নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে
(২) কাপ্তাই লেক, রাঙ্গামাটি থেকে তোলা ছবি।
(৩) নারকেল জিঞ্জিরা সৈকত, সেন্ট মার্টিন থেকে তোলা ছবি।
(৪) দূর্গা সাগর দীঘি, মাধবপাশা বরিশাল থেকে তোলা ছবি।
(৫) মায়ের পিঠে ছা, রামপুর, মনোহরদী, নরসিংদী থেকে তোলা ছবি।
(৬) সৈকতে ক্রিকেট খেলা, শিলখালী, টেকনাফ থেকে তোলা ছবি।
(৭) ইজতেমার ট্রেন, টঙ্গী গাজীপুর থেকে তোলা ছবি।
(৮) দামাল শিশু, খোর্দ্দনওপাড়া, নরসিংদী থেকে তোলা ছবি।
(৯) নাফাখুম, রেমাক্রি, থানচি, বান্দরবান থেকে তোলা ছবি, অনেকে এটাকে বাংলাদেশের নায়েগ্রাও বলে।
(১০) বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে তোলা ছবি।
(১১) বগালেক, রুমা, বান্দরবান থেকে তোলা ছবি।
(১২) সাদা সারষ, কুমিল্লার কোন একটা এলাকা থেকে তোলা ছবি।
(১৩) প্রজাপতি।
(১৪) নাম না জানা ফল, পলাশ নরসিংদী থেকে তোলা ছবি।
(১৫) সোমেশ্বর নদী, বিজয়পুর সীমান্ত ফাঁড়ীতে দাড়িয়ে তোলা ছবি।
(১৬) শকুন, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর থেকে তোলা ছবি।
(১৭) লিচু, দিনাজপুর থেকে তোলা ছবি।
(১৮) গোলাপের মতো দেখতে এই ফুলটার নাম জানিনা। শিলং থেকে তোলা ছবি।
(১৯) পদ্মার চর।
(২০) পাট সংগ্রহের এই ছবিটা তুলেছি নরসিংদীর শিবপুর থানার পাড়াতলা গ্রাম থেকে।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
বনে বাঁদাড়ে....২৪
বনে বাঁদাড়ে....২৫
২৭ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, কেমন আছেন আপনি?
২| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন দারুন ছবি আর ক্যাপশন ----আমি মুগ্ধ হয়ে গেলাম ------কোন কোন ছবিতে নস্টালজিয়াতে ভুগছি
শুভকামনা
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শ্রদ্ধা জানবেন।
৩| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৫১
আদম_ বলেছেন: প্রথম স্থান ১৯ এবং ০১ যৌথ ভাবে
২য় স্থান ০৯
৩য় স্থান ০২
বরাবরে মতো প্রিয়তে থাকলো।
আমার সেল নম্বর পেয়েছেন?
ধন্যবাদ ভালো থাকবেন।
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার এমন নাম্বারিংএ আমি বেশ ভালো ভাবেই অনুপ্রাণিত হই, ধন্যবাদ আদম ভাই।
৪| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৫
শুঁটকি মাছ বলেছেন: নাফাখুম জায়গাটা তো মনে হয় বেশ সুন্দর। যাউতে মনে চাইতেছে।
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অনেক সুন্দর জায়গা, গেলে মজ জুড়িয়ে যাবে নিঃসন্দেহে।
৫| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
পাজল্ড ডক বলেছেন: Awesome সব ছবি!
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কইউ
৬| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৫
হেডস্যার বলেছেন:
সেরকম
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: হা হা হা
৭| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:০১
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৮| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২২
রাজিব বলেছেন: "(৫) মায়ের পিঠে ছা, রামপুর, মনোহরদী, নরসিংদী থেকে তোলা ছবি।"
এ ছবিটি কি কোন পার্কের বা বনে তোলা? নাকি একেবারে প্রকৃতিতে? দারুণ একটা ছবি। মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর বাঁচার অধিকার আছে এ কথাটি আমরা ঢাকার মানুষেরা ভুলেই গেছি। ছোট বেলায় অনেক কাক, চিল, শকুন, দোয়েল, চড়ুই দেখতাম আকাশে। এখন কাকেরও খুব একটা দেখা পাইনা।
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: এটা একেবারেই প্রকৃতি থেকে তোলা, মনোহরদীর রামপুর নামক জায়গায় এখনো অনেক বানরের দল বনে ঘুরে বেড়ায়।
৯| ২০ শে জুলাই, ২০১৪ রাত ২:০১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাসসেরা সংকলনে যাচ্ছে ....
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:১৭
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার।