নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
(৩) সাগরে মাছ ধরা, টেকনাফের শীলখালীর কাছা কাছি কোথাও থেকে তোলা ছবি।
(৪) কোষা, নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে তোলা ছবি।
(৫) জেব্রা, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজিপুর থেকে তোলা ছবি।
(৬) আগর ফল, হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা ছবি।
(৭) সুরমা নদী, সিলেটের ঐতিহাসিক কিন ব্রীজের উপর থেকে তোলা ছবি।
(৮) বৃষ্টি, সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দির কাছ থেকে তোলা ছবি।
(৯) ফিঙে, ঘাস ফুলে বসে থাকা ফিঙের ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।
(১০) রাজহাঁস, নরসিংদীর বথুয়াদী গ্রাম থেকে তোলা ছবি।
(১১) কল্লা শাহের মাজার, আখাউড়া থেকে তোলা রাতের ছবি।
(১২) পারাপার, এই ছবির লোকেশনটা আমার মনে পড়ছে না।
(১৩) তাবু, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি।
(১৪) পাহাড়ি গ্রাম জাদিপাই পাড়া, বান্দরবানের গহীন থেকে তোলা ছবি।
(১৫) মাছধরা, গোপালদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(১৬) নাম না জানা ফুল, শিলং এর নোখালিকা ফলস্ এলাকা থেকে তোলা ছবি।
(১৭) শর্ষে ক্ষেতে বক, নরসিংদীর দোয়ানী গ্রাম থেকে তোলা ছবি।
(১৮) পটকা মাছ, নরসিংদীর দোয়ানী গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) মাছরাঙা, নরসিংদীর পলাশ থানার রাবান থেকে তোলা ছবি।
(২০) ছোট সোনা মসজিদ, চাপাইনবাবগঞ্জের সিমান্ত এলাকা থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
বনে বাঁদাড়ে....২৪
বনে বাঁদাড়ে....২৫
বনে বাঁদাড়ে....২৬
বনে বাঁদাড়ে....২৭
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০২
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ ভাই, কেমন আছেন?
২| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২
তুষার কাব্য বলেছেন: অনেক দিন পর ব্লগ এ আসলাম...আর আপনার এখানেও আসলাম বেড়াতে...আপনি রাবান গেলেন কবে..? আমার বাড়িও ওদিকে...
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ফটোগ্রাফি ট্যুর করতে প্রায়ই আমি ওদিকে যাই, আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি মাধবদীতে।
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫
পাজল্ড ডক বলেছেন: অনেক দিন পর দিলেন সুন্দর!!
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আশা করছি, এখন থেকে নিয়মিত দিবো, ধন্যবাদ
৪| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার সব ছবি ।
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা অবিরত
৫| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবগুলোই সুন্দর........৪-৮-১০ আমার মনে ধরেছে বেশি
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো ১৯ নাম্বারটা সেরা
৬| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর !!!
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, ভালো থাকুন, সব সময়।
৭| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো কামাল ভাই। অনেক দিন পর আপনার পোষ্ট চোখে পড়ল। আশা করি ভাল আছেন।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমি আসলে অনেক দিন যাবৎ কোন পোষ্ট দিচ্ছিলাম না, কেমন আছেন?
৮| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা ++++++++
ব্লগে একটু কম আসেন আজকাল মনে হয় !
ছবি বরাবরের মতই স্নিগ্ধ সুন্দর
সোনাদিয়া ভ্রমণ সম্পর্কে বিস্তারিত লিখলে খুবই উপকৃত হবো । এ রকম আর কোন প্ল্যান থাকলেও জানাবেন প্লীজ ।
ভালো থাকবেন সবসময়
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: সোনাদিয়া যাওয়ার আপাতত কোন পরিকল্পনা নাই, সোনাদিয়া যাওয়ার জন্য আপনি পথনির্দেশ বা অন্য কোন স হায়তা পেতে চাইলে আমাদের ভ্রমণ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনা ভাইয়ের সাথে কথা বলতে পারেন। উনি খুবই হেল্পফুল মানুষ, আপনি বিনা দ্বিধায় ওনার সাথে যোগাযোগ করতে পারেন।
০১৭১১২৭৭২৫০
৯| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪
এ কে এম রেজাউল করিম বলেছেন: সুন্দ্র, অভিন্দন র'ল।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ করিম ভাই, শ্রদ্ধা জানবেন।
১০| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
জাফরুল মবীন বলেছেন: চমৎকার সব ছবি!
শিবগঞ্জের সোনা মসজিদ তো আমার এলাকার মসজিদ
অনেক শুভকামনা রইলো অাপনার জন্য।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার এলাকাটা অনেক অনেক সুন্দর জাফরুল ভাই।
১১| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৭
তুষার কাব্য বলেছেন: আপনিতো দেখি আমার দেশী মানুষ.. আমার বাড়ি ঘোড়াশাল..
১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৩
সাদা মনের মানুষ বলেছেন: একেবারে বাড়ির পাশের পাবলিক, ধন্যবাদ ভাই।
১২| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০
sumit বলেছেন: চমৎকার
১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছে অনেক।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
আমি ইহতিব বলেছেন: ভালো আছেন ভাইয়া?
বরাবরের মত দারুন কিছু ছবি উপহার দিলেন আমাদের। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে পটকা মাছের ছবিটার জন্য। এই মাছ আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়েনা।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, পটকা মাছ জীবনে আমি অনেক খেয়েছি
১৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালো লাগলো ! ++
আশা করি ভালোই আছেন "সাদামন"
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনাদের দোয়ায় চমৎকার আছি ভাই, আপনি কেমন আছেন?
১৫| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
এম ই জাভেদ বলেছেন: বিষাক্ত পটকা মাছ দেখতে কত মায়াবি !! অনেকদিন পর আপনার কল্যানে মাছটির সাথে সাক্ষাত হল। জংলি ফুলটাও দারুন।
সবগুলি ছবি ই কিন্তু চমৎকার হয়েছে কামাল ভাই।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই, আপনি ভালো আছেন?
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যাক, অবশেষে পোস্ট পেলাম... হুহ না পাইলে খবর ছিল...
ছবি সব, করে রব...
সোনাদিয়া'র তাবুর ছবিটা উপর থেকে নেয়া একটা শট ছিল, ভ্রমণ বাংলাদেশ এর অফিসে টাঙ্গানো। এই তাঁবুগুলোর ছবি দেখলে হিংসা হয়, আমি যদি ঐ ট্যুরে থাকতাম...!!!
পোস্টে অনেক ভালোলাগা। শুভকামনা রইল।
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: ওই ছবিটা অন্য রাতের, ওটা ছিলো বালিয়াড়িতে, ধন্যবাদ হাসান ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: নাইস! অনেক দিন পর পোস্ট পেলাম ।