নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে....২৫

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:১৩



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) টিয়া পাখি, গাজীপুরের সাফারী পার্ক থেকে তোলা ছবি।





(৩) পদ্মা নদী, ভোলা জেলার তজুমদ্দিন থেকে তোলা ছবি।





(৪) ছোট ধুলজিরিয়া, এটা একটা বিপন্ন প্রজাতির পাখি। সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি।





(৫) কমলা, মৌলভী বাজার জেলার জুড়ি উপজেলা থেকে তোলা ছবি।





(৬) যাদুকাটার মাঝি, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে তোলা ছবি।





(৭) ১লা বৈশাখে আদিবাসীদের কোন একটা অনুষ্ঠান, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।





(৮) ফুলে প্রজাপতি, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।





(৯) শরবত, চৈত্রের খড়তাপে বেলতলির মাঝারের পথে।





(১০) নাও, নরসিংদী সদর থানার উদিংগা গ্রামের পাশে মেঘনা নদী থেকে তোলা ছবি।





(১১) বৃষ্টি ভেজা সোনালু ফুল, আমার বাড়ির ছাঁদে দাড়িয়ে তোলা ছবি।





(১২) গোধূলী, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।





(১৩) নাম না জানা ফুল, মেঘালয়ের রাজধানী শিলং থেকে তোলা ছবি।





(১৪) হনুমান, সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা ছবি।





(১৫) গাজরার মালা, নারায়ণ গঞ্জের, রূপগঞ্জ থানার দীঘির পার থেকে তোলা ছবি।





(১৬) চা তোলা, হবিগঞ্জের তেলিয়া পাড়া থেকে তোলা ছবি।





(১৭) কৃষ্ণচুড়া, নারায়ণ গঞ্জের, রূপগঞ্জ থানার দীঘির পার থেকে তোলা ছবি।





(১৮) ছেড়া দিয়া দ্বীপ, টেকনাফের সেন্টমার্টিন থেকে তোলা ছবি।





(১৯) তিল ফুল, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।





(২০) সাঙ্গু নদী, নাইক্ষংঝিরি থেকে রুমা যাওয়ার পথে।





বনে বাঁদাড়ে....২১

বনে বাঁদাড়ে....২২

বনে বাঁদাড়ে....২৩

বনে বাঁদাড়ে....২৪





মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১০

পাজল্‌ড ডক বলেছেন: অসাধারন সব ছবি!!আপনি একটা বস্‌ !!

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ভাই, আমি বস নই, আর বস হওয়ার ইচ্ছেটা কোন কালেও ছিলো না, এখনো নাই, ধন্যবাদ।

২| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

তাসজিদ বলেছেন: অপূর্ব।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।

৩| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন এবং ভাললাগা +++++++++++++

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বন্ধু, কেমন আছেন ?

৪| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

দিপ্২৪ বলেছেন: ভাই খুব ভাল লাগছে। তবে ৩ নাম্বার ছবিটা মেঘনা নদীর পদ্মার নয়।

০৪ ঠা জুন, ২০১৪ ভোর ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত, লিখার সময়ই আমি ভাবছিলাম, ভুল লিখছি কিনা।

৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:৪৮

আরজু মুন জারিন বলেছেন: কামাল ভাই সাদা মনের মানুষ কি আপনি ? তা সত্যি। ...আপনি জেনুইন লি সাদা মনের মানুষ ই। ভালো থাকবেন সাদা মনের ভাই। অনেক শুভেচ্ছা আপনার জন্য।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপু ঠিকই ধরেছেন, সামুতে আমার নিজের নামে আইডি খুলে অনেক দিন অপেক্ষা করেও যখন প্রথমপাতায় লিখতে পারছিলাম না তখন নতুন এই আইডি নেই, আর পরদিন থেকেই আমি সেফ হয়ে গেলাম, বুঝলাম নামার মাহাত্ম আছে। পরে প্রথম আলো যখন চালু হলো ওখানেও সাদা মনের মানুষ নিকটাই নিয়েছিলাম, পরে ভাবলাম সামুর দোষে অন্য ব্লগেও আমি সাদা মন থাকবো কেনো, নিজের কালো নামটা দিয়েই চালিয়ে যাই। তো ওভাবেই চলছে............প্রথম আলোতেও কিন্তু আপনি মাঝে মাঝে সাদা মনের দেখা পাবেন :D

৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:৪৮

আরজু মুন জারিন বলেছেন: এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: মনের কথা, তবে এখনো আমি বই পড়ি, তবে আগের মতো সময় দিতে পারি না, ধন্যবাদ।

৭| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:৪৯

আরজু মুন জারিন বলেছেন: একই অবস্থা আমার ও কামাল ভাই। ব্লগ আসক্তি।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: সব সময় এই আসক্তি একই পর্যায়ে থাকবে না, মাঝে মাঝে দেখবেন বিরক্তও লাগবে, তখন একটু আধটু বিরতি দিয়ে আবার চালিয়ে যাওয়া যায়।

৮| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৫

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন কিছু দৃশ্য দেখলাম।


সকল দেশের রাণী, সে যে আমার জন্মভুমি

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: সকল দেশের রাণী, সে যে আমার জন্মভুমি ......ধন্যবাদ

৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

বরাবরের মত চমৎকার!!!

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, শ্রদ্ধা জানবেন।

১০| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১১| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আদম_ বলেছেন: নয়ন মুদিয়া প্রিয়োতে লইলাম।
প্রশংসা করিবার মতো যথেষ্ট ভাষা-বিদ্যা হইতে আমি বঞ্চিত, শুধু সংক্ষেপে কহিলাম-সুন্দর।

উত্তর বংগ ট্রাভেলের শুরু করার সময় অবশ্যই আমাকে জানাবেন।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, আপনার সেলফোন নাম্বারটা দিলে কৃতজ্ঞ থাকবো।

১২| ১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৭

আদম_ বলেছেন: অবশ্যই দিবো। আপনার মেইল আইডি টা দেন।

১৬ ই জুন, ২০১৪ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: মেইল আমি বছরে একবার চেক করি, তার চাইতে আমার এফবি তে বার্তা দেন।
https://www.facebook.com/kamal.uddin.359

১৩| ১৬ ই জুন, ২০১৪ রাত ১:১১

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো লাগলো।



আইডিয়া বাজ

১৬ ই জুন, ২০১৪ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.