নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বৃষ্টি ভেজা জারুল ফুলগুলো অপার্থিব একটা সুগন্ধ ছড়াচ্ছে। সাত বছরে জারুল গাছটা খুব বেশী বড় হয়নি, তবে তার আকাশ ছোঁয়ার চেষ্টাটা ভালোই নজরে পড়ে।
নিচের সন্ধ্যা মালতীর ঝোপেও এই সময়টাতেই বাহারি রঙের ফুলগুলোর আধিক্য। আর মাটিতে বিছিয়ে থাকা দূর্বা ফুলগুলো যেন নানা রঙের গালিচায় ঢেকে পুরো ঢিবিটা। ফুলে ফুলে প্রজাপতি গুলোর আনাগোনা বেশ লক্ষনীয়।
........................................................................
আমার মন চলে যায় সাত বছর আগের এই দিনটিতে। যেদিন সড়ক দূর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বিছানায় একেবারে শেষ সময়ে, শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চেয়েছিলে। সেদিন বুঝতে পারিনি, আজো পারলাম না তোমার সেই বোবা চাহনির ভাষা। বুঝতে না পারার ব্যর্থতা আজো আমার মনকে কুড়ে কুড়ে খায়।
........................................................................
কবরে ফুলের গাছ লাগানোতে অনেকেই বিরূপ মন্তব্য করে। কিন্তু আমি জানি, এ আমার ভালোবাসা, লোকের কথায় ভালোবাসাকে বিষর্জন দেওয়া আমার দ্বারা সম্ভব নয়।
........................................................................
পরিশেষ একটা কথাই শুধু আমি বলবো, তুমি যেখানেই থাকো ভালো থেকো বাবা...........
২| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৯
হেডস্যার বলেছেন:
৩| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৯
মামুন রশিদ বলেছেন: আপনার বাবা শান্তিতে থাকুন ।
৪| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার বাবার উপর শান্তিবর্ষিত হোক।
৫| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার মরহুম বাবার মৃত্যু দিবসে তাঁর রূহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁর গোর আজাব মাফ করুন এবং তাঁকে বেহেশতে নসীব করুন।
৬| ১১ ই জুন, ২০১৪ দুপুর ২:১৭
বেপরোয়া বেদুঈন বলেছেন: বেশ আবেগ-বিধুর প্রাঞ্জল কাব্যিক বর্ণনা ।
৭| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৬
আদম_ বলেছেন: আপনার মরহুম বাবার মৃত্যু দিবসে তাঁর রূহের মাগফেরাত কামনা করছি
৮| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪৭
একজন ঘূণপোকা বলেছেন:
দারুন এবং মন ছুয়ে যাওয়া লেখা
৯| ১২ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: সবাইকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:২৫
শরৎ চৌধুরী বলেছেন: সব বাবারাই ভালো থাকুক সব সময়।