নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

জুমঘর (টুকরো কথা...২)

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৯


আনুমানিক রাত সাড়ে ১০টা থেকে ১১টা। শীতের রাতে এটাই তো অনেক রাত, তার উপর পুরো পর্বত শ্রেণী ঢেকে আছে হিম শীতল কুয়াশায়। বান্দরবানের পর্বতের গহীন অরণ্য ধরে হেটে চলছে আমাদের ভ্রমণ টিম। পিঠে ভ্রমণ বোঝা। হাতে সাত দিন আগে চার্য দেওয়া নিভু নিভু টর্চের আলোটা অন্ধকার দূর না করে আরো যেন দূর্ভেদ্য করে তুলেছে। টর্চের লালচে আলো, খুব গাঢ় কুয়াশা, সেই সঙ্গে হুহু বাতাস আর পাহাড়ি পোকা-মাকড়ের শব্দ, কুয়াশা ভেজা চাঁদের ক্ষীণ আলো মিলে কেমন যেনো একটা ভৌতিক আবহ। কখনো জোঁকের কামড়কে মশার কামড় ভেবে হাটতে থাকি, আবার কখনো মশার কামড়কে জোঁকের কামড় মনে করে লাফিয়ে উঠি।

কোথাও ঝিরি পথের পিচ্ছিল পাথরে পা হড়কায়, কোথাও বা কাঁটা ঝোঁপের আঘাতে শরীর বিক্ষত হয়। তাতেও আমরা বিচলিত ছিলাম না, আমাদের লক্ষ্য ছিলো পরবর্তি পাহাড়িদের গ্রাম। ওখানেই রাত কাটিয়ে পরের দিন নাফাখুম, রেমাক্রি হয়ে থানচি পৌছাবো।

কুয়াশা ভেজা ক্ষয়ে যাওয়া চাঁদটা দেখেও পথের দিশা করতে না পেরে এক সময় আমাদের গাইড ঘোষণা দিলো সে পথ হারিয়েছে। ক্লান্তিতে শরীরটা ভেঙ্গে পরতে চাইলো। চরম হতাশা নিয়ে আরো কিছুটা পথ এগোলাম। এমন সময় আমাদের নজরে আসলো কিছুটা উপরের পাহাড়ে আবছা মতো একটা জুম ঘর দেখা যাচ্ছে। বুঝলাম ওটাই হতে যাচ্ছে আমাদের আজকে রাতের ঠিকানা। চার হাত পা দিয়ে খামচে উঠতে থাকলাম জুম ঘরের দিকে...........

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট্ট কথনে বিশাল প্রকাশ :)

গাইড ঘোষণা দিলো সে পথ হারিয়েছে.......... :-* :-/ X((

চার হাত পা দিয়ে খামচে উঠতে থাকলাম জুম ঘরের দিকে...........

টুকরো কথা চলুক।

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, টুকরো কথাতে দুটি সুবিধে, এক আমার বড় গল্প লিখার অভ্যাস নাই, দুই বড় লিখা ব্লগে পড়তে আগ্রহী হয় খুব কম লোকে।

২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: তারপর কি হলো ভাই ?
ভালো থাকবেন :)

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: অপূর্ণ রয়ে গেলো ? বড় গল্প লিখার অভ্যেস নেই, তাই ছোট ছোট টুকরো লিখে হাতে খড়ি হচ্ছে আমার, তারপরেরটা আপাতত দেওয়ার ইচ্ছে ছিলো না, তবে আপনি যেহেতো জানতে চেয়েছেন পরের টুকরোটা জুম ঘরে কাটানো রাত নিয়েই লিখবো, ধন্যবাদ।

৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭

মুদ্‌দাকির বলেছেন: জোঁক কি ছোট গুলো নাকি বড় ?

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: পাহাড়ি জোঁকগুলো ছোট থেকে মাজারি সাইজের, খুব বড় না, ধন্যবাদ।

৪| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪

আদম_ বলেছেন: মারভেলাস!!
একেবারে ঠিক জায়গামতো শেষ করেছেন। বাকিটুকু আর লেখার দরকার নাই। আমাদের কল্পনার জন্য কিছু অবশিষ্ট থাকুক।

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, তাহলে আপাতত থাকুক।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

পাজল্‌ড ডক বলেছেন: সেই রকম রোমাঞ্চ!!

২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই তাই :-B

৬| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারে গাইড হিসেবে নিলে পথ হারাইতেন না ;)

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: এমন একজন সুদক্ষ গাইডের কথা মার আগে মনেই ছিলো না :-B :-B

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।

বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আপনার মতো গুণী ব্লগারারা আছে বলেই অন্যের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ে তার মূল্যায়নও করা হয়েছে। আসলে আমি তেমন মনোযোগী পাঠক বা ভালো মানের লেখক এটা আমি আগেও কখনো ভাবিনী এখনো ভাবছি না। তবে আপনার মূল্যায়ন অবশ্যই আমাকে উৎসাহ যোগাবে পরবর্তি কিছু ভালো পোষ্ট দিতে।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অপেক্ষায় রইলাম, বিশেষ করে দেশের ভেতরের ভালো ভ্রমণ কাহিনী খুব কম পাওয়া যায়। আপনার মত নিবেদিত প্রাণ ট্রাভেলারের কাছ থেকে তাই আমরা কমপক্ষে দুই তিনটা করে লেখা আশা করছি।

অফটপিকঃ মজা লন? গুণী ব্লগার? আচ্ছা প্রথম আলো ব্লগের সব লেখা সেইভ করছিলেন? আর সপ্তাহ দুয়েক পর নরসিংদী আসতে চাই, জমিদার বাড়ীর খোঁজে, হেল্প করতে পারবেন?

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই পারবো, আপনি আসেন, আমি আছি

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

মুহিব বলেছেন: অত:পর?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

সাদা মনের মানুষ বলেছেন: অতঃপর অন্য আরেক গল্প :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.