে তোলা ছবি।





(১০) "বিজয়" মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্য, রামগড়, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।





(১১) ভারতের ডাউকিতে দাড়িয়ে আমাদের বাংলাদেশের জাফলং।





(১২) নাও, নরসিংদী সদরের দোয়ানী গ্রাম থেকে তোলা ছবি।





(১৩) একটি গ্রাম্য দোকান, ভারতের মেঘালয় রাজ্যের রিওয়াই গ্রাম থেকে তোলা ছবি।





(১৪) গানের পাখি, গাছের মগডালে বসে গান গাচ্ছে, ছোট্ট এই পাখিটার নাম জানিনা।





(১৫) কৃষক, কৃষক মাঠে তার গরু চড়াচ্ছে, এই ছবিটা তুলেছি, নরসিংদীর কমলাপুর গ্রাম থেকে।





(১৬) পাহাড়ের উপরের সবুজ এই গ্রামটির নাম পাসিং পাড়া, ইহা বাংলাদেশের সব চেয়ে উঁচু গ্রাম।





(১৭) বারিকের টিলার পাশে যাদুকাটা নদী, দূরে মেঘালয়ের পাহাড়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে তোলা ছবি।





(১৮) মাটি আর আকাশ যেখানে আলাদা করা দায়, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি।





(১৯) পাহাড় আর মেঘ যেখানে কানে কানে কথা কয়, বান্দরবানের সুংসাং পাড়ার ছবি।





(২০) সব শেষে আমি, কুমিল্লার লালমাই পাহাড়ের উপরের আদিনা শরীফ নামক মাজারের ভাগ্য সুতা নিচ্ছি।



বনে বাঁদাড়ে....২১

বনে বাঁদাড়ে....২২



মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০

হেডস্যার বলেছেন:
আমি ফার্ষ্ট :P

২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: মাষ্টারদের জন্য ফাষ্ট হওয়া জরুরী না, আমরা যারা ছাত্র আছি তাদের জন্য এটা দরকারী

২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


যথারীতি সুন্দর সব ছবি নিয়ে আরও একটি সুন্দর পোস্ট।

২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কান্ডারি, আমার শুভেচ্ছা জানবেন।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২

আজীব ০০৭ বলেছেন: হুমম.............শেয়ার করার জন্য ধন্যবাদ......।

ভালো লাগল................

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আজীব কথা বললেন তো ;)

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০

বৃতি বলেছেন: আপনার ব্লগে সেভাবে মন্তব্য করা হয়নি, তবে আপনার অনেকগুলো ব্লগ আমার খুব ভাল লেগেছে।

শুভেচ্ছা জানবেন।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বৃতি, শুভেচ্ছা জানবেন।

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

আমি স্বর্নলতা বলেছেন: হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি
তবু পরান ভরে না।।



অসাধারন সব ছবি।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ফলা মাটি
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি
তবু পরান ভরে না।।


..............ধন্যবাদ

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

মামুন রশিদ বলেছেন: আপনার এই ইচ্ছেমত হারিয়ে যেতে পারাটাকে ঈর্ষা করি ।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন ইর্ষাটাকে আমি সব সময়ই আশির্বাদ মনে করি, ধন্যবাদ ভাই।

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭

বোকামানুষ বলেছেন: আপনার পোস্ট পড়লেই ঘুরতে যেতে ইচ্ছে করে :(



মামুন রশিদ বলেছেন: আপনার এই ইচ্ছেমত হারিয়ে যেতে পারাটাকে ঈর্ষা করি ।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আমারো খালি ঘুরতে ইচ্ছে করে।

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ইচ্ছা জমা থাকল এভাবে দেশটা ঘুরে দেখার। আর ব্লগে ছবি পোষ্ট করার ইচ্ছাটাও থাকল। সুন্দর পোষ্ট।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ইচ্ছায় আপনি সফল হোন সেই কামনা করছি

৯| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আদম_ বলেছেন: প্রথম স্থান ১৯ নম্বর
২য় স্থান ১৮ নম্বর
৩য় স্থান ১২ নম্বর।

কোন চিন্তা ভাবনা ছাড়াই প্রিয়তে।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, আপনার কমেন্ট না হইলে আমার পোষ্ট যেন অপুর্ণই থেকে যায়।

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১

নীল ভোমরা বলেছেন: হাতের কাছে পথের ছবি! সুন্দর!

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নীল, শ্রদ্ধা জানবেন।

১১| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কামাল ভাই আপনার তুলনা শুধু আপনি।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই, কেমন আছে আপনি?

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো আছি ভাই। আপনি বেশী বেশী করে ছবি তুলে যান এই কামনা করি। আপনার তোলা ছবির মধ্যে প্রকৃতির ছোঁয়া পাই অনেক।

২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮

সামুর ভক্ত বলেছেন: আপনারে যাইত্তা ধইরা নোবেল দেওয়া উচিৎ ।

২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: এই গরমে নোবেল না দিয়া বেল দেন, বেলের শরবতের অনেক উপকারিতা আছে :D

১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫

হোসাইনের ছেলে বলেছেন: অসম্ভব ভালো লাইগলো,,,,, আপনার পথে আসিবার চাই, যদি আশির্বাদ পাই!

২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: কন কি ভাই, কাম কাইজ ফালাইয়া বাদািম্মা হইতে চান ? ঠিক আছে আশির্বাদ রইলো ষোল আনা :-B

১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

কসমিক- ট্রাভেলার বলেছেন:





অসম্ভব ভালো লাগলো,,,, আমাদের আপনার শিষ্য করে ধন্য করুন।

আমারও প্রবল ইচ্ছা পথে ঘাটে বনে বাদাড়ে পাহাড় পর্বত সাগরে ইচ্ছেমত ঘুরে বেড়াবার।


আপনার সঙ্গী হতে আমার কোনো আপত্তি নেই, দয়াকরে আপনার মতামত বিস্তারিত জানাবেন প্লিজ !!!!






২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আমার আপত্তি থাকার কি আছে, পথ চলতে একজন ভালো বন্ধু পেলে পথ চলাটা আরো মসৃণ হয়।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

শংখনীল কারাগার বলেছেন: আমাদের দেশটা যে কত সুন্দর তা আপনার ছবি দেখে বুঝতে পারলাম।

মিছেমিছি তো আর কবি বলেনি " সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি"

"রূপসী বাংলা"র কবিতাগুলো কি এমনি এমনি লেখা হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: "সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি".......ধন্যবাদ।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৩ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, কেমন আছেন আপনি?

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯

নীল জোসনা বলেছেন: অসম্ভব সুন্দর ছবি গুলো । সোনাদিয়ার ছবি টা দেখে চোখ সরাতে পারছি না ।

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, ঐ সময়টা এমন সুন্দর ছিলো আজো আমি তা ভুলতে পারছি না, ধন্যবাদ।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
আপনি চমৎকারভাবে দৃশ্য ফ্রেমবন্দি করেন। ছবিগুলো দেখে তৃপ্তি পেলাম, ভাইডি।
ধন্যবাদ থাকলো।

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ বিন্দু, আমার শ্রদ্ধা জানবেন।

২০| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

পাজল্‌ড ডক বলেছেন: মনোমুগ্ধকর!!!

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.