নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সাদা মাটির পাহাড়, মাঝখানে তার নীল পানি। বিরিসিরি নেত্রকোনা থাকে তোলা ছবি।
(৩) খল্লা মাছ, এই মাছ পানির নিচে থাকলেও তার চোখগুলো থাকে উপর।
(৪) চানাচুর ওয়ালা, আরিচা ফেরিঘাট থেকে তোলা।
(৫) এই ছবিটা দার্জিলিং থেকে তোলা।
(৬) গোঁধূলী বেলা, এটা জাফলং এর ছবি।
(৭) ঘরে ফেরা, নরসিংদী সদর থানার নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৮) টাঙ্গুয়ার হাওড়, শীতের ছবি।
(৯) টাঙ্গুয়ার হাওড়, বর্ষার ছবি।
(১০) নাম না জানা ফুল, ভুটান থেকে তোলা ছবি।
(১১) মুকুন্দপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে থেকে তোলা ছবি।
(১২) বাজপাখি, বটেশ্বর বেলাব থেকে তোলা ছবি।
(১৩) কাঁঠালের শিশুকাল।
(১৪) মুরং, বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিং পাড়া থেকে তোলা ছবি।
(১৫) বাছুর, মুরাপাড়া জমিদার বাড়ি থেকে তোলা ছবি।
(১৬) কাঁচা লটকন, বটেশ্বর থেকে তোলা ছবি।
(১৭) নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
(১৮) সোনাকান্দা দূর্গ, বন্দর, নারায়ণ গঞ্জ থেকে তোলা ছবি।
(১৯) অন্য একটি মাল বোঝাই নৌকা যাচ্ছে আর এই পাশে থেকে একটি পানকৌরি তা দেখছে। নরসিংদীর মেঘনা নদীর ছবি।
(২০) ভূতের আড্ডায় আমি, ড্রিম হলিটে পার্ক, চৈতাব, নরসিংদী থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
বনে বাঁদাড়ে....২৪
বনে বাঁদাড়ে....২৫
বনে বাঁদাড়ে....২৬
২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ভেবে দেখবো।
২| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫
রাজিব বলেছেন: খল্লা মাছ- এটি কি বাংলাদেশের? কোন এলাকার? নামটা মনে হয় প্রথম শুনলাম।
২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: এটার আরো একটা নাম আছে, এই মুহুর্তে মনে পড়ছে না
৩| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬
লেখোয়াড় বলেছেন:
স
শুধু তিনটি কথাই বলতে পারি.................
সুন্দর, সুন্দর আর সুন্দর।
চলতে থাকুক সামমা।
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৪| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯
লেখোয়াড় বলেছেন:
শুধু তিনটি কথাই বলতে পারি.......
সুন্দর, সুন্দর আর সুন্দর।
চলতে থাকুক সা ম মা।
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: সা ম মা
৫| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫০
লেখোয়াড় বলেছেন:
শুধু তিনটি কথাই বলতে পারি........
সুন্দর, সুন্দর আর সুন্দর।
চলতে থাকুক সা ম মা।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: চলতে থাকুক
৬| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর । কামাল ভাইয়া কেমন আছেন
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি আপু, আপনি কেমন ?
৭| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন, ভালো থাকুন, সব সময়।
৮| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
আদম_ বলেছেন: সেভ করার পর ডিলিট করে দিবেন প্লিজ
মানে কমেন্টটা ডিলিট করে দিবেন। আর পোস্ট প্রিয়তে থাকলো। রেল লাইনের ছবি দেখার জন্য আমি অধীর অপেক্ষায় আছি।
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।
৯| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫
হামিদ আহসান বলেছেন: চমৎকার .........................
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, কেমন আছেন ?
১০| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মন ছুঁয়ে গেলো আপনার তোলা বিচিত্র সুন্দর ছবিগুলো।
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা মিতা
১১| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ সব ছবি ভ্রাতা দ্বিতীয় ভালোলাগা ++++ কেমন ছিলেন ?
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার অপূর্ণতা পূর্ণ হলো
১২| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭
তাহসিন মামা বলেছেন: ১০ নাম্বার ছবির ফুলগুলো রডডেনড্রন। শেষ ছবিটা দেখে মজা পেলাম।
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বড়ই সৌন্দর্য্য
১৩| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমমম.... বনে বাঁদাড়ে আজকাল দেখি কঙ্কাল ভুতেরাও থাকে
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ওটাই কঙ্কাল ভুতের আস্তানা
১৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬
পাজল্ড ডক বলেছেন: টাংগুয়ার হাওড়রের খুব কাছে গিয়েও না দেখে ফিরে এসেছিলাম।এখন আফসোস হচ্ছে
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: সমস্যা নেই, ইচ্ছে থাকলে উপায় হয়।
১৫| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৪
চড়ুই বলেছেন: খুবই সুন্দর
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ।
১৭| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ঈদের শুভেচ্ছা।
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৪
রাজিব বলেছেন: ছবি গুলো দারুণ সুন্দর। বাংলাদেশ আসলেই খুব সুন্দর এবং আপনার ছবি তা আরেকবার আমার মত ঘর কুনো লোকদের মনে করিয়ে দেয়।
যদি সম্ভব হয় আপনি আপনার ছবি গুলোকে এলাকা ভেদে (জেলা) দিন। অর্থাৎ বলতে চাইছি কুমিল্লার ছবি এক সঙ্গে এক বা একাধিক পোস্টে, নরসিংদীর ছবি একত্রে।