নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
(২) একটি নাম না জানা ফুল, এটা মাধবপুর থানার নোয়াপাড়া এলাকা থেকে তোলা হয়েছে।
(৩) কৃষক ছুটছে পাকা ধানের ক্ষেতে, নরসিংদী জেলার শিবপুর থানার জাল্লারা এলাকা থেকে তোলা ছবি।
(৪) সখের জেলে, নরসিংদী সদর থানার বালুচর গ্রাম থেকে তোলা ছবি।
(৫) চা পাতা সংগ্রহের এই ছবিটা তুলেছি শ্রীমঙ্গলের তেলিয়া পাড়া এলাকা থেকে।
(৬) গাংচিল, টেকনাফ বীচ থেকে তোলা ছবি।
(৭) জামরুল, খাগড়াছড়ির নিউজিল্যান্ড থেকে তোলা ছবি।
(৮) ব্লিডি হার্ট, মনোহরদির রামপুর থেকে তোলা ছবি।
(৯) থুজা, খাগড়াছড়ির পর্যটন মোটেল থেকে তোলা ছবি।
(১০) গ্রাম বালিকা, নরসিংদী সদরের বালুসাইর থেকে তোলা ছবি।
(১১) নাম না জানা আরো একটা ফুল।
(১২) শর্ষে, সোনার গাঁয়ের আনন্দ বাজার এলাকা থেকে তোলা ছবি।
(১৩) কাঠ শালিক, শিবপুরের জয় নগর থেকে তোলা ছবি।
(১৪) বেগুনী রংএর এই ফুলের নামটা ভুলে গেছি, সুনামগঞ্গ থেকে তোলা ছবি।
(১৫) সেন্ট মার্টিন দ্বীপ।
(১৬) কর্ণফ্লাওয়ার, লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(১৭) মুরং, বান্দরবানের গহীনে অবস্থিত নেফিও পাড়া থেকে তোলা ছবি।
(১৮) শাপলা তোলা টিম, নরসিংদীর শান্তির বাজার এলাকা থেকে তোলা ছবি।
(১৯) কৃষ্ণচুড়া, বুলবুলি। নরসিংদীর ছবি।
(২০) কৃষাণী, দুলালপুর, শিবপুর, নরসিংদী থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি কান্ডারি, আপনারই তো পারার কথা
২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৯
শরৎ চৌধুরী বলেছেন: বাহ চমৎকার।
০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২৭
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২০
আজীব ০০৭ বলেছেন: অনেক ভালো লাগলো +++
০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আজীব কথা কইলেন তো ভাই
৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪
আদম_ বলেছেন: ১ম স্থান ১২ নং
২য় স্থান ১৪ নং
৩য় স্থান ০২ নং
৪র্থ স্থান যৌথ ভাবে সবগুলা।
আমিয়াখুম গিয়ে আপনার নিজের তোলা ছবিটা প্রোপিক হিসেবে দিতে পারেন। সুন্দর লাগবে। রেল পথ ধরে সিলেট গমনের খবর কি। উত্তরবঙ্গ ভ্রমন শুরুর সময় অবশ্যই আমাকে জানাবেন।
আমার মেইল [email protected]
০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আছে ভাই, আপনি আগেও বলেছিলেন, আমি তাই দিবো।
৫| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭
আদম_ বলেছেন: ধুত ভুলে গিয়েছিলাম.............
এখন কৃষ্ণচুড়ার ফুলের মৌসুম। শুধু কৃষ্ণচুড়ার ছবি নিয়ে একটা পোস্ট চাই।
বরাবরের মতো এই পোস্টু প্রিয়তে থাকলো।
০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: গত শনিবার দিন সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়িয়েছি গ্রাম থেকে গ্রামে কৃষ্ণচুড়ার ছবি তোলার জন্য, কিন্তু ভালো ছবি পাইনি, তবু আপনি যেহেতু বলেছেন দেয়ার চেষ্টা করবো।
৬| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০
মহিদুল বেস্ট বলেছেন: দারুন +++
০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৭| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব সুন্দর------মনটা জুড়িয়ে গেল
০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শ্রদ্ধা জানবেন।
৮| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
কোবিদ বলেছেন:
ধন্যবাদ আবারও
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৯| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১
মামুন রশিদ বলেছেন: গাছে মনে হয় থরে থরে বরফ ধরে আছে, থুজার কথা বলছি ।
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
১০| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৩৩
এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ +
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: দুই গুচ্ছ
১১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭
শাপলা নেফারতিথী বলেছেন: ছবিগুলো অনেক অনেক অনেক সুন্দর...
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাপলা, শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ ! ভাই আপনার মতো যদি এভাবে ঘুরে বেড়াতে পারতাম